উত্তরবঙ্গ মেইল

উত্তরবঙ্গ মেইল উত্তরবঙ্গের ইতিহাস ও ঐতিহ্য
(2)

মাত্র ৭৩০ একর!
13/07/2025

মাত্র ৭৩০ একর!

🛑 বীরগঞ্জে একতা ক্লিনিকে প্রসূতির মৃত্যু!⚠️ ক্লিনিক ঘেরাও করে বিচারের দাবিতে অনশন পরিবার ও এলাকাবাসীর।দিনাজপুর জেলার বীর...
21/06/2025

🛑 বীরগঞ্জে একতা ক্লিনিকে প্রসূতির মৃত্যু!
⚠️ ক্লিনিক ঘেরাও করে বিচারের দাবিতে অনশন পরিবার ও এলাকাবাসীর।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একতা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় প্রাণ হারিয়েছেন আশা মনি নামের এক গর্ভবতী নারী।
পরিবার ও স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

জানা যায়, শুক্রবার প্রসবজনিত কারণে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ের চা দোকানি অতুলের ছেলে হৃদয়ের স্ত্রী আশা মনিকে একতা ক্লিনিকে ভর্তি করা হয়। সিজার করার সময়ই তার মৃত্যু হয় — এমনটাই দাবি পরিবারের।

তবে ক্লিনিক কর্তৃপক্ষ ও অপারেশন পরিচালনাকারী ডা. ইয়াসমিন বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠেন।

তড়িঘড়ি করে মৃতদেহকে "সুস্থ রোগী" হিসেবে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, এবং ভর্তি দেখিয়ে সময়ক্ষেপণ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়।

📢 ঘটনাটি জানাজানি হলে উত্তাল হয়ে ওঠে পুরো বীরগঞ্জ। পালিয়ে যায় ক্লিনিক মালিক ডা: স্টাফ সহ অভিযুক্ত সকলেই ।

স্বজন ও স্থানীয় এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ ও অনশন শুরু করেন।
সকলের একটাই দাবি —
এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।
এবং যেন আর কোনো মা এমন অবহেলার শিকার না হয়।

🍼 তবে সৌভাগ্যক্রমে নবজাতক শিশুটি বেঁচে গেছে এবং বর্তমানে সুস্থ আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অভিযুক্ত চিকিৎসক: ডা. ইয়াসমিন
ক্লিনিক মালিক: রিপন
মৃত: আশা মনি (স্বামী: হৃদয়, পিতা: অতুল, ঠিকানা: বলাকা মোড়, বীরগঞ্জ (পৌর শহর)
বর্তমান অবস্থা: সংশ্লিষ্ট সবাই পলাতক

"একটি প্রাণের বিনিময়ে ধামাচাপা নয় — চাই বিচার, চাই জবাবদিহি।

শেষ কবে দেখেছিলেন গরুর গাড়ি?
16/05/2025

শেষ কবে দেখেছিলেন গরুর গাড়ি?

লালমনিরহাটে ভুট্টা চাষিরা কীভাবে বাড়তি আয় করছেন 🌽💰লালমনিরহাটে ভুট্টা চাষিদের জন্য সোনালি দানা ভুট্টা এখন এক গুরুত্বপূর্ণ...
26/04/2025

লালমনিরহাটে ভুট্টা চাষিরা কীভাবে বাড়তি আয় করছেন 🌽💰

লালমনিরহাটে ভুট্টা চাষিদের জন্য সোনালি দানা ভুট্টা এখন এক গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে। এখানকার কৃষকরা শুধু ভুট্টা উৎপাদন নয়, ভুট্টার গাছ, পাতা, ও খোসাও বিক্রি করে বাড়তি আয় করছেন। এটি তাদের উৎপাদন খরচ অনেকটা কমিয়ে দিয়েছে, এবং নতুন উপার্জনের সুযোগ সৃষ্টি করেছে।

ভুট্টার পাতার চাহিদা ও ব্যবহারের প্রবণতা:
পুষ্টিকর গোখাদ্য: ভুট্টার পাতা গরু, ছাগল ও মহিষের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে প্রচুর পরিমাণে ক্যার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে, যা গরু ও ছাগলের মোটাতাজাকরণের জন্য উপকারী।

পাতা বিক্রি: ভুট্টা চাষিরা ভুট্টার পাতা বিক্রি করে প্রতি বিঘায় ২২০০-২৫০০ টাকা আয় করছেন। এটি তাদের চাষের খরচ অনেকটা তুলে এনে বাড়তি আয়ের পথ খুলেছে।

বাজারে দামি পাতা: ভুট্টা পাকার ১৫ দিন আগে থেকে কাঁচা পাতা ভালো দামে বিক্রি হয়। পাতা শুকিয়ে সাইলেজ তৈরি করে খামারিরা কয়েক মাস পর্যন্ত গরু-ছাগলের খাদ্য সরবরাহ করছেন।

ভুট্টা চাষের অর্থনৈতিক সুবিধা:
খরচ কমানো: ভুট্টার গাছ, পাতা ও খোসা বিক্রি করে কৃষকরা উৎপাদন খরচ অনেকটা কমিয়ে ফেলছেন। এর ফলে কৃষকরা লাভবান হচ্ছেন এবং বাজারে ভুট্টার পাতা বিক্রির জন্য একটি নতুন হাট গড়ে উঠেছে।

খামারি ও কৃষকদের সুবিধা: ভুট্টার পাতা গরু ও ছাগলের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্য হয়ে উঠেছে, যা খামারিদের জন্য দানাদার খাদ্যের বিকল্প হিসেবে কাজ করছে।

