
02/05/2025
আপনি শুধু পোস্ট দেন, কিন্তু কেউ connect করে না?
আসসালামু আলাইকুম।
একটা সময় ছিলো, যখন আমিও ভাবতাম
ভালো ক্যাপশন লিখলেই মানুষ লাইক দিবে, ফলো করবে, ক্লায়েন্ট আসবে।
Caption দিতাম:
▪ Boost your brand today!
▪ Best service in town!
▪ Trust us for your digital needs.
ভাবতাম, ভালো লাগলে তো মানুষ লাইক দিবে, কমেন্ট করবেই!
Problem হলো মানুষ দেখত, but মনে রাখত না।
লাইক, রিচ হতো connect হতো না।
কিন্তু রেজাল্ট?
লাইক আসে ২-৩টা। কমেন্টও নাই। ইনবক্স তো দূরের কথা।
তারপর একটা দিন, আমি নিজের গল্প শেয়ার করলাম
কিভাবে প্রথম প্রজেক্টে ক্লায়েন্ট আমাকে 'No' বলেছিল, আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু হাল না ছেড়ে শেষ পর্যন্ত result এনেছিলাম।
Guess what happened?
কমেন্টে মানুষ লিখতে শুরু করলো
• Exactly ভাই, আমিও একই ছিলাম!
• মন ছুঁয়ে গেলো!
তখন বুঝলাম
Caption দিয়ে Attention পাওয়া যায়,
কিন্তু Story দিয়ে Connection তৈরি হয়।
Caption sells, Story connects.
কারণ মানুষ Caption পড়ে না, fell করে Story.
Caption-based পোস্ট হলো
✅ Buy now!
✅ আমাদের সাথেই সেরা সল্যুশন নিন!
✅ Best offer! Limited time!
আর storytelling-based পোস্ট হলো
একটা ছোট গল্প...
একটা অনুভূতি...
একটা জীবন থেকে নেওয়া সত্যি কথা...
যেটা মানুষ নিজের জীবনের সাথে মেলাতে পারে।
আজকের digital world-এ,
Just catchy শব্দ দিয়ে attention পাওয়া যায়,
কিন্তু Relatability দিয়ে connection হয়।
মানুষ প্রোডাক্ট দেখে কিনে না,
মানুষ নিজের অনুভূতি দেখে কিনে।
Pathao যখন বলে,
চলো যাই
তারা গাড়ির সংখ্যা বলে না।
তারা movement এর feeling দেয়।
10 Minute School যখন বলে,
Learn anytime, anywhere
তারা কোর্সের ডিটেইলসে ঢোকে না।
তারা স্বাধীনতার অনুভূতি দেয়।
আর আপনি?
আপনিও তো পোস্ট করছেন, শুধু সেল করতে চান।
কিন্তু যদি শুধু feature বলেন — আমাদের স্কিনকেয়ারে আছে গ্রীন টি আছে,
মানুষ ভাবে: So what?
কিন্তু আপনি যদি বলেন:
এই স্কিনকেয়ার বানানো হয়েছে তাদের জন্য, যারা আয়নায় নিজের Self-Confidence দেখতে চায়
তাহলে মানুষ ভাবে: হ্যাঁ, এটাই তো আমি খুঁজছি!
Because মানুষ product না, নিজের গল্প খুঁজে।
তাই মনে রাখুন:
আপনার পোস্টে Caption থাকুক, ঠিক আছে।
কিন্তু Story থাকলে — Connection তৈরি হবে।
আর Connection থেকেই আসে Conversion.
Learn Upper বিশ্বাস করে
Story আগে, Sale পরে।
Follow Learn Upper to master storytelling content.