
25/06/2025
আমার খুব ইচ্ছে করে;
কেউ একজন-
অকারণ হুটহাট রাগ করুক।
ইচ্ছেমতো অধিকার খাটাক।
মাঝে মাঝে দু'একদিন কথা বন্ধ রাখুক!
তারপর-আমি ও আমরা
একে অপরের প্রতি টানটা অনুভব করি।
অনুভূতিগুলো প্রকাশ না হতে পেরে
এদিক ওদিক ছুটাছুটি করুক!
শেষমেশ-কথা বলার অজুহাত খুঁজুক।
বোকার মতো আমাকেই জিজ্ঞেস করুক;
'এই যে দেখো তো চোখে কি পড়লো?