12 pm

12 pm এটা আমার নতুন পেজ। সবাই ফোলো দিয়ে পাশে থাকবেন।❤️🥰💞

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
12/08/2025

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

টাকার মেশিন Thoughts Of Billal Fans ভাই
07/05/2025

টাকার মেশিন Thoughts Of Billal Fans ভাই

12/01/2025
03/01/2025

যা হবে তাই মেনে নিতে হবে, এটাই নাকি জীবন। সবকিছু নিজের মতোই চলে, আমার ইচ্ছার বাইরে। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছেগুলো আর কখনো পূর্ণ হয়না, অপূর্ণই রয়ে যায়।
আমরা যতোই পরিকল্পনা করি, ব্যস্তবতার সাথে তা আর মিলে না। কষ্ট, বাধা, আর হতাশা - সবই জীবনের অংশ। যা হওয়ার, তাই হয় কারণ সেটাই নিয়তি আর সেটাই নাকি নিয়ম।
শেষ পর্যন্ত, মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায়, তা ফিরে আসে না আগে মতো। তবুও দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এটাই তো জীবন..!!🙂🥀

03/01/2025

একজন অকৃতজ্ঞ “প্রিয়” মানুষ, তোমার মনের যা ক্ষতি করে, হাজার শত্রু মিলেও তা করতে পারে না.!💔😅

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেম...
01/01/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, "একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?" তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন।

কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে।

ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের জন্য।

একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে।

তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়; অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।।

@কর্বন_কপি

চরিত্রহীন কিংবা বিশ্বাসঘা*তক থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই নিজের জন্য মঙ্গল।কেননা তাদের যতই ভালোবাসা হোক না কেন,একজনে...
30/12/2024

চরিত্রহীন কিংবা বিশ্বাসঘা*তক থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই নিজের জন্য মঙ্গল।কেননা তাদের যতই ভালোবাসা হোক না কেন,একজনের ভালোবাসায় তাদের মন কখনোই তৃপ্ত হয় না!তারা নিজেরা না কোনো কিছুতে শান্তি পায়,আর না অন্য কাউকে শান্তিতে রাখার ক্ষমতা রাখে।

এমন মানুষগুলোকে যতই ভালোবাসা হোক না কেন,তারা কখনোই নিজেকে কিংবা নিজের চরিত্রকে সংশোধন করতে পারে না।আর যারা প্রচন্ড ভালোবাসা পাওয়ার পরেও নিজেকে সংশোধন করতে পারে না,তারা কখনোই কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না।

বিশ্বস্ত এবং সঠিক মানুষগুলো সবসময় একজনেই তৃপ্ত থাকে।একজনের মাঝে সব সুখ এবং শান্তি খুঁজে নেয় তারা।তাদের কাছে ভালোবাসা হচ্ছে আরাধনার বিষয়।কাউকে ঠকানোর উদ্দেশ্যে তারা ভালোবাসে না,তারা ভালোবাসার পূর্ণতা দিতে জানে,সম্মান দিতে জানে।ভালোবাসার মানুষটা কষ্ট পাবে ভেবে তারা নিজেকে সংযত করতে জানে।

এই ভন্ডদের যুগে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে,এরকম বিশ্বস্ত এবং সঠিক মানুষকে খুঁজে বের করা!এ যুগে একজনে তৃপ্ত খুব কম মানুষই থাকতে পারে।সম্পর্কে পরস্পর একই ভাবে বিশ্বস্ত থাকার ব্যপারটা বর্তমানে কমই দেখা যায়।একজন বিশ্বস্ত থাকলে অপরজন বিশ্বাসঘা*তকতায় সম্পর্ক শেষ করে দেয়!

দুঃখজনক হলেও সত্যি যে,বিশ্বস্ত মানুষ কখনোই বিশ্বস্ত মানুষের পাল্লায় পড়ে না!বিশ্বস্ত মানুষ ঠিক ভন্ডদের পাল্লাতেই বেশি পড়ে।

যারা মন থেকে ভালোবাসতে জানে,তারা কারো প্রকৃত ভালোবাসা পায় না!আর যারা ভালোবাসার নামে ভণ্ডামি করতে জানে,তারাই মানুষের প্রকৃত ভালোবাসা পায়!এ যুগে ভালোবাসার রাজত্ব ভন্ডদের হাতে বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ–সম্পর্কে এত হতাশা!অথচ সবাই যদি একটু বিশ্বস্ত আর একজনেই তৃপ্ত থাকতো,তবে সম্পর্কগুলো কত সুন্দরই না হতো!

Address

Thakurgaon
5121

Alerts

Be the first to know and let us send you an email when 12 pm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share