
08/07/2025
আমি কৃতজ্ঞ আমার বাবা মা'র প্রতি।
তারা আমাকে এমন ভাবে মানুষ করেছে যে আমি সব পরিবেশ এই খাপ খাইয়ে চলতে পারি। জীবনের এই পর্যায়ে এসে মনে হয় তারা ছোটবেলায় আমাকে যে শাসন করতো সবকিছুই যথার্থ ছিল।
আমাকে মুরগির রান খাওয়া যেমন শিখিয়েছে তেমন শিখিয়েছে সলিড মাংস খাওয়া, যেমন বড় মাছ খেতে পারি তেমন ছোট মাছও খেতে পারি, গরুর মাংসের পাশাপাশি শাক-সবজি খাওয়াও শিখিয়েছে, মোটা চালের ভাত বা চিকন চাল সব এ পারদর্শী।
রিকশায় চলা যেমন শিখিয়েছে তেমনি বাসে চড়া ও শিখিয়েছে৷ এমন না যে বাসে উঠে বমি করে দিয়ে বলবো " আমি বাসে উঠতে পারিনা"
গরমে কষ্ট করা যেমন শিখিয়েছে তেমনি এসির শীতল হাওয়া তে কোপ আপ করা ও শিখিয়েছে।
আমি জীবনে রান্না করিনাই দেখে যে কোনোদিন ও রান্না করতে পারবোনা তা না৷ আমি এমন মেয়ে যে কোনোদিন রুটি বানাইনি, একদিন ৩০ টা রুটি ও বানিয়েছি।
আরামের পাশাপাশি পরিশ্রম করা শিখিয়েছে৷ তাদের বিশ্বাস তারা তাদের মেয়েকে যেই পরিবেশেই রাখুক না কেন, পানির মত তাদের মেয়ে আকার বদলাতে পারবে৷
পড়াশোনা করেছি, টিউশন করেছি, বিজনেস করেছি। সব করেছি। এবং সুন্দর ভাবে করেছি।
আজ মেয়েদের দেখলে মনে হয় আম্মু বাবা যদি এমন না করতো এই দুনিয়াতে মেয়ে হয়ে টিকে থাকতে আমার অনেক কষ্ট হত।
আমি সত্যিই কৃতজ্ঞ তোমাদের প্রতি বাবা আম্মু 😇।