Shatybd.com

Shatybd.com ঘরে বসে যে কোনো বই কিনুন সাথীবিডি.কম থেকে। সাথে আছে বই হাতে পেয়ে টাকা দেওয়ার সুবিধা।

”আপনার সময় হোক শুধুমাত্র আখিরাত এর জন্য......”প্রতিটি মুসলিম ডেইলি প্ল্যানারের সাথে একটি বুকমার্ক ফ্রি..........বিশ্বের ...
09/06/2024

”আপনার সময় হোক
শুধুমাত্র আখিরাত এর জন্য......”
প্রতিটি মুসলিম ডেইলি প্ল্যানারের সাথে একটি বুকমার্ক ফ্রি..........
বিশ্বের চলমান পরিস্থিতি নিয়ে আমার মতো হয়ত অনেকেই বেশ চিন্তায় আছেন। সবকিছুর দাম যেভাবে হু হু করে বাড়ছে, রাতে ঘুমোতে গেলে দুশ্চিন্তা হচ্ছে, আগামী দিনগুলো কেমন যাবে। প্রতিটা খরচ এখন বুঝে বুঝে করার চেষ্টা করছেন হয়ত।
ছোট্ট একটা লাইফ অথচ কত চিন্তা আমাদের দেখুন! কত স্বপ্নের আনাগোনা আর ভালোবাসার যানজট এখানটায়! অল্প সময়ে ভালো থাকার কত নিখুঁত প্ল্যান আমাদের। একটু সুখের জন্য খোঁজ লাগাই পুরো দুনিয়ায়! অথচ সবকিছুর এত প্ল্যান থাকলেও অনন্তকালের লাইফটা নিয়ে আমরা ভাবি না। অথচ অনন্তকালের যাত্রা শুরু হতে পারে যে কোনো মুহূর্তে! কোনো সতর্কবার্তা ছাড়াই!
আখিরাত নিয়ে পরিকল্পনা মৃত্যুর আগেই করতে হবে। আর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার জন্য আলোর দিশারী পাবলিকেশন্স নিয়ে এসেছে 'মুসলিম ডেইলি প্ল্যানার'। আখিরাতের পরিকল্পনা মাসিক কিংবা বাৎসরিক নয়, এটা হতে হবে দৈনিক। এখন কী করবেন, একটু পর কী করবেন, আগামী কাল কী করবেন, কখন ঘুম থেকে জাগ্রত হবেন, অবসর সময়ে কী করবেন, দৈনিক ইবাদতগুলো ঠিকঠাক হচ্ছে কিনা—এসব বিষয়েই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই প্ল্যানারটি।
মুসলিম ডেইলি প্ল্যানার
সুরাইয়া কবীর সাথী
প্রকাশনা : আলোর দিশারী পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ৩৬০৳
বিক্রয় মূল্য : ৩৪০৳ (২০৳ ছাড়)

10/04/2024
নতুন বছরের উপহার হিসেবে আপনার প্রিয়জনকে দিন মুসলিম ডেইলি প্ল্যানার।প্রতিটি মুসলিম ডেইলি প্ল্যানারের সাথে একটি বুকমার্ক ফ...
27/12/2023

নতুন বছরের উপহার হিসেবে আপনার প্রিয়জনকে দিন মুসলিম ডেইলি প্ল্যানার।
প্রতিটি মুসলিম ডেইলি প্ল্যানারের সাথে একটি বুকমার্ক ফ্রি..........
বিশ্বের চলমান পরিস্থিতি নিয়ে আমার মতো হয়ত অনেকেই বেশ চিন্তায় আছেন। সবকিছুর দাম যেভাবে হু হু করে বাড়ছে, রাতে ঘুমোতে গেলে দুশ্চিন্তা হচ্ছে, আগামী দিনগুলো কেমন যাবে। প্রতিটা খরচ এখন বুঝে বুঝে করার চেষ্টা করছেন হয়ত।
ছোট্ট একটা লাইফ অথচ কত চিন্তা আমাদের দেখুন! কত স্বপ্নের আনাগোনা আর ভালোবাসার যানজট এখানটায়! অল্প সময়ে ভালো থাকার কত নিখুঁত প্ল্যান আমাদের। একটু সুখের জন্য খোঁজ লাগাই পুরো দুনিয়ায়! অথচ সবকিছুর এত প্ল্যান থাকলেও অনন্তকালের লাইফটা নিয়ে আমরা ভাবি না। অথচ অনন্তকালের যাত্রা শুরু হতে পারে যে কোনো মুহূর্তে! কোনো সতর্কবার্তা ছাড়াই!
আখিরাত নিয়ে পরিকল্পনা মৃত্যুর আগেই করতে হবে। আর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার জন্য আলোর দিশারী পাবলিকেশন্স নিয়ে এসেছে 'মুসলিম ডেইলি প্ল্যানার'। আখিরাতের পরিকল্পনা মাসিক কিংবা বাৎসরিক নয়, এটা হতে হবে দৈনিক। এখন কী করবেন, একটু পর কী করবেন, আগামী কাল কী করবেন, কখন ঘুম থেকে জাগ্রত হবেন, অবসর সময়ে কী করবেন, দৈনিক ইবাদতগুলো ঠিকঠাক হচ্ছে কিনা—এসব বিষয়েই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই প্ল্যানারটি।
মুসলিম ডেইলি প্ল্যানার
সুরাইয়া কবীর সাথী
প্রকাশনা : আলোর দিশারী পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ৩৬০৳
বিক্রয় মূল্য : ৩৪০৳ (২০৳ ছাড়)

