13/08/2025
সমুদ্র ও মানুষ
- নীল
মানুষ সমুদ্র দেখতে গিয়ে সমুদ্র দেখে না।
নিজেদের দেখে।
এই দেখা সামান্য আলাদা।
মানুষ সমুদ্র দেখতে গিয়ে আলাদা দৃষ্টিতে শুধু নিজেদের দেখে আসে
সমুদ্র দেখে না।
আসলে সমুদ্র দেখা একটা ছুতো, একটা অজুহাত—
মানুষের সমুদ্র দেখার ভিতরে সমুদ্র নেই,
রয়ে গেছে মানুষ
ছোটখাটো
টুকরো টুকরো বিভিন্ন মানুষ।
মানুষ সমুদ্র থেকে ফেরার সময় যা কিছু কুঁড়িয়ে আনে, নিয়ে আসে,
নুড়ি বা ঝিনুক
ওগুলো আসলে মানুষের নিজেদেরই চূর্ণ-বিচূর্ণ
নিজেদেরই ভাঙাচোরা।