সত্য, সেবা ও নিরপেক্ষতা এই তিন মূলমন্ত্রকে বুকে লালন করে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছি।
(4)
সাংবাদিকরা মেহনতি মানুষের কণ্ঠস্বর । তারা সবার জন্য কিন্তু তাদের জন্য কেউ না।
সত্য , সেবা, সাংবাদিকতা ও নিরপেক্ষতা- এইগুলো একসূত্রে গাঁথা।
সংবাদ ও সাংবাদিকতা- সংবাদ বলতে মুদ্রণজগৎ , সম্প্রচার কেন্দ্র , ইন্টারনেট অথবা তৃতীয় পক্ষের মুখপাত্র কিংবা গণমাধ্যমে উপস্থাপিত বর্তমান ঘটনা প্রবাহের একগুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টি যা যােগাযােগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে।
সংবাদদাতা বা সাংবাদিক বিভ
িন্ন স্থান, ক্ষেত্র বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন।
একজন ভালাে সাংবাদিক হতে হলে যেসব যােগ্যতা লাগবে- ১. কমন সেন্স - ২ . লেখালেখির যােগ্যতা - ৩. ভাষাগত দক্ষতা - ৪. চাপ সহ্য করার ক্ষমতা - ৫. সবার সঙ্গে ভাব জমানাের ক্ষমতা।
সাংবাদিকতা একটি স্পর্শকাতর পেশা। যে কারাে হাতে যেভাবে ছুরিকাঁচি তুলে দিয়ে অপারেশনের সার্জন বানিয়ে দেয়া গ্রহনযােগ্য হয় না , একই ভাবে যে কারাে হাতে কলম - ক্যামেরা - বুম তুলে দিয়ে তাঁকে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব দেওয়াটাও গ্রহণযােগ্য হওয়া উচিত নয়।
একশ্রেনীর তথাকথিত সাংবাদিকদের কর্মকান্ডে গােটা দেশের মানুষ ধীরে ধীরে এই পেশার প্রতি শ্রদ্ধা হারাচ্ছে। এই সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে হরেদরে সাংবাদিক পরিচয় ব্যবহারের সুযােগ।
10/09/2025
প্রায় ৪ বছর ধরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের বডিগার্ড হিসেবে রয়েছেন পুলিশ কনস্টেবল রেজাউল ইসলাম৷ পতিত সরকারের আমলে ৪ আগস্ট ২০২৪ শহরের আন্দো*লনে এলোপাতাড়ি গু*লি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পতিত সরকারের আমলে থাকা সবার বদলী হলেও তিনি এখনো বহাল তবিয়তে। এমন চিত্রে এসপি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন আ*হত আন্দো*লনের কর্মী৷
পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি তদন্তে রয়েছে৷ ব্যবস্থা নেওয়া হবে৷
অন্যদিকে অভিযোগকারী আবু সাঈদ জানিয়েছেন, জুলাই ইস্যু তদন্ত করে দেখা আর ৪ বছর থেকে নিজ বলয় তৈরী করা রেজাউলের পক্ষপাতে আমরা অসন্তোষ। দ্রুত সময়ের মধ্যে ডিআইজি অফিসে অভিযোগ করা হবে৷
10/09/2025
ঠাকুরগাঁওয়ের শিশু বিশেষজ্ঞ ডা: সাজ্জাদ হায়দার শাহীন মস্তি*ষ্কে প্রদা*হের কারণে অসু*স্থ হওয়ার পরে এয়ার এম্বু*লেন্সে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে
Be the first to know and let us send you an email when Pratidiner Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
সাংবাদিকরা মেহনতি মানুষের কণ্ঠস্বর। তারা সবার জন্য কিন্তু তাদের জন্য কেউ না।
সত্য, সেবা ও সাংবাদিকতা- এই তিন একসূত্রে গাঁথা।
সংবাদ ও সাংবাদিকতা ---সংবাদ বলতে মুদ্রণজগৎ, সম্প্রচার কেন্দ্র, ইন্টারনেট অথবা তৃতীয় পক্ষের মুখপাত্র কিংবা গণমাধ্যমে উপস্থাপিত বর্তমান ঘটনাপ্রবাহের একগুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টি যা যোগাযোগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে।
সংবাদদাতা বা সাংবাদিক বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন।
একজন ভালো সাংবাদিক হতে হলে যেসব যোগ্যতা লাগবে- ১.কমন সেন্স-২.লেখালেখির যোগ্যতা-৩.ভাষাগত দক্ষতা-৪.চাপ সহ্য করার ক্ষমতা-৫.সবার সঙ্গে ভাব জমানোর ক্ষমতা।
সাংবাদিকতা একটি স্পর্শকাতর পেশা। যে কারো হাতে যেভাবে ছুরিকাঁচি তুলে দিয়ে অপারেশনের সার্জন বানিয়ে দেয়া গ্রহনযোগ্য হয় না, একই ভাবে যে কারো হাতে কলম-ক্যামেরা-বুম তুলে দিয়ে তাঁকে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব দেওয়াটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।
একশ্রেনীর ‘তথাকথিত সাংবাদিকদের’ কর্মকান্ডে গোটা দেশের মানুষ ধীরে ধীরে এই পেশার প্রতি শ্রদ্ধা হারাচ্ছে। এই সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে হরেদরে সাংবাদিক পরিচয় ব্যবহারের সুযোগ। প্রশিক্ষণ বিহীন, সাংবাদিকতা সম্পর্কে নূন্যতম জ্ঞানবিহীন অদক্ষরা সদ্য শিং গজানো বাছুরের মতো বুকে আইডি কার্ড ঝুলিয়ে উন্মত্তের মতো আচরণ করছে। এর বাইরে আছে স্বঘোষিত ধান্দাবাজদের ‘সাংবাদিক’ হয়ে ওঠা। পাড়া মহল্লার সাময়িকী কি এক পাতার কিছু একটা ছাপিয়েই কিছু লোক স্বঘোষিত সাংবাদিক হয়ে পড়ছে। যেনতেন প্রকারে আন্ডারগ্রাউন্ড একটি পত্রিকা বের করে চলছে ব্ল্যাকমেইলিং আর চাঁদাবাজির উৎসব। এসব ‘সাংবাদিক’দের দায় নিতে হচ্ছে প্রকৃত সাংবাদিকদেরকে।