20/08/2025
বুবলী হওয়া এতটা সহজ না। কঠিন সময়ে পুড়তে পুড়তে খাঁটি সোনাতে রুপ নিয়েছেন বুবলী। বুবলী শিখিয়েছেন কিভাবে ইন্টারভিউতে কথা বলতে হয়।কিভাবে কাউকে আঘাত না দিয়ে সুন্দরভাবে উত্তর দিতে হয়।সবাইকে কিভাবে আপন করতে জানতে হয়।শালীনতা, ভদ্রতা আর ব্যক্তিত্ব কি জিনিস তা বুবলীর কাছেই শিখেছেন অনেকে।বুবলী এই জায়গায় এসেছে কোন সিম্পিথি বা করুনায় নয় বরং নিজ যোগ্যতায়।বুবলী রাজনৈতিক সুবিধা নেয়নি, রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সিনেমা প্রযোজনার নামে জনগণের টাকা গিলে খায় নি,বুবলী নিজের শরীর বিক্রি করে দেয়নি,বুবলী যেখানে সেখানে গিয়ে আদিক্ষ্যেতা করে ভাই বোন পাতায় নি।টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করেনি,টাকা দিয়ে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকর রাখেনি।বুবলীর কোন গ্যাং নাই।বুবলী অভিনয়, যোগ্যতা আর ব্যক্তিত্ব দিয়ে আজ এই জায়গায়, এটা যেন কোন তথাকথিত দুই পয়সার বেকার নায়িকার ভক্তরা ভুলে না যায়