কৃষক ও খামারির মন্তব্য:
কৃষক মো. আব্দুল লতিফ বলেছেন, আগে ভুট্টার গাছ ও পাতার কোনো দাম ছিল না, তবে এখন প্রতি বিঘা থেকে ২২০০-২৫০০ টাকার পাতা বিক্রি করা সম্ভব হচ্ছে।

খামারি রফিকুল মিয়া জানান, তিনি ভুট্টার পাতা কিনে গরু-ছাগলকে খাওয়াচ্ছেন, যা তার খরচ কমাচ্ছে এবং লাভ বৃদ্ধি পাচ্ছে।

উৎপাদন খরচ কমানোর মাধ্যমে লাভবান কৃষকরা:
কালীগঞ্জ উপজেলার মুন্সির বাজার ও ব votesমারি ইউনিয়ন থেকে কৃষকরা বাজারে ভুট্টা পাতা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ভুট্টার পাতার ক্রমবর্ধমান চাহিদা এবং খামারিদের জন্য এর পুষ্টিগুণ, দুই দিকেই এটি একটি লাভজনক কৃষি উদ্যোগে পরিণত হয়েছে।

এখন, এই নতুন বাজারের সৃষ্টি এবং পাতা বিক্রি করার সুযোগ কৃষকদের জন্য ভুট্টা চাষকে আরও লাভজনক করে তুলেছে।

ধর্ষণের অভিযোগে জনতার হাতে আটক পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর গণিতের শিক্ষক মোস্তাফিজুর!
16/04/2025

ধর্ষণের অভিযোগে জনতার হাতে আটক পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর গণিতের শিক্ষক মোস্তাফিজুর!

কোনঠে বাহে, চলেন সবাইকাঞ্চনজঙ্ঘা দেখতে যাই! আগামী ১৫, ১৬ ও ১৭ ই অক্টোবর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পর...
14/10/2024

কোনঠে বাহে, চলেন সবাই
কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই!

আগামী ১৫, ১৬ ও ১৭ ই অক্টোবর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে পাওয়ার জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: প্রত্যেক ১০ দিন পর-পর ২ থেকে ৩ দিন অনুকূল আবহাওয়া বিরাজ করে যখন পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে পাওয়া যায়। অক্টোবর মাসের ২৫ তারিখ থেকে নভেম্বর মাসের ৫ তারিখের মধ্যে আবারও ২/৩ দিন অনুকূল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে আজকে পূর্বাভাস করা সম্ভব না কোন ৩ দিন অপেক্ষাকৃত মেঘমুক্ত ও কুয়াশা মুক্ত আবহাওয়া থাকবে।

আপনারা সকলেই আমন্ত্রিত ❤️‍🩹




20/02/2024
এঁকে বেঁকে ছুটছে আমাদের টাঙ্গন নদীBADC ফার্ম (প্রেম বাগান), ঠাকুরগাঁও    #উত্তরবঙ্গ
16/02/2024

এঁকে বেঁকে ছুটছে আমাদের টাঙ্গন নদী
BADC ফার্ম (প্রেম বাগান), ঠাকুরগাঁও


#উত্তরবঙ্গ

12/02/2024

পুলিশ হোটেল স্টাফকে মা*রায় রাস্তা অবরোধ করেছে হোটেল মালিক
দশমাইল, কাহারোল

09/02/2024

ঠাকুরগাঁও এর সুমন ও সুজন ক্যাডেট কোচিং ও প্রাইভেট সেন্টারের চূড়ান্ত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করছেন
জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ (অতিরিক্ত ডিআইজি) পিবিআই, বাংলাদেশ পুলিশ, ঠাকুরগাঁও

31/01/2024

নতুন রূপে ডিসি পর্যটন পার্ক

#ঠাকুরগাঁও

#ঠাকুরগাঁও_ঐতিহ্য_ও_সম্ভাবনার_জনপদ

ছোট সেনুয়া নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৯ কিলোমিটা...
14/01/2024

ছোট সেনুয়া নদী

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৯ কিলোমিটার, গড় প্রস্থ ৯ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব থাকে না। ছোট সেনুয়া নদী মূলত সেনুয়া নদীর উপনদী যা সেনুয়া নদীর বাম তীরে এসে মিলিত হয়েছে।

প্রবাহঃ ছোট সেনুয়া নদীটি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। নদীটির উৎপত্তি এলাকা হচ্ছে কিসমত কেসুরবাড়ি। এখান থেকে নদীটি জালালী, হাজিপাড়া এবং ভুল্লি ফাড়াবাড়ী সড়ক অতিক্রম করেছে। এরপর নদীটি মাদারগঞ্জ, ভাতগাঁও, কচুবাড়ি কৃষ্ণপুর পার হয়েছে, অর্থাৎ আউলিয়াপুর ইউনিয়নের বেশ কিছু গ্রাম পার হয়ে সালন্দর ইউনিয়নের বরুণগাঁওতে সেনুয়া নদীতে পতিত হয়েছে।

ছোট সেনুয়া নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না, তবে বর্ষা মৌসুমে যথেষ্ট পানি প্রবাহিত হয়। নদীটি বন্যাপ্রবণ বা ভাঙনপ্রবণ নয় এবং শুকনো মৌসুমে নদীটি শুকিয়ে যায়।

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরবঙ্গ মেইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তরবঙ্গ মেইল:

Share

Category