
01/09/2025
আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন 🏆💝
নতুন সিজনে চ্যাম্পিয়ন হলাম ফ্রিল্যান্সার কবীর ফুটবল একাডেমী কার্তিকতলার হয়ে। টিমের সকল খেলোয়াড়দের কানেকশনটা অনেক চমৎকার ছিল। আমাদের সকলের প্রতিভায় ফ্রিল্যানন্সার কবীর ভাইকে চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেওয়ায় আমরা অনেক খুশি।
স্থান: ছোট বালিয়া, ঠাকুরগাঁও।
আমার এটাই এবছরের শেষ খেলা,
দেখা হবে সামনের বছর।
সবাই আমার জন্য দোয়া করবেন।
🤲🤲