জিয়াউর রহমান বকুল পেইজ

জিয়াউর রহমান বকুল পেইজ আমি একজন সংবাদকর্মী। দেশের মানুষের প্রত্যাশা পূরণে, বাধার সম্মুখীনেও আছি-থাকবো। সব খবর পরিবেশনে।
(5)

13/10/2025

একজন দক্ষ ও দায়িবত্ববান সেনাবাহিনীর সদস্য তিনি। সম্প্রতি, ঠাকুরগাঁও শহরের আটগ্যালরিতে ভিডিওটি চেকপোস্টের.....

13/10/2025

গ্রামবাংলায় প্রতিটি ইউনিয়নে চলছে। আসলে কি আগের ঐতিহ্য আছে। আগে পুরুষরা নারী সেজে ধামের গান পরিচালিত হলেও এখন............

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম বদলি হয়েছেন। তিনি একজন দায়িত্ববান অফিসার ছিলেন। কোন সমস্যা নিয়ে ক...
12/10/2025

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম বদলি হয়েছেন। তিনি একজন দায়িত্ববান অফিসার ছিলেন। কোন সমস্যা নিয়ে কথা বললে দ্রুত সমাধান দেয়ার চেস্টা করতেন। যেখানে যান ভাল থাকবেন শুভ কামনা রইলো........

12/10/2025

সময়মত রাসায়নিক সার না পেলে ইউএনও অফিস ও কৃষি অফিস ঘেড়াও করার ঘোষণা কৃষক ও ব্যবসায়ীদের..........

কৃষি জমিতে সার দিবে কৃষক। তার জন্য কেনো আন্দোলনে নামতে হবে। টাকা দিয়েও খুচরা বাজারে সার না পেয়ে আজ ১২ অক্টোবর দুপুরে ঠা...
12/10/2025

কৃষি জমিতে সার দিবে কৃষক। তার জন্য কেনো আন্দোলনে নামতে হবে। টাকা দিয়েও খুচরা বাজারে সার না পেয়ে আজ ১২ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শহরে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন প্রান্তিক কৃষকরা ও ব্যবসায়ীরা। ডিলাররা খুচরা ব্যবসায়ীদের সার দিতে টালবাহানা করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান আন্দোলনরতরা। জেলা প্রশাসন নিশ্চই দ্রুত এর সমাধান দিবেন এমনটা আশা করছেন কৃষকরা..........

11/10/2025

দুই পাশে দুজন বাইক নিয়ে যাচ্ছিল। এসময় সেনাবাহিনী তাদের আটক করেন। সড়কে চলতে নিয়ম মানতেই কাজ করছেন তারা। সম্প্রতি, এটি একটি ঠাকুরগাঁওয়ে চেক পোস্টের ভিডিও.............

11/10/2025

সেনাবাহিনী যা করছেন তাতেও সচেতন হচ্ছেন না বাইকাররা। তারপেরও দোষ প্রশাসনের কেন বলবেন? সম্পতি, ঠাকুরগাঁও শহরের একটি চেকপোস্ট চলাকালে...............

11/10/2025

চলন্ত গাড়ি থেকে লাফিয়ে সড়কে। অল্পের জন্য রক্ষা। তবে লাখ টাকা দামের প*শুটির অবস্থা ভাল না। সবাই সবাধানে চলি। আজ ১১ অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের ফায়ার সার্ভিসের সামনে ঘটনা....

11/10/2025

ঠাকুরগাঁও সদর উপজেলার পুকুরে সাতার প্রশিক্ষণের সময় পানিতে ডু*বে এক শি*শু*র মৃ-ত্যু। যা অনাকাঙ্খিত। জানা গেছে প্রশিক্ষন মেষে শি*শু*টিকে পানি থেকে তুলে দেয়ার পরেও সবার চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নেমেছিল। একজন প্রশিক্ষকের ভাতিজা শি*শুটি। তাই বাবা-মা আসেনি। চাচার সাথে এসেছিল প্রশিক্ষনে। আজ ১১ সেপ্টেম্বর দুপুরের ঘটনা........

10/10/2025

ঠাকুরগাঁও পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের মুজুরির টাকা আত্মসাৎ। কার পকেটে ঢুকলো এমন প্রশ্ন সবার। বছরে ১২ থেকে ১৫ লাখ হাতিয়ে নিয়েছে। বলছে গণমাধ্যম। কি একটা অবস্থা। অবশ্যই বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

10/10/2025

ঠাকুরগাঁও সুরক্ষা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় বার বার মৃ*ত্যুর ঘটনা ঘটছে। অথচ প্রশাসনের দায়িত্বরা কোন প্রদক্ষেপ নিচ্ছেন না অভিযোগ স্থানীয়দের। আজকের ঘটনায় সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে চড়াও হয় হাসপাতালের লোকজন। বিষয়টি দুঃখজনক। অবিলম্বে তাদের জবাবদিহিতায় আনবে এবং কার্যত প্রদক্ষেপ নিবেন প্রশাসন এমনটাই দাবি সাংবাদিক নেতাদের।।।।

তারা আওয়ামীলীগ করতেন। চলেছেন দাপটের সাথে আজ তাদের হাতে হাতকড়া। রাজনীতি করার পরিনিতি। জোর করে ক্ষমতায় ছিল সরকার। এখন ছাড় ...
10/10/2025

তারা আওয়ামীলীগ করতেন। চলেছেন দাপটের সাথে আজ তাদের হাতে হাতকড়া। রাজনীতি করার পরিনিতি। জোর করে ক্ষমতায় ছিল সরকার। এখন ছাড় নেই তৃণমূলের নেতাকর্মীদেরও।।।।।।।

Address

Jamidarpara, Thakurgaon Sodar, Thakurgaon
Thakurgaon
5100

Website

https://youtube.com/@ziaurrahmanbokul6810?si=lVhRJaObgUgOpe1J

Alerts

Be the first to know and let us send you an email when জিয়াউর রহমান বকুল পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share