Entertainment by JC

Entertainment by JC আসসালামুয়ালাইকুম। আমি আমার স্বপ্ন পূরণ করতে এই প্লাটফর্মে কাজ করি। সবার ভালোবাসা কামনা করছি।
(1)

18/07/2025

নিঃস্ব আমি, তুমি ছাড়া

নিঃস্ব আমি, তুমি ছাড়া,
ভরাট দুপুর, তবু মনে সাড়া।
আকাশ ভরা রোদ ঝরে মুখে,
তবুও হৃদয় খালি সুখে।

সব পেয়েও অপূর্ণ লাগে,
তুমি না থাকলে, দিনও ফাঁকে।
শব্দ আসে, গান হয় না,
তোমায় ছাড়া প্রাণও রয় না।

পাখির ডাকে ঘুম ভাঙে ঠিক,
তোমার নামেই শুরু হয় লিখ।
চোখে তবু কুয়াশা জমে,
তুমি নেই তাই, সব কিছু ম্লান মনে।

তুমি মানেই পূর্ণ আকাশ,
তুমি মানেই নিঃশ্বাসের আশ।
তুমি ছাড়া আমি কেবল ছায়া,
নিঃস্ব আমি, নিঃস্ব মায়া।

-- জেসি রানী

18/07/2025

অনেক দিন পর

18/06/2025

ভালোবাসার মুখোশ

তোর চোখে ছিলো আদর, ঠোঁটে ছিলো হাসি,
আমি ভেবেছিলাম— বন্ধুত্বে ছিলো ভালোবাসার বাতাসি।
তুই বলতি— "তুইই আমার প্রিয়, তোর ছাড়া নেই কেউ",
কিন্তু বুঝিনি, তোর ভেতরে লুকানো ছিলো খোঁয়া যাওয়া ঢেউ।

যেদিন আমার প্রয়োজন ছিল,
তুই মুখ ফিরিয়ে নিলি, চুপচাপ চলে গেলি।
যেখানে আমি ভাবতাম তুই 'আমার মানুষ',
সেখানে তুই ছিলি শুধু— নিজের স্বার্থে পাকা ধানুশ।

তোর একেকটা কথা ছিল মিথ্যার গ্লাস,
ভালোবাসার নামে তুই করলি অভিনয় ক্লাস।
আমি দিতাম সময়, দিতাম মন খুলে,
তুই নিতি সব— কিন্তু দিতিস কি তুই কভু বলে?

তোর মতো স্বার্থপর বান্ধবী না থাকলেও চলতো,
তবু থাকলি তুই— শিখালিস কাকে 'বিচ্ছিন্নতা' বলে ভুলতো।
ধন্যবাদ তোরে— চোখ খুলে দিলি,
জানি এখন, মানুষ চিনতে কতো মূল্য দিতে হয়, কিলবিলি।

-

18/06/2025

ঘৃণার ছায়া

তুমি ছিলে আলো, আমি ছিলাম ছায়া,
তবু বিশ্বাস রেখেছিলাম চোখে জল সায়া।
একদিন হঠাৎ, তুমি দিলে ধোঁকা,
ভালোবাসার নদীতে ছড়িয়ে দিলে শোঁকা।

ভাঙা স্বপ্নের কাঁচে আজও রক্ত ঝরে,
মনের দেয়ালে ঘৃণার ছবি আঁকে করে।
যেখানে ছিল ভালোবাসা, এখন শুধুই ছাই,
তোমার নাম শুনলেই বুকের ভেতর ঠাই নাই।

ঘৃণা আজ শুধু নয় প্রতিশোধের রঙ,
যা একদিন ছিল গান, আজ তা নিঃস্ব সুরের ঢং।
তোমায় ভুলিনি, শুধু ভালোবাসা গেছে মরে,
তাতে জন্মেছে ঘৃণা, শান্ত অগ্নি হয়ে জ্বরে।

12/06/2025

শুভ দুপুর
নতুন নতুন আপডেটে সবার মন খুশি আলহামদুলিল্লাহ

23/03/2025

নতুন আপডেট ৩০ দিন ওর লাইভ গুলো অটো ডিলিট হয়ে যাবে, লাইভ থেকে আসা ফলোয়ার গুলো ও হাওয়া হয়ে যাবে, এখন অনেকে মনে করছে সবাই আনফলো করছে, আসলে না,কাহিনি ঐটাই

14/03/2025

শুভ সকাল

আলু লাউ পাতা আর চিংড়ি  হলে আর কি লাগে ❤️
15/01/2025

আলু লাউ পাতা আর চিংড়ি হলে আর কি লাগে ❤️

08/01/2025

কারো সাথে কথা বলতে ইচ্ছে না করা মানে তার থেকে মন উঠে যাওয়ার লক্ষ্মণ 😭😭

জুম্মা মোবারক। অনেকে বলবে এগুলো সেমাই 🤣
27/12/2024

জুম্মা মোবারক।
অনেকে বলবে এগুলো সেমাই 🤣

৫০০ গ্রাম ভাপা পিঠা।
23/12/2024

৫০০ গ্রাম ভাপা পিঠা।

মুলা খাও আলুর চাপ কমাও 🤣🤣
21/12/2024

মুলা খাও আলুর চাপ কমাও 🤣🤣

Address

Tongi

Telephone

+8801308371967

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment by JC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category