উচ্চমাধ্যমিকের ইংরেজির ভয় দূর করতে যে বইটি সাহায্য করবেআগামী বছর অনুষ্ঠিতব্য এইচএসসি এবং আলিম পরীক্ষার প্রস্তুতির জন্য ভ...
11/12/2023

উচ্চমাধ্যমিকের ইংরেজির ভয় দূর করতে যে বইটি সাহায্য করবে
আগামী বছর অনুষ্ঠিতব্য এইচএসসি এবং আলিম পরীক্ষার প্রস্তুতির জন্য ভরা মৌসুম এখন। প্রস্তুতির এই বেলায় ইংরেজি নিয়ে হিমশিম খাচ্ছে অনেকেই। ইংরেজিতে দুর্বলতার কারণে অনেকের মনেই কাজ করছে একটা ভীতি। তাদের জন্য আলোর দিশারী পাবলিকেশন্সের “কনফিডেন্ট ইংলিশ টেক্সট বুক ফর এইচএসসি এন্ড আলিম (২০২৩-২০২৪)” বইটি সহায়ক হতে পারে ইনশাআল্লাহ।
বইটিতে পাঠ্যবইয়ের প্রতিটি অনুচ্ছেদের অনুবাদ দিয়ে দেওয়া হয়েছে। সেইসাথে অনুচ্ছেদের বিভিন্ন শব্দের অর্থও তুলে ধরা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। এভাবে শব্দ ও পুরো অনুচ্ছেদের অনুবাদের মাধ্যমে ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীরা পড়া সহজেই আয়ত্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। অনুচ্ছেদ অনুবাদের ক্ষেত্রে ভেঙে ভেঙে অনুবাদ জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, পুরো বাক্যটিকে ভেঙে ভেঙে এর মধ্যে প্রতিটি অংশের অনুবাদ উল্লেখ করা হয়েছে, যাতে দুর্বল ছাত্রছাত্রীরা অনুচ্ছেদের প্রতিটি অংশের অর্থ সহজেই বুঝে নিতে পারে।
তাই ইংরেজির প্রস্তুতিতে যাদের মনে কাজ করছে ভয় আর শঙ্কা, তারা আজই এই বইটি সাথে নিয়ে শুরু করে দাও প্র্যাকটিস। সাফল্য তোমাদের সঙ্গী হবে, ইনশাআল্লাহ!

ইফেক্টিভ স্টাডির জন্য ইফেক্টিভ প্ল্যানারছাত্রজীবনে টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি একটি বিষয়। বেশ গুছিয়ে চলতে হয় নিজেকে। পড়...
25/10/2023

ইফেক্টিভ স্টাডির জন্য ইফেক্টিভ প্ল্যানার
ছাত্রজীবনে টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি একটি বিষয়। বেশ গুছিয়ে চলতে হয় নিজেকে। পড়ার রুটিনটাও বেশ যত্ন নিয়ে মেইনটেইন করতে হয়। না করলে তালগোল পাকিয়ে যায় সব। সেজন্য একটা প্রপার স্টাডি প্ল্যান বেশ দরকার হয়ে পড়ে। আর এজন্য হাতের কাছে থাকা চাই একটা “ডেইলি স্টাডি প্ল্যানার”।
আলোর দিশারী পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই প্ল্যানারটি মূলত একটি ওয়ার্কবুক। এটার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের টার্গেট ফিক্স করে রাখবে। টার্গেট ওয়াইজ তারা এগিয়ে যাবে নির্দিষ্ট প্ল্যান ধরে। পুরো বিষয়টা টুকে রাখা থাকবে প্ল্যানারের পাতায়। প্ল্যানারটি এমনভাবে সাজানো হয়েছে যেন ডেইলি গোল অ্যাচিভ করার পাশাপাশি সেমিস্টার বা এরকম নির্দিষ্ট একেকটি টাইমের জন্য নির্ধারিত টার্গেট নির্ধারণ ও অ্যাচিভ করা যায়।
যারা এখনো ছাত্রজীবনে আছেন, তারা পড়াশোনার জগতটায় শৃঙ্খলা নিয়ে আসতে এটা রাখতে পারেন হাতের কাছে।

