16/10/2025
“বিবাহ রেজিস্ট্রেশনে কোনো সরকারি ফি নেই — জানেন কি কাজীর নেওয়া টাকা আসলে কী?”
বাংলাদেশে অনেকেই জানেন না যে সম্পত্তি হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনের সময় সরকার বিভিন্ন ফি আদায় করে, কিন্তু বিবাহ রেজিস্ট্রেশনে সরকার কোনো ফি নেয় না। অর্থাৎ, বিবাহ নিবন্ধনের জন্য কোনো সরকারি ফি নেই।
তাহলে প্রশ্ন আসে — বিবাহের সময় কাজীগণ যে টাকা নেন, সেটি কীসের জন্য?
আসল বিষয় হলো, কাজী যে টাকা আদায় করেন, তা সরকারি ফি নয়; বরং তার নিজস্ব পারিশ্রমিক।
বর্তমান নিয়ম অনুযায়ী, কাজীদের পারিশ্রমিকের হার হলো:
প্রতি লাখ টাকায় ১,৪০০ টাকা, যদি দেনমোহর ৫ লাখ টাকা পর্যন্ত হয়;
আর ৫ লাখ টাকার বেশি হলে, অতিরিক্ত অংশের জন্য প্রতি লাখে ১০০ টাকা করে নেওয়া হয়।
অর্থাৎ, কাজী যে টাকা নেন তার অধিকাংশই তার পারিশ্রমিক, আর এই আয় থেকে তিনি প্রতি বছর ‘বাৎসরিক ফি’ ও ‘বিবাহ নিবন্ধন ফি’ হিসেবে সরকারের কোষাগারে একটি ছোট অংশ (ইউনিয়নের ক্ষেত্রে সব মিলিয়ে ২-৩ হাজার টাকা) জমা দেন।
যে কথা কেউ বলে না
পর্ব-২
© ভূমি ও দলিল কথা
#বিয়ে #বিবাহ #নিবন্ধন #কাজী #কাজ