MD SoJiB uDdiN

MD SoJiB uDdiN আসসালামুআল্লাইকুম
BNCC (2017)
Blood Group (AB-)
নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করি

26/04/2025

ফুটবল।।

19/04/2025

-----------আমাদের মিলন----------
মিয়ানমারে উদ্ধার অভিযানে পীরগঞ্জের মিলন,ফিরলেন অভিজ্ঞতা নিয়ে

হেলমেটটা ঘামে ভিজে গেছে। হাতে ড্রিল মেশিন, মুখে মাস্ক। ধসে পড়া একটি পাঁচতলা ভবনের সামনে দাঁড়িয়ে শরিফুল ইসলাম মিলন তখন প্রস্তুত আরেকটি যুদ্ধের জন্য। তবে এই যুদ্ধ শত্রুর বিরুদ্ধে নয়, এ যুদ্ধ মানুষকে বাঁচানোর!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে উঠে আসা পঁচিশ বছর বয়সী তরুণ শরিফুল ইসলাম মিলন এখন ফায়ার সার্ভিসের একজন প্রশিক্ষিত ফায়ার ফাইটার। পেশাগত পরিচয়ের বাইরেও মিলন হচ্ছেন সেই মানুষ, যিনি মানুষের কান্না শোনেন ধ্বংসস্তূপের নিচে। থেমে যান না যতক্ষণ না কাউকে খুঁজে বের করেন।
সম্প্রতি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দলে ছিলেন মিলন। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মিশনে তাঁর ভূমিকা ছিল সামনে থেকে।
শরিফুল ইসলাম মিলন বলছিলেন, ‘আমরা যখন পৌঁছালাম, পুরো শহর থমকে গেছে। আমরা একটা পাঁচতলা ভবনের ধ্বংসাবশেষে ঢুকি। অনেকক্ষণ খুঁজে একজনকে পাই। তবে তিনি আর বেঁচে ছিলেন না।"
এক সপ্তাহের বেশি সময় মিয়ানমারে কেটেছে মিলনদের মতো উদ্ধারকারী সদস্যদের নিদ্রাহীন।

মিলন আরো বলেন, ‘আমার পরিচয় এখন শুধু ফায়ার ফাইটার না, একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আমার সবচেয়ে বড় পরিচয়।’
শরিফুল ইসলাম মিলনের মতো মানুষরা যখন জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে যান, তখন বোঝা যায়, দায়িত্ব কেবল চাকরি নয়, সেটা এক ধরনের ভালোবাসাও।
অনেক অনেক শুভ কামনা রইল।।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।। মাওলানা মোঃ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আর আমাদের মাঝে বেঁচে নেই।।। আল্লাহ তায়...
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।।
মাওলানা মোঃ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আর আমাদের মাঝে বেঁচে নেই।।।
আল্লাহ তায়ালা তিনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক
আমিন।।

08/07/2023
25/06/2023

আপদকালীন সময়ে
সরকারি চাকরি জীবিদের মূল বেতনের ৫%
বেতন বাড়ানোর জন্য অর্থ মন্ত্রী কে অনুরোধ করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী

25/06/2023

আপদকালীন সময়ে
সরকারি চাকরি জীবিদের মূল বেতনের ৫%
বেতন বাড়ানোর জন্য অর্থ মন্ত্রী কে বলেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী

20/06/2023

বাজেট বক্তব্যে
মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ
ঠাকুরগাঁও -৩

অমর একুশে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।।আজএকুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মা...
20/02/2023

অমর একুশে ফেব্রুয়ারি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।।
আজ
একুশে ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা আন্দোলনে,
বীর শহীদদের স্মৃতির প্রতি
শ্রদ্ধাঞ্জলি।।
হাজারো স্যালুট জানাই আপনারদের।।
বীর সন্তানেরা।।
আমরা আপনাদের কোনো দিন ও ভুলবো না।।

20/02/2023

ছোট্ট থেকে তাদের পরিবেশটা এমন।।

17/02/2023

সব একখ স্মৃতি।।
Miss করি সবাইকে।।

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD SoJiB uDdiN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share