Income63

Income63 আমাকে ফেলো করলে সবাই ফলো পাবে😀

13/03/2025

New dones Income63

20/02/2025

হাহাহাহ

এ ভাবে ভালো বাসতে হবে
19/02/2025

এ ভাবে ভালো বাসতে হবে

26/01/2025

কেউ একজন থাকুক—
আসর ছেড়ে অন্যকিছুতে আসক্তি দেখে
যে শাসনের চোখ তুলে তাকাবে।

26/01/2025

পার্থিব প্রয়োজনে নয়—
কেউ একজন থাকুক; যে রাগ করবে
ঘুমের জন্য ফজর ছুটে গেলে।
ঘুম ঘুম চোখে ওযুর শেষে যে মানুষটি
তার আন্তরিকতার আস্তিনে মুখ মুছতে দেবে। Hili Town - হিলি শহর Clinton County, Indiana ISPL - Indian Street Premier League

26/01/2025

I am following everyone back

18/12/2023

আজকাল কোথাও কোনো মৃত্যু সংবাদ শুনলে
আমি মনে মনে অংক কষতে বসে পড়ি।
মৃতের জন্মতারিখ থেকে মৃত্যু তারিখ
বিয়োগ করে দেখি; ক'বছর বাঁচলো মানুষটা!
তারপর বিয়োগফল থেকে–
নিজের বর্তমান বয়স বিয়োগ করে দেখি;
মৃতের মৃত্যুকালীন বয়সে পৌঁছুতে আমার কতদূর বাকি!

ঠিক তখনই দূরবর্তী মসজিদের মাইকে
আরও একটি মৃত্যুর সংবাদ ভেসে আসে।
হয়তো এমন কেউ– যার মৃত্যুকালীন বয়স
আমার বর্তমান বয়সের অর্ধেক, কিংবা তারচেয়েও কম!

আমি তখন অংক ভুলে যাই।
ভুলে যাই জাগতিক জড়তার হিসাব!
ভাবতে থাকি; যে কোনো মূল্যেই হোক–
বয়স না মানা মৃত্যুর সাথে গড়ে তুলবো ভাব!
যদিও জীবনের সাথে বিচ্ছেদই যার চিরাচরিত স্বভাব।

❝দিবসের কোলাহল শেষে
রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি;
ভেঁজানো কপাট জুড়ে ঝুলে আছে তালা,
কখন কোথায় মৃত্যু এসে বলে;
আহা জীবন— তুমি তো হেরে গেলা❞


Everyone Income63 Tvg Coin nafizapage01

একদিন ছেড়ে যেতে হয়, মানুষ ছেড়ে যায়। তবুও মায়া ছাড়া যায় না, মায়া ছেড়ে যায় না। এ এক অদ্ভুত জটিল ও জোরালো আঠার নাম মায়া।
18/12/2023

একদিন ছেড়ে যেতে হয়, মানুষ ছেড়ে যায়।
তবুও মায়া ছাড়া যায় না, মায়া ছেড়ে যায় না।
এ এক অদ্ভুত জটিল ও জোরালো আঠার নাম মায়া।

18/12/2023

'মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি পুষে রাখে,
তারপর কারণে অকারণে কষ্ট পায়,
পাগলামো করে, যত্ন করে কাঁদে'।

আমার নিজের পছন্দের লেখাগুলোর মধ্যে
এই কবিতাটি একটু বেশিই পছন্দের।
কথাগুলোও অদ্ভুত রকম সত্য!
কানে হেডফোন গুজে চুপচাপ
চোখ বন্ধ করে শুনে দেখতে পারেন।
আশা করি ভালো লাগবে।

Tvg Coin Income63 nafizapage01

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when Income63 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income63:

Share