Tamanna's Profile

Tamanna's Profile রোজা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি ❤️

08/07/2025

আমি কৃতজ্ঞ আমার বাবা মা'র প্রতি।

তারা আমাকে এমন ভাবে মানুষ করেছে যে আমি সব পরিবেশ এই খাপ খাইয়ে চলতে পারি। জীবনের এই পর্যায়ে এসে মনে হয় তারা ছোটবেলায় আমাকে যে শাসন করতো সবকিছুই যথার্থ ছিল।

আমাকে মুরগির রান খাওয়া যেমন শিখিয়েছে তেমন শিখিয়েছে সলিড মাংস খাওয়া, যেমন বড় মাছ খেতে পারি তেমন ছোট মাছও খেতে পারি, গরুর মাংসের পাশাপাশি শাক-সবজি খাওয়াও শিখিয়েছে, মোটা চালের ভাত বা চিকন চাল সব এ পারদর্শী।

রিকশায় চলা যেমন শিখিয়েছে তেমনি বাসে চড়া ও শিখিয়েছে৷ এমন না যে বাসে উঠে বমি করে দিয়ে বলবো " আমি বাসে উঠতে পারিনা"

গরমে কষ্ট করা যেমন শিখিয়েছে তেমনি এসির শীতল হাওয়া তে কোপ আপ করা ও শিখিয়েছে।

আমি জীবনে রান্না করিনাই দেখে যে কোনোদিন ও রান্না করতে পারবোনা তা না৷ আমি এমন মেয়ে যে কোনোদিন রুটি বানাইনি, একদিন ৩০ টা রুটি ও বানিয়েছি।

আরামের পাশাপাশি পরিশ্রম করা শিখিয়েছে৷ তাদের বিশ্বাস তারা তাদের মেয়েকে যেই পরিবেশেই রাখুক না কেন, পানির মত তাদের মেয়ে আকার বদলাতে পারবে৷

পড়াশোনা করেছি, টিউশন করেছি, বিজনেস করেছি। সব করেছি। এবং সুন্দর ভাবে করেছি।

আজ মেয়েদের দেখলে মনে হয় আম্মু বাবা যদি এমন না করতো এই দুনিয়াতে মেয়ে হয়ে টিকে থাকতে আমার অনেক কষ্ট হত।

আমি সত্যিই কৃতজ্ঞ তোমাদের প্রতি বাবা আম্মু 😇।

23/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

শুভ রাত্রি ❤️
23/06/2025

শুভ রাত্রি ❤️

20/06/2025
13/06/2025
11/06/2025
05/06/2025
05/06/2025

৫ ও ৬ জুন, আসর থেকে মাগরিব পর্যন্ত, নিজেকে তোমার ঘরে বন্দী করে রাখো।

আরাফার দিন - যেদিন নামাজ কবুল হয়।

যত ইচ্ছা দোয়া করো। আল্লাহর কাছে যা কিছু হালাল - এমনকি জুতার ফিতার মতো ছোট জিনিসও চাও।

একটি কথা মনে রেখো: আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তোমার আর কেউ নেই।

তুমি হয়তো ভাবো তোমার কেউ আছে - কিন্তু আগামীকাল হয়তো তারা থাকবে না।

তাই তোমার হৃদয় খুলে দাও এবং দোয়া করো।

আরাফার দোয়া হলো সকল দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই দিন নামাজ কবুল হয়।

আজ যা ইচ্ছা তাই চাও।

পরবর্তী আরাফা দেখার জন্য হয়তো তুমি বেঁচে থাকবে না।

এবং ঘন ঘন পাঠ করো:

> “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া ‘আলা কুল্লি শায়’ইন কাদীর।”

এমন কোন নবী বা রাসূল নেই যিনি এই দুআটি পাঠ করেননি।

এটি সকল দুআগুলির মধ্যে সর্বোত্তম।

ব্যক্তিগত কিছু চাওয়ার আগে, কমপক্ষে ২০-৩০ বার এটি পাঠ করুন। যত বেশি আপনি এটি পাঠ করবেন, ততই ভালো।

আপনি বাসে, রিকশায়, অথবা অন্য কোথাও থাকুন - ওয়াশরুম ছাড়া - আপনার হৃদয়ে এটি পাঠ করতে থাকুন।

আরাফার দিনের এই কয়েক ঘন্টা আপনার জীবন বদলে দিতে পারে।

এখন থেকেই দুআ করা শুরু করুন - এই মুহূর্ত থেকেই....

আমার হাবিবার তোলা ছবিটা ❤️
Ummey Habiba

Please support ❤️
30/05/2025

Please support ❤️

আসসালামু আলাইকুম, আমরা আবার আসছি জলদি ইনশা'আল্লাহ ❤️
15/02/2025

আসসালামু আলাইকুম, আমরা আবার আসছি জলদি ইনশা'আল্লাহ ❤️

আসসালামু আলাইকুম আপুরা 😇। কেমন আছেন আপনারা সবাই?  আশা করি ভালো। আমাদের পেইজ টা প্রায় ১ বছর ধরেই কোনো এক্টিভিটি নাই। বিজন...
26/05/2024

আসসালামু আলাইকুম আপুরা 😇। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমাদের পেইজ টা প্রায় ১ বছর ধরেই কোনো এক্টিভিটি নাই। বিজনেস ক্লোজশ ই বলতে গেলে। ভাবছি আবার শুরু করি 🥹। কি বলেন আপনারা? আগের মত পাশে থাকবেন তো?? 😇❓❓

🔥 ৫০০৳ ডিস্কাউন্ট এ পেয়ে যাবেন 🔥Original Pakistani Rangpasand ❤স্টক ক্লিয়ারেন্স সেল এ পেয়ে যাবেন এই জামা গুলো ❤️ দেরী না...
29/10/2023

🔥 ৫০০৳ ডিস্কাউন্ট এ পেয়ে যাবেন 🔥
Original Pakistani Rangpasand ❤
স্টক ক্লিয়ারেন্স সেল এ পেয়ে যাবেন এই জামা গুলো ❤️ দেরী না করে জলদি অর্ডার করুন 💥
Rang pasand by guljee vol 7 🔥🔥
➡️ Luxury Digital printed lawn
➡️ Embroidery Neck
➡ Digital printed Orna with Golden border & lining ( কোটা ওড়না)
➡️ Pant cambric cotton

For order inbox us 🔥🥹.

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna's Profile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamanna's Profile:

Share