
23/07/2025
আজ অনন্ত কোম্পানিজ-এর হেড অফিস ও সকল কারখানায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক ঘটনার স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকল কর্মী একত্রিত হয়ে অকালপ্রয়াত নিষ্পাপ শিক্ষার্থী ও অন্যান্য ভুক্তভোগীদের জন্য দোয়া করেন। মহান আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা ও জান্নাতুল ফেরদৌস দান করেন, আর তাদের পরিবারের প্রতি শান্তি ও ধৈর্যের শক্তি বর্ষণ করেন এই কঠিন সময়ে।
Today, a heartfelt Dua Mahfil prayer was held across the head office and factories of Ananta Companies in memory of the Milestone School & College tragedy. All employees joined in prayer for the innocent students and other victims who passed away. May Allah grant them the honor of martyrdom and Jannatul Firdaus, and bless their families with peace and patience during this difficult time.