27/10/2025
সাল ছিলো১৯৯৬। মাস ছিলো ৯ দিন ছিলো ৬ সেপ্টেম্বর। হঠাৎ পুরো বাংলাদেশে
মানুষের মুখে মৃত্যুর গুঞ্জন । রহস্য ময় মৃত্যু
সালমান শাহর। শুরু হলো নাটকিয়ো খেলা। চালিয়ে দেওয়া হলো আত্মহত্যা ।।
নাটকের সংলাপ এখানেই স্তগিত। দিন গেলো মাস গেলো,গেলো বহু বছর। এই নাটকের অভিনেতা অভিনেত্রীরা নিরব।
ছলে গেলো ২৯ বছর ৯ মাস ৬ দিন।
কিন্তু রহস্যময় মৃত্যুর কোনও খুঁজ বা প্রমাণ নেই।
২০২৫ সাল হঠাৎ করে নাড়া দিয়ে উটলো।
অসমাপ্ত নাটকের ভাকি অংশ।বেরিয়ে আসতে লাগলো। একের পর এক তথ্য ।
মাএ ১২ লাখ টাকার মিনিময়ে। স্ত্রী সামিরা হত্যা করিয়েছেন স্বামী সালমান শাহকে।
আবার প্রমাণ হলো নারী তুমি সব পারো।
এতো ভালোবাসার মাঝেও তুমি ছলনায় সেরা।। সামিরা, ডন,আন্ডার ওয়ার্ল্ডের ডন আজিজ মোহাম্মাদ,।আরও ৯জনকে গিরে মামলা। পালানোর পথ ও নেই। খেলা শুরু অপেক্ষায় পুরো বাংলাদেশের মানুষ।