Mamun bin Mostofa

Mamun bin Mostofa Assalamu alaikum,,, Welcome to everyone my page.

13/01/2025

আসসালামু আলাইকুম

13/01/2025

Alhamdulillah

12/11/2024

সংবিধান সংস্কার প্রস্তাবনা

ক) “বিসমিল্লাহির রাহমানির রাহিম" প্রতিস্থাপন করতে হবে।
খ) মূলনীতি হিসেবে “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস......” প্রতিস্থাপন করতে হবে।
গ) “ধর্মনিরপেক্ষতাবাদ "বাদ দিতে হবে।
ঘ) কুরআন ও সুন্নাহ এর সঙ্গে সাংঘর্ষিক কোন কিছু গ্রহণযোগ্য নয়, এমন একটা কথা সংবিধানে উল্লেখ থাকতে হবে ।
ঙ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব শান্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি সর্বোচ্চ অপরাধ বলে বিবেচ্য হবে।

আমরা জানি যে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১১ সালে সংবিধান সংশোধনের নামে জাতির সঙ্গে চরম প্রতারণা ও ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড সংগঠিত করেছে।
পঞ্চদশ সংশোধনীর নামে সংবিধান কাটাছেড়া করে মানুষের মূল্যবোধ ও বিশ্বাসে আঘাত করেছে। এমনকি প্রায় তিন যুগ ধরে সংবিধানে বলবৎ থাকা “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” মূলনীতি বাদ দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম এর বিকৃত অনুবাদ নিয়ে এসেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের সংবিধান সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব, ধর্মীয় মূল্যবোধ, জনমত ও জনাকাঙ্খা গুরুত্ব দিয়ে এ বিষয়গুলো বিবেচনা করবেন এবং এগুলো যথাযথভাবে সংবিধানে স্থাপন ও পুনঃস্থাপনের সুপারিশ করবেন।

প্রস্তাবক
মুহাম্মদ সাখাওয়াত হোসাইন রাজী
(আজকে বিকেল ৩ টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে আমার পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার সারসংক্ষেপ)

12/11/2024
20/04/2024

যে যতবেশি বিনয়ী,সে তত বেশি এগিয়ে,, আমাদের হয় কি,আমরা যখন বড় কোন দায়িত্ব পায় বা একটু ভালো করি বা একটু উপরে উঠি,আমরা তখন বিনয়টা ভূলে যায়,,এটা খুবি ভূল,,,আপনি যতবেশি উপরে উঠবেন, আপনাকে ততবেশি বিনয়ী হতে হবে,,,ততবেশি মানুষকে সম্মান করতে হবে,, ততবেশি মানুষকে ভালোবাসতে হবে,, মানুষের কাছে যেতে হবে,,,কারণ তখন মানুষ ঐটায় দেখে,,এতো বড় মানুষ হয়েও কতটা বিনয়ী,,,সো আপনি ভালো থাকেন বা খারাপ থাকেন,,ছোট থাকেন অথবা বড় থাকেন,,,বিনয়টা ভূলে যাবেন না,,,বিনয়ই আসল সম্পদ।

26/03/2024

আল্লাহ আর কত দেখবো এগুলো,,,😭😭😭

07/10/2023

যোগাযোগের অভাবে যেমন মানুষের সাথে মানুষের সম্পর্কে দূরত্ব আসে ঠিক তেমনি ইবাদতের অভাবে মানুষের সাথে আল্লাহর দূরত্ব তৈরি হয়। আল্লাহ সুবাহানুয়াতায়ালা তার জায়গায় থাকেন বরং আমরা দূরে সরে যাই। বান্দার সাথে এই বিচ্ছেদ আল্লাহ সুবাহানুয়াতায়ালাকে কষ্ট দেয় তাই তিনি বান্দার জীবনে বিপদ দেন। আর বান্দা বিপদে পড়ে দিশেহারা হয় আর মহান রবের নিকটে ফিরে আসে। রবের সাথে বান্দার যোগাযোগ আর খাতির বাড়ে। এটাই জীবনের সব বিপদের মূল রহস্য।

25/08/2023

💕নিজের ব্যাক্তিত্ত্বকে সুন্দর রাখার টিপস💕

১। আগে সালাম দিন।
২। হাসিমুখে কথা বলুন।
৩। শুনুন বেশি, বলুন কম।
৪। তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।
৫। ভুল হলে বিনয়ের সাথে sorry বলুন।
৬। অকারণে বেশি হাসবেন না।
৭। ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন।
৮। আগে অন্যের কথা শুনুন,তারপর নিজে বলুন।
৯। কোনো বিষয়ে অধিক তর্কে জড়াবেন না।
১০। কারো কাছে নিজেকে বড় প্রমান করার চেষ্টা করবেন না।
১১। রাগ নিয়ন্ত্রণে রাখুন।
১২। কেও ভুল করলে ক্ষমা করুন।
১৩। ছোট বড়ো সবাইকে সম্মান করুন।
১৪। কথা দিয়ে কথা রাখবেন।
১৫। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন।
১৬। পারলে খাওয়ান,জোর করে খাবেন না।
১৭। খাবার সামনে এলে আগে অন্যকে দিন।
১৮। মুখ ও শরীর গন্ধমুক্ত রাখুন।
১৯। চরিত্র সুন্দর রাখুন।
২০। ব্যবহারে নম্রতা বজায় রাখুন।
জীবন চলতে থাকে, যারা তোমাকে ছেড়ে চলে যায় তাদের পিছনে ছুটো না। এটা সর্বশক্তিমানের পরিকল্পনা। তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে পাঠাবেন, ধৈর্য ধরুন। ইনশা আল্লাহ্

”নিশ্চয়ই তিনি হাসান, তিনিই কাঁদান।”
- (সূরা নাজম: ৪৩)

(1-20) নিজের সাথে মিলিয়ে নিন,,

16/08/2023

দুনিয়ার ব্যর্থতায় ঘুরে দাড়ানো যায়। ফেল করা ছাত্র, পুনরায় পরীক্ষা দিয়ে পাস করতে পারে,ব্যবসায়ী ব্যবসার লস কাটিয়ে লাভ করতে পারে, এক চাকরি গেলে আরেক চাকরি নিতে পারে, অসুস্থ হলে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে, সম্পর্ক ভেংগে গেলে পুনরায় জোড়া লাগাতে পারে বা নতুন সম্পর্ক গড়ে নিতে পারে। অথছ পরকালের ব্যর্থতায় ঘুরে দাড়ানো সম্ভব নয়। কারন দ্বিতীয় বার কাউকে পৃথিবীতে পাঠানো হবেনা, দ্বিতীয় বার মৃত্যুও হবেনা, দ্বিতীয় বার কবরে মুনকার নকির ও আসবেনা, দ্বিতীয় বার কারো জন্য হাশর ও বসবেনা।

আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গ...
02/06/2023

আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন।
হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের একটি কবর দেখে।মুখ থেকে বেরিয়ে গেলো_

"আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর"
অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের দখলে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো।
আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন।

আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলো।

আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন।

প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি।অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষন কবর দেখে দুয়া করুন, যতক্ষন আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।

আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন।

#আমিন

17/05/2023

হায়! দুনিয়া কাউকেই চিরদিন থাকতে দেয় না...

Address

Tongi

Telephone

01955660721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun bin Mostofa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share