Tazkiyah Network BD

Tazkiyah Network BD ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ ❤️

লক্ষ লক্ষ টাকা খরচ করে পীরকে বসানোর জন্য যে গাড়ি সাজানো হয়েছে সেই গাড়িতে ও লেখা আছে, জসনে জুলুশ প্রতিষ্ঠিার ৫০ তম বছর। ত...
06/09/2025

লক্ষ লক্ষ টাকা খরচ করে পীরকে বসানোর জন্য যে গাড়ি সাজানো হয়েছে সেই গাড়িতে ও লেখা আছে, জসনে জুলুশ প্রতিষ্ঠিার ৫০ তম বছর।

তার মানে জুলুশ প্রতিষ্ঠিত হয়েছে ৫০ বছর আগে।

আমার রাসুল আমাদের থেকে বিদায় নিয়েছেন ১৪ শত বছর আগে। তার মানে রাসুল (সাঃ) এর যুগে এই জুলুশ ছিলো না।

সাহাবাদের যুগে ছিল না।তাবেয়িনদের যুগেও ছিল না।
তার মানে এটা যে নতুন আবিস্কার এটাই তার বড় প্রমাণ।

আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমীন ছুম্মা আমীন!

অবশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ফান্ডিং শুরু হয়েছে এনামুল হাসান ফারুকীর জন্য! দেশবাসীকে অনুদান পাঠানোর অনুরোধ!
02/09/2025

অবশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ফান্ডিং শুরু হয়েছে এনামুল হাসান ফারুকীর জন্য! দেশবাসীকে অনুদান পাঠানোর অনুরোধ!

আজ তিনি অসুস্থ মাওলানা ইনামুল হাসান ফারুকীর সাথে তার চিকিৎসা বিষয়ে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। আজ নতুন নয়, এনাম ভাইয়ের...
31/08/2025

আজ তিনি অসুস্থ মাওলানা ইনামুল হাসান ফারুকীর সাথে তার চিকিৎসা বিষয়ে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। আজ নতুন নয়, এনাম ভাইয়ের চিকিৎসার শুরু থেকেই তিনি বারবার ইনাম ভাইয়ের সাথে বসেছেন। ‌ সব সময় খোঁজখবর রেখেছেন।

আজ তিনি ফারুকী ভাইকে সহায়তা করার জন্য নিজের ভেরিফাইড আইডি থেকে পোস্ট করেছেন।
সবাইকে এগিয়ে আসতে উৎসাহিত করেছেন।

অনেক কথা লিখছেন দেখছি কিন্তু ভাই বাস্তবতা হলো ৫ সাত ১০ লাখ টাকা হলে আপনারা জানতেই পারতেন না যে এনামুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য টাকা দরকার।

হেফাজতের যে সকল নেতৃবৃন্দ বিষয়ে আপনারা ফেসবুকে কুৎসা রটাচ্ছেন, তারা সাধ্যমত যতোটুকু করেছেন সেটা ফারুকী ভাই নিজেই জানে।
তবে যেহেতু এখানে কোটি টাকার বিষয়, এ বিষয়টা আপনারা যতোটা সহজভাবে বলছেন, বিষয়টা বাস্তবতা বিবর্জিত।

আজ শায়খ বারবার তাকে বলেছেন যে, তুমি একটা টিম করে পরামর্শ করে নির্দিষ্ট প্ল্যান তৈরি করো এবং আমাকে কিভাবে ব্যবহার করতে পারো, আমি কি করতে পারি আমাকে বলো, আমি করবো।

স্বাভাবিকভাবেই কোটি টাকার বিষয়ে হেফাজতের কয়েকজন নেতা মিলে ব্যবস্থা করতে পারবেন না এটা সিম