স্টাডি প্ল্যানিং করার জন্য Student  Planner. একটি Student Planner হলো একটি ওয়ার্কবুক। যা আপনাকে অণুপ্রাণিত এবং টার্গেট  ...
21/07/2023

স্টাডি প্ল্যানিং করার জন্য Student Planner.
একটি Student Planner হলো একটি ওয়ার্কবুক। যা আপনাকে অণুপ্রাণিত এবং টার্গেট থাকতে সাহায্য করবে। আমরা জানি শিক্ষার্থীদের যখন হোম ওয়ার্ক থাকে, তারা প্রায়ই এটি লিখতে
ভুলে যায় এবং শেষ অ্যাসাইনমেন্টগুলি হারিয়ে ফেলে। Student প্ল্যানারটি একজন শিক্ষার্থীর পরিকল্পনাকারী হিসেবে সাহায্য করবে ইনশা-আল্লাহ।
এ প্ল্যানারটি আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে, আপনার সময় পরিচালনা করতে এবং কাজে থাকতে সাহায্য করবে।
Student প্ল্যানারটি আপনাকে প্রতিটি ক্লাসের জন ̈ কতটা কাজের প্রয়োজন তার একটা ধারণা দিবে; যাতে আপনি সে অনুযায়ী
পরিকল্পনা করতে পারেন।
আপনি নিজের জন ̈ কী করা দরকার তা লিখে রাখার সময় দেখবেন; এতে নিজেকে নিয়ন্ত্রণ করা কতটা সহজ হয়ে যাচ্ছে।
যা দেখে আপনি অবাক হবেন..................................
এবং এটি করাও আপনার কাছে অনেক দূর্দান্ত লাগবে।
ডেইলি রুটিন maintain এবং পড়াশুনার পারফেক্ট প্ল্যানিং করার জন্য, টার্গেট লিখে রাখা এবং কতটা এচিভ করলেন সেটা
আগে থেকে প্ল্যানিং করে রাখার কারনে পিছিয়ে পড়ার সম্ভাবনা ও কমে যাবে।
নাম : Student Planner
প্রকাশক : আলোর দিশারী পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : 280 টাকা
বিক্রয় মূল্য : 250 টাকা (30 টাকা ছাড়)

‘অন্ধকার রাতে তোমাকে একটা জঙ্গলের মুখে দাঁড় করিয়ে দিয়ে। হুকুম দেওয়া হলো সূর্য উদয়ের আগেই তোমাকে এই জঙ্গল পার হতে হব...
31/05/2023

‘অন্ধকার রাতে তোমাকে একটা জঙ্গলের মুখে দাঁড় করিয়ে দিয়ে। হুকুম দেওয়া হলো সূর্য উদয়ের আগেই তোমাকে এই জঙ্গল পার হতে হবে, তখন তুমি প্রথমেই কী করবে?' ওমার চট করে উত্তর দিল 'প্রথমেই একটা টর্চলাইট জোগাড় করে নেব।'
‘মাশাআল্লাহ, দারুণ উত্তর দিয়েছ। বুদ্ধিমান মানুষ, অস্ত্র, লোকবল, খাবার, পানি, তাঁবু, ঔষধ এই সবকিছুর আগে প্রথমেই আলোর কথা চিন্তা করবে। এইসব ছাড়াও তুমি অন্ধকার জঙ্গলে চলতে পারবে কিন্তু টর্চ লাইট ছাড়া এক কদমও চলতে পারবে না। জঙ্গলে তোমার রাস্তাঘাট চেনা নেই কিন্তু এই আলো তোমাকে সাহস যোগাবে পথ চলতে। এবার তুমি আলো ফেলে ফেলে পথ চলছ। অচেনা পথের যেখানেই তুমি আলো ফেলছ সেটাকেই তুমি চিনতে পারছ। বিভিন্ন গাছপালা, খানাখন্দ, জীবজন্তু থেকে নিজেকে রক্ষা করে করে বুঝে নিচ্ছ কোনটা বিপজ্জনক আর কোনটা উপকারী।
অন্ধকার জঙ্গলটা হলো পৃথিবী, সূর্যোদয় পর্যন্ত আমাদের আয়ুকাল আর টর্চলাইট হচ্ছে সত্য। তোমার হাতে যখন সত্য থাকবে তখন সেই সত্য দিয়ে পৃথিবীর সবকিছু তুমি যাচাই করতে পারবে। আমি সত্যটা ভালোমতো জেনেছিলাম তাই বাকিগুলো চেনা আমার জন্য সহজ ছিল।'
'আসমান' বই থেকে
লেখক : লতিফুল ইসলাম শিবলী'

