18/07/2025
নিঃস্ব আমি, তুমি ছাড়া
নিঃস্ব আমি, তুমি ছাড়া,
ভরাট দুপুর, তবু মনে সাড়া।
আকাশ ভরা রোদ ঝরে মুখে,
তবুও হৃদয় খালি সুখে।
সব পেয়েও অপূর্ণ লাগে,
তুমি না থাকলে, দিনও ফাঁকে।
শব্দ আসে, গান হয় না,
তোমায় ছাড়া প্রাণও রয় না।
পাখির ডাকে ঘুম ভাঙে ঠিক,
তোমার নামেই শুরু হয় লিখ।
চোখে তবু কুয়াশা জমে,
তুমি নেই তাই, সব কিছু ম্লান মনে।
তুমি মানেই পূর্ণ আকাশ,
তুমি মানেই নিঃশ্বাসের আশ।
তুমি ছাড়া আমি কেবল ছায়া,
নিঃস্ব আমি, নিঃস্ব মায়া।
-- জেসি রানী