Mahfuz World

Mahfuz World creator
(35)

"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে।"-গা'জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় ই/সরা/য়...
06/04/2025

"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে।"
-
গা'জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় ই/সরা/য়েল গা'জা উপত্যকায় সবচেয়ে ভয়/ঙ্কর ও টানা বো'মাবর্ষণ চালিয়েছে, যার ফলে ৮৬ জনের বেশি ফি'লি'স্তি'নি শ'হীদ হয়েছেন এবং ২৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এটি ছিল যু'দ্ধের সবচেয়ে বিভীষিকাময় রাতগুলোর একটি।

ফি'লি'স্তি'নি সাংবাদিক খালিল আবু ইলি/য়াস ফেস/বুকে লিখেছেন:
"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে। তখন আমাদের শুধু বেহেশতেই খুঁজে পাবে। বিদায়, তোমাদের যারা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর 'আরব' হিসেবে পরিচিত হবে।"

একজন ফি'লি'স্তি'নি মেয়ে গা'জা থেকে লিখেছে:
"আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।"
আল্লাহ যেন তাকে কখনো ক্ষমা না করেন, যে আমাদের নিপীড়নের সময় নীরব থেকেছে।

একজন ফি'লি'স্তি'নি শাইখ বলেন:
"আমি ঠিক এখনই আমার মেয়েকে দা'ফন করলাম—শরীর ছিল, কিন্তু মাথা ছিল না।"

পৃথিবীর মানচিত্র থেকে অবশেষে গা*জা*বাসি মুছে গেলো,রচিত হল বিশ্বের সবচেয়ে বৃহৎ কবর।😭😭 আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক।
06/04/2025

পৃথিবীর মানচিত্র থেকে অবশেষে গা*জা*বাসি মুছে গেলো,রচিত হল বিশ্বের সবচেয়ে বৃহৎ কবর।😭😭 আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক।

ঝাঁকে ঝাঁকে ইন্ডিয়া বকের পাল নামছে
08/06/2024

ঝাঁকে ঝাঁকে ইন্ডিয়া বকের পাল নামছে

ঢাকা শিশু পার্ক, ২০২৪। ৮০ বা ৯০ দশক এর শিশুদের অন্যতম প্রিয় একটি জায়গা ছিলো "শিশু পার্ক"। কোন এক ছুটির বিকেলে মা-বাবা এর...
12/05/2024

ঢাকা শিশু পার্ক, ২০২৪। ৮০ বা ৯০ দশক এর শিশুদের অন্যতম প্রিয় একটি জায়গা ছিলো "শিশু পার্ক"। কোন এক ছুটির বিকেলে মা-বাবা এর কাছে আবদার বলতে ছিলো শিশু পার্ক ঘুরতে যাওয়া। প্রবেশ মূল্য ছিলো ৫ টাকা, প্রতিটি রাইডের জন্য টিকিট ছিলো ২ টাকা। কি চমৎকার ছিলো দিনগুলো। রাজনীতির বিষাক্ত ছোবলে আজ এগুলো রয়ে গেলো স্মৃতির পাতায়। অবহেলিত সেই ছোটবেলার শিশু পার্ক।
-
All Rights Reserved by Fahadibnalam

এই জিনিসটা এক আজব জিনিস। কেনার সাথে সাথে কারও আমেরিকার ভিসা লেগে যায়, কেউ শ্বশুরবাড়ি থেকে এসি গিফট পায়, কারও বাচ্চা হ...
02/05/2024

এই জিনিসটা এক আজব জিনিস। কেনার সাথে সাথে কারও আমেরিকার ভিসা লেগে যায়, কেউ শ্বশুরবাড়ি থেকে এসি গিফট পায়, কারও বাচ্চা হয়ে যায়, কারও এসি কেনার টাকা ম্যানেজ হয়ে যায়... ইত্যাদি।

আপনার যদি আমেরিকা যাবার শখ থাকে, এসি কেনার টাকা না থাকে, শ্বশুরবাড়ি থেকে এসি গিফট নেবার খায়েশ থাকে তবে আপনি এই মালটি কিনুন। আপনার সমস্ত মুশকিল আসান হয়ে যাবে ইনশাল্লাহ।

কি বুঝলেন?আপনি আমি যতই বয়কট বলে চিল্লাই না কেন এরা কিন্তু ঠিকই পেপসি তথা ইজরায়েলী প্রডাক্টের ব্যান্ডের শোঅফ করে,এখন বয়কট...
01/05/2024

কি বুঝলেন?
আপনি আমি যতই বয়কট বলে চিল্লাই না কেন এরা কিন্তু ঠিকই পেপসি তথা ইজরায়েলী প্রডাক্টের ব্যান্ডের শোঅফ করে,
এখন বয়কট কিসে করবেন?






"Heat Wave" আসিতেছে,📢তাই সাবধান হোন। বেশি করে পানি পান করুন। ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার ...
21/04/2024

"Heat Wave" আসিতেছে,📢

তাই সাবধান হোন।

বেশি করে পানি পান করুন। ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি। তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না। হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।

অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারেস্বাভাবিক পানি পান করুন। জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে। তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়। কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে|

ঈদ মোবারক 🎇🎆🌙
10/04/2024

ঈদ মোবারক 🎇🎆🌙

শপিং করার আগে একবার চিন্তা করে দেখবেন,
10/04/2024

শপিং করার আগে একবার চিন্তা করে দেখবেন,

ঈদ কালেকশন
04/04/2024

ঈদ কালেকশন

12/03/2024

ইফতারে ৪টি খাবার নিষেধ।
১.কাঁচা পিয়াজ
২.কাঁচা রসুন
৩.বেশি গরম খাবার
৪.দুর্গন্ধ খাবার!!

উদর পূর্তি, রসনা বিলাসের এক উগ্র কালচারে মজেছে ভোজন রসিক বাঙালি। গত ১৭ বছরে পরিকল্পিত ভাবে তিল তিল করে অসুস্হ মানসিকতায় ...
03/03/2024

উদর পূর্তি, রসনা বিলাসের এক উগ্র কালচারে মজেছে ভোজন রসিক বাঙালি। গত ১৭ বছরে পরিকল্পিত ভাবে তিল তিল করে অসুস্হ মানসিকতায় তৈরী করা বর্তমান বাংলাদেশ।হোটেলে ,হাটে মাঠে,রাস্তা ঘাটে, সেতুতে , বন্দরে ,খালি খাওয়া আর খাওয়া।যেন কূয়ার মত পেট আর এত্ত বড় জিহ্বা ঠান্ডা করার জন্য চলে পাল্লা দেওয়া ব্যবসা।

ঢাকা শহরের আনাচে-কানাচে ভর্তি কেবল খাওয়ার দোকান- রেস্তোরাঁ। মানুষ খায়, হাজারে বিজারে মানুষ শুধু খায় আর খায়। ওরাও খাওয়ায়; যা-তা নামে বেনামে খাওয়ায়। সারা ঢাকা শহর জুরে বিনোদন,অবসর কিংবা একটু গল্পের জন্যে তো কোন স্পেস নাই। কোথাও যাওয়ার জায়গা নাই। সেই ঘুরে ফিরে কংক্রিটের জঙ্গলে। মাঠ নাই, পার্ক নাই, কোথাও গিয়ে বসার জায়গা নাই, শুধু আছে শপিং সেন্টার আর ফুড কোর্ট। রেস্তোরাঁ আর ডায়াগনস্টিক... ডায়াগনস্টিক আর রেস্তোরাঁ... যত রেস্তোরাঁ তত ডায়াগনস্টিক... বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা এই মুহূর্তে....!!

উঁচা উঁচা কংক্রিটের জঙ্গলে দালান ভরা শুধু রান্না ঘর আর ক্লাউড কিচেন । গ্যাসের ঢাউস সাইজ সিলিন্ডারে ঠাসাঠাসি। একেকটা রান্নাঘর যেন আগুনের গোলা। দিন রাত দাউ দাউ করে জ্বলে চুলা। রান্না হয়- মানুষ খায়- রান্না হয়।

খাওয়াইতে খাওয়াইতে একসময় মানুষের জীবনও ওরা খাওয়াইয়া দেয়।

- মুহাম্মদ ফাইজ উল হক

Collected

Address

Tongi

Telephone

+8801777553519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuz World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahfuz World:

Share