01/01/2026
সিলেটের সবুজ চা বাগান এবং ঐতিহ্যবাহী খাসিয়া পল্লীর অদেখা মুহূর্তগুলো। বন্ধুদের সাথে পাহাড়ি পথে অ্যাডভেঞ্চার, আদিবাসি জীবনযাত্রা দেখা এবং পান-সুপারির বাগানের শান্ত পরিবেশে হারিয়ে যাওয়ার এক ঝলক! আমাদের গ্রুপ ট্যুরের সেরা "ভাইব" গুলো দেখুন! 💚
ফুল ভিডিও গাইড দেখতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করুন!
যারা সৌন্দর্য পিপাসু তাদের পক্ষে জাফলংয়ের আকর্ষণ এড়ানো কিছুতেই সম্ভব নয়। সিলেটের পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ এই জাফলং। ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়’ এমন চিত্র দেখতে হলে যেতে হবে সিলেটের জাফলংয়ে। এখানে দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। প্রকৃতিকন্যা নামেও রয়েছে আলাদা পরিচিতি। ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিরে বয়ে চলছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। পাহাড়ের গায়ে নরম তুলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য আর কোথায় পাবেন, জাফলং ছাড়া। এখানেই শেষ নয় সমতল চা-বাগান, খাসিয়া পল্লী, পানের বরজ-কী নেই জাফলংয়ে! সিলেটের জাফলংকে তাই বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি। পাহাড়, পানি, পান, পাথর, ঝর্ণা সব মিলিয়ে জাফলং যেন এক রূপকথার রাজ্য।
একদিনে জাফলং ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা! | খাসিয়া পল্লী, জাফলং, সিলেট
খাসিয়ারা পুঞ্জিভিত্তিক বাসস্থান গড়ে তোলে। প্রত্যেক খাসিয়া পুঞ্জি একেকজন নির্বাহী প্রধান কর্তৃক পরিচালিত হয়, খাসিয়া পুঞ্জি প্রধানকে মন্ত্রী বলা হয়।
এক সময় খাসিয়া উপজাতিরা যাযাবর হলেও প্রায় পাঁচ শতাধিক বছর আগে তারা আসাম থেকে বাংলাদেশে আসে। ১৯৫৫ সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জের পাহাড়ী এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তুলে তাদের খাসিয়া পুঞ্জি। জাফলংয়ের পাশেই অবস্থিত একটি খাসিয়াপল্লীতে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সংগ্রামপুঞ্জি। যা মূলত সংগ্রামপুঞ্জি ঝর্ণার জন্য জনপ্রিয়।
পুঞ্জিগুলোতে রয়েছে ৩-৪ ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর। প্রতিটি বাড়িতে আছে পানবরজ। কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান ও সুপারির চাষ। পুঞ্জির বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে গেলে পান-সুপারির সারি সারি বাগান দেখা যায়। খাসিয়াদের বাড়িঘর মাচাংয়ের মতো, দোতলা ধাঁচের বাড়ি। পরিবারের পুরুষ সদস্যরা দিনভর গাছ থেকে পান আহরণ করেন, যা মহিলারা কুচি করে থাকেন। বাংলাদেশে বিভিন্ন প্রকার পান উৎপন্ন হয়ে থাকলেও খাসিয়া পান উৎপাদিত হয় শুধুমাত্র পাহাড়ী এলাকার খাসিয়া পুঞ্জিতে। পানবরজ ছাড়াও খাসিয়া পল্লীতে দেখা যায় কমলা বাগান।
জাফলং চা বাগানের রহস্য যা আপনি জানেন না!
জাফলং চা বাগান হল ভারতের সীমান্তের কাছে বাংলাদেশের সিলেট বিভাগে অবস্থিত একটি মনোরম চা বাগান। এই চা বাগান ৮৭৫.৭৮ হেক্টর জুড়ে বিস্তৃত, যার ৩৩০.৫৬ হেক্টর চা চাষের জন্য নিবেদিত। দর্শনার্থীরা সবুজ পাহাড় ঘুরে দেখতে পারেন, ঐতিহ্যবাহী চা তোলার পদ্ধতি পর্যবেক্ষণ করতে পারেন এবং আশেপাশের মেঘালয় পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন।
#শর্টস #গ্রুপ_ট্যুর_মোমেন্টস #খাসিয়াপল্লী #চা_বাগান #সিলেটভ্রমণ #খাসিয়াপল্লী_Vibe #গ্রুপ_ট্যুর #সিলেট_ট্যুর #চা_বাগান_ভ্রমণ #আদিবাসি_গ্রাম #পানপুঞ্জি
© Fly with Ferdaus - All Rights Reserved