Md Rabiul Islam Rony

Md Rabiul Islam Rony Do something as much as possible for humanity

04/03/2025
26/12/2024

এতোটাও বড় হতে চাই'নি,
যেখানে শীতের রাতে ৯/১০ টায় গোসল করলেও কেউ কিছু বলবে না!
যেখানে বাইরে থেকে এসে "আম্মু কই" বলে ডাক দেওয়া হয় না। যেখানে অসুস্থ থাকলেও আম্মু-আব্বু কাছে থাকে না।
যেখানে ঘুম থেকে উঠে কি খাবো সেটা ঘুমানোর আগে চিন্তা করা লাগে।
যেখানে হুটহাট আম্মুরে জড়িয়ে ধরে বসে থাকা যায় না!

আমি কখনো'ই এতোটা বড় হয়ে যেতে চাইনি, কখনোই না..!!

অভিমান সেখানেই সুন্দর যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয়, অভিমান আদুরে একটা শব্দ যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি, আ...
21/12/2024

অভিমান সেখানেই সুন্দর যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয়, অভিমান আদুরে একটা শব্দ যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি, আরও বেশি ভালোবাসা পাওয়ার বাহানা, একজন মানুষ সবার উপর রাগ করতে পারে কিন্তু সবার উপর অভিমান করতে পারে না, অভিমান হয় একান্তই নিজের মানুষের উপর যার উপর তার অধিকার আছে অধিকারবোধ থেকেই অভিমানের জন্ম হয়, মানুষ তার খুব কাছের কিংবা সখের মানুষটার সাথেই সবচেয়ে বেশি অভিমান করে, অভিমান ঠিকভাবে বুঝতে হয়, যত্ন নিতে হয় গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়!!

সুখবর!!!! সুখবর!!! সুখবর!!!বন্ধুত্ব একটা সম্পর্ক নয়, এইটা একটা নিবির প্রতিশ্রুতি আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো!! ইনশা আল...
18/09/2024

সুখবর!!!! সুখবর!!! সুখবর!!!
বন্ধুত্ব একটা সম্পর্ক নয়, এইটা একটা নিবির প্রতিশ্রুতি আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো!! ইনশা আল্লাহ
প্রানের ১৩-১৫ গ্রুপের ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদাপর্ণ উপলক্ষ্যে আমাদের এবারের আয়োজন
মেগা মিলনমেলা-২০২৪
তারিখ: ১৮ অক্টোবর ২০২৪, রোজ: শুক্রবার
স্হান: ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স, সোশ্যাল গার্ডেন, কক্ষ নং-৫০১, কাকরাইল, ঢাকা
রেজিষ্ট্রেশন ফি: ১,০২০/-
রেজিষ্ট্রেশনের সময়সূচি: ১৩ অক্টোবর ২০২৪
রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:
1. Khadija Hossain : 01623557545 (Bkash)
2. HR Hanif Howlader : 01731-159058 (Bkash/ Nagad)
3. Ruma Akter : 01941213709 (Bkash/ Nagad)
4. Orfin Tanjim : 01881918788 (BKash/ Nagad)

আমার  কাছে তুমি মানে অন্য রকম,,,,,,,,,
08/09/2024

আমার কাছে তুমি মানে অন্য রকম,,,,,,,,,

Sunset..,...
29/02/2024

Sunset..,...

জীবনের অধ্যায় থেকে একটি বছর চলে যাওয়া আনন্দের কোন বিষয় নয় বরং আফসোসের বিষয়! চিন্তা করা উচিত আমার জীবন থেকে একবছর হায়াত ক...
01/01/2024

জীবনের অধ্যায় থেকে একটি বছর চলে যাওয়া আনন্দের কোন বিষয় নয় বরং আফসোসের বিষয়! চিন্তা করা উচিত আমার জীবন থেকে একবছর হায়াত কমে গেল, এক বছর তওবা করার দরজা বন্ধ হয়ে গেল, মৃত্যুর আরও কাছাকাছি চলে গেলাম! জীবনে কি করেছি সেটা নিয়ে ভাবা উচিত, কি আমল করলাম এই একটি বছর! আগামীবছর যদি না বাঁচি এই আমল দিয়েই কি পার পেতে পারব? মুমিন ত তার গন্তব্য নিয়ে চিন্তিত থাকে, সবসময় সে ভেবে চলে আমার জীবন থেকে একবছর চলে গেল —‘হায় আমি কি করলাম!’ আমার ত ফূর্তি করার সময় নয়, নেচে-গেয়ে আতশবাজি ফোটানো আমার কাজ নয় বরং বিগত বছরের পাপাচারের জন্য আল্লাহর কাছে তওবা করে সামনের বছরে যেনো আরও ভালোভাবে আমল করতে পারি, রবের দেয়া সীমারেখা মেনে চলতে পারি; সেই দোয়া করাই মুমিনের কাজ! ‘যারা গাফেল তারা থার্টি-ফাস্ট নাইট নামক হারাম উৎসব আর কনসার্টে মেতে উঠে আর যারা মুমিন তারা জায়নামাজে রবের কাছে ক্ষমা চাওয়ার অশ্রু বিনিময়ে মেতে উঠে! দুজন কি কখনো সমান হতে পারে?’অন্ধ ও চক্ষুষ্মান কি সমান অথবা অন্ধকার ও আলো কি এক?!❤️

08/05/2023

আলহামদুলিল্লাহ

Address

Thakurgaon
5103

Telephone

+8801750582619

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rabiul Islam Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rabiul Islam Rony:

Share