সর্বদা সবসময় পীরগঞ্জবাসীর পাশে
পীরগঞ্জ হচ্ছে ঠাকুরগাঁও জেলার একটি উপজেলা যা ঢাকা থেকে উত্তরের ভারত সীমান্তবর্তী উপজেলা।এই উপজেলায় সবুজে ভরা প্রাকিতিক পরিবেশ আছে যা বসবাসের জন্য অতি উত্তম।এই উপজেলা সীমান্তবর্তী হলেও এখাবে শিক্ষা বেবস্থা,কর্ম সংস্থান,যোগাযোগ বেবস্থা,চিকিৎসা বেবস্থা এবং কি কৃষিতে অনেক উন্নত। এ উপজেলায় প্রাকিতিক ভাবে কিছু শালবন আছে তার মধ্যে সবার প্রীয় শাগুনী শালবন।এটি পীরগঞ্জ শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত।এই শাগুনী শালবন পীরগঞ্জবাসীর জন্য সস্থির যায়গা,সস্থির কারণটি হল যে কোন উৎসবে,পিকনিক আয়োজন,বিভিন্ন যায়গা থেকে পীরগঞ্জে বেরাতে আসা এবং কি কারো মন খারাপ থাকলে বিকেলে বেরাতে আসায় এই যায়গা সবসময় মুখরিত থাকে।এই উপজেলায় বেক্তিগত উদ্যোগে স্থাপন করা হয়েছে বহুল পরিচিত ফান সিটি পার্ক।এই পার্কে বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসা পর্যটকের ভ্রমন তৃষ্ণা মেটায়।আরো আছে এই উপজেলায় শুকান দিঘি সহ নানান দর্শনীয় স্থান। তাই এই উপজেলার সব খবর সবার কাছে পৌঁছে দিতে পীরগঞ্জ সময় ডট কম আছে আপনার পাশে ।