বই পছন্দ আপনার, সংগ্রহ করার দায়িত্ব আমাদের।~ সাথীবিডি.কম
31/05/2023

বই পছন্দ আপনার,
সংগ্রহ করার দায়িত্ব আমাদের।
~ সাথীবিডি.কম

মহান রবের নীড়েযেতে হবে ফিরেবইটির সাথে পাচ্ছেন ১টি বুকমার্ক ফ্রি!অনেক ভুলের মাঝেও একটু সস্ত্বির নিশ্বাস নেয়ার কথা ভাবতেই ...
05/04/2023

মহান রবের নীড়ে
যেতে হবে ফিরে
বইটির সাথে পাচ্ছেন ১টি বুকমার্ক ফ্রি!
অনেক ভুলের মাঝেও একটু সস্ত্বির নিশ্বাস নেয়ার কথা ভাবতেই কেমন যেন শরীরে শিহরণ জেগে উঠে। শিহরণটা রূপান্তর হয় ভয় এর মধ্যে। সে ভয় আর কারো জন্য নয় শুধু সেই মহান রবের জন্য। হুমম, আমার আল্লাহর জন্য! নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। ভাবনার জগতে একটু ডুব মেরে ভাবি যে এতশত ভুলের পরেও তিনি আমাকে সুযোগ দিচ্ছেন। সে সুযোগ একবার নয়, দিচ্ছেন বারবার। আসলে আজব নয়, তিনি আমার রব সমস্ত মুলককে সহ্য করে নিচ্ছেন; কিন্তু অন্য দিকে আমরা সাধারণ দায়িত্ব পালনেও কোনো ভুল দেখতে পারি না, সহ্য করা দূরের ব্যাপার। তো একটিবার ভাবুন তো তিনি কতই না দয়ালু ও ধৈর্য্যশীল।
বর্তমানে তরুণ-তরুণীদের মাঝে সবচেয়ে বেশি যে সমস্যা লক্ষণীয় তা হলো অসৎসঙ্গ। অসৎসঙ্গ থেকে তারা জড়ায় নেশায়, হারাম রিলেশনে। এভাবে বিভিন্ন খারাপ অভ্যাস জড়িয়ে পড়ে মেধাবী তরুণ-তরুণীরা।
পরিবারে তৈরী হওয়া সমস্যাসহ জাহেলী মনোভাবী এ সমাজ থেকে উৎপত্তি এমন কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে লেখক সুরাইরা কবীর সাথী লিখেছেন 'অতঃপর সাথী' বইটি।
বইটি আপনাকে শেখাবে, কীভাবে নিজের মধ্যে ক্ষমাশীলতার গুণ বাড়াতে পারেন, অন্যায় অনাচার থেকে দূরে থাকতে পারেন, শান্তির ঘুম দিতে পারেন, ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন, হতাশা ও দুশ্চিন্তা-মুক্ত একটি জীবন গড়তে পারেন সহ নানান বিষয়। এক্ষেত্রে লেখক কুরআন হাদীসের আলোকে বিশ্লেষণ করেছেন। তবে এর পাশাপাশি গল্প-ধারা, বিভিন্ন ঘটনার মাধ্যমেও লেখক বিশ্লেষণ করেছেন। শুধু তরুণ-তরুণীদের জন্যই নয়, সমাজের সবার জন্য উপকারী।
অতঃপর সাথী....
লেখক : সুরাইয়া কবীর সাথী
প্রকাশনী : আলোর দিশারী পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : 280৳
বিক্রয়মূল্য : 196৳ (৩০% ছাড়)
একটু পড়ে দেখুন : https://drive.google.com/file/d/15l3bJSS-ZgxAwU4AAJeG5_MRBIajpno6/view?usp=share_link

এই রমাদান মাসে জীবন হোক কুরআনময়। এ রমাদান মাসেআল কুরআন পড়ুন, আল কুরআন পড়ান;আল কুরআন শিখুন, আল কুরআন শিখান;আল কুরআন বুঝুন...
02/04/2023

এই রমাদান মাসে জীবন হোক কুরআনময়।
এ রমাদান মাসে
আল কুরআন পড়ুন, আল কুরআন পড়ান;
আল কুরআন শিখুন, আল কুরআন শিখান;
আল কুরআন বুঝুন, আল কুরআন বুঝান;
আল কুরআন ছড়ান।

Address

Tongi
1711

Telephone

+8801812390006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shatybd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shatybd.com:

Share