09/06/2024
”আপনার সময় হোক
শুধুমাত্র আখিরাত এর জন্য......”
প্রতিটি মুসলিম ডেইলি প্ল্যানারের সাথে একটি বুকমার্ক ফ্রি..........
বিশ্বের চলমান পরিস্থিতি নিয়ে আমার মতো হয়ত অনেকেই বেশ চিন্তায় আছেন। সবকিছুর দাম যেভাবে হু হু করে বাড়ছে, রাতে ঘুমোতে গেলে দুশ্চিন্তা হচ্ছে, আগামী দিনগুলো কেমন যাবে। প্রতিটা খরচ এখন বুঝে বুঝে করার চেষ্টা করছেন হয়ত।
ছোট্ট একটা লাইফ অথচ কত চিন্তা আমাদের দেখুন! কত স্বপ্নের আনাগোনা আর ভালোবাসার যানজট এখানটায়! অল্প সময়ে ভালো থাকার কত নিখুঁত প্ল্যান আমাদের। একটু সুখের জন্য খোঁজ লাগাই পুরো দুনিয়ায়! অথচ সবকিছুর এত প্ল্যান থাকলেও অনন্তকালের লাইফটা নিয়ে আমরা ভাবি না। অথচ অনন্তকালের যাত্রা শুরু হতে পারে যে কোনো মুহূর্তে! কোনো সতর্কবার্তা ছাড়াই!
আখিরাত নিয়ে পরিকল্পনা মৃত্যুর আগেই করতে হবে। আর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার জন্য আলোর দিশারী পাবলিকেশন্স নিয়ে এসেছে 'মুসলিম ডেইলি প্ল্যানার'। আখিরাতের পরিকল্পনা মাসিক কিংবা বাৎসরিক নয়, এটা হতে হবে দৈনিক। এখন কী করবেন, একটু পর কী করবেন, আগামী কাল কী করবেন, কখন ঘুম থেকে জাগ্রত হবেন, অবসর সময়ে কী করবেন, দৈনিক ইবাদতগুলো ঠিকঠাক হচ্ছে কিনা—এসব বিষয়েই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই প্ল্যানারটি।
মুসলিম ডেইলি প্ল্যানার
সুরাইয়া কবীর সাথী
প্রকাশনা : আলোর দিশারী পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ৩৬০৳
বিক্রয় মূল্য : ৩৪০৳ (২০৳ ছাড়)