Mamun bin Mostofa

Mamun bin Mostofa Assalamu alaikum,,, Welcome to everyone my page.

28/01/2025
13/01/2025

আসসালামু আলাইকুম

13/01/2025

Alhamdulillah

12/11/2024

সংবিধান সংস্কার প্রস্তাবনা

ক) “বিসমিল্লাহির রাহমানির রাহিম" প্রতিস্থাপন করতে হবে।
খ) মূলনীতি হিসেবে “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস......” প্রতিস্থাপন করতে হবে।
গ) “ধর্মনিরপেক্ষতাবাদ "বাদ দিতে হবে।
ঘ) কুরআন ও সুন্নাহ এর সঙ্গে সাংঘর্ষিক কোন কিছু গ্রহণযোগ্য নয়, এমন একটা কথা সংবিধানে উল্লেখ থাকতে হবে ।
ঙ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব শান্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি সর্বোচ্চ অপরাধ বলে বিবেচ্য হবে।

আমরা জানি যে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১১ সালে সংবিধান সংশোধনের নামে জাতির সঙ্গে চরম প্রতারণা ও ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড সংগঠিত করেছে।
পঞ্চদশ সংশোধনীর নামে সংবিধান কাটাছেড়া করে মানুষের মূল্যবোধ ও বিশ্বাসে আঘাত করেছে। এমনকি প্রায় তিন যুগ ধরে সংবিধানে বলবৎ থাকা “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” মূলনীতি বাদ দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম এর বিকৃত অনুবাদ নিয়ে এসেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের সংবিধান সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব, ধর্মীয় মূল্যবোধ, জনমত ও জনাকাঙ্খা গুরুত্ব দিয়ে এ বিষয়গুলো বিবেচনা করবেন এবং এগুলো যথাযথভাবে সংবিধানে স্থাপন ও পুনঃস্থাপনের সুপারিশ করবেন।

প্রস্তাবক
মুহাম্মদ সাখাওয়াত হোসাইন রাজী
(আজকে বিকেল ৩ টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে আমার পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার সারসংক্ষেপ)

20/04/2024

যে যতবেশি বিনয়ী,সে তত বেশি এগিয়ে,, আমাদের হয় কি,আমরা যখন বড় কোন দায়িত্ব পায় বা একটু ভালো করি বা একটু উপরে উঠি,আমরা তখন বিনয়টা ভূলে যায়,,এটা খুবি ভূল,,,আপনি যতবেশি উপরে উঠবেন, আপনাকে ততবেশি বিনয়ী হতে হবে,,,ততবেশি মানুষকে সম্মান করতে হবে,, ততবেশি মানুষকে ভালোবাসতে হবে,, মানুষের কাছে যেতে হবে,,,কারণ তখন মানুষ ঐটায় দেখে,,এতো বড় মানুষ হয়েও কতটা বিনয়ী,,,সো আপনি ভালো থাকেন বা খারাপ থাকেন,,ছোট থাকেন অথবা বড় থাকেন,,,বিনয়টা ভূলে যাবেন না,,,বিনয়ই আসল সম্পদ।

26/03/2024

আল্লাহ আর কত দেখবো এগুলো,,,😭😭😭

07/10/2023

যোগাযোগের অভাবে যেমন মানুষের সাথে মানুষের সম্পর্কে দূরত্ব আসে ঠিক তেমনি ইবাদতের অভাবে মানুষের সাথে আল্লাহর দূরত্ব তৈরি হয়। আল্লাহ সুবাহানুয়াতায়ালা তার জায়গায় থাকেন বরং আমরা দূরে সরে যাই। বান্দার সাথে এই বিচ্ছেদ আল্লাহ সুবাহানুয়াতায়ালাকে কষ্ট দেয় তাই তিনি বান্দার জীবনে বিপদ দেন। আর বান্দা বিপদে পড়ে দিশেহারা হয় আর মহান রবের নিকটে ফিরে আসে। রবের সাথে বান্দার যোগাযোগ আর খাতির বাড়ে। এটাই জীবনের সব বিপদের মূল রহস্য।

Address

Tongi

Telephone

01955660721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun bin Mostofa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share