
06/12/2024
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"জুম্মার দিন সপ্তাহের সেরা দিন। এ দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এ দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। কেয়ামতও এ দিনেই সংঘটিত হবে।"
(মুসলিম: 854)
আরেকটি হাদিস:
"যে ব্যক্তি জুমার দিন গোসল করে, পবিত্র হয়, উত্তম পোশাক পরিধান করে, মসজিদে যায়, মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং নামাজ আদায় করে, তার পুরো সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়।" (বুখারি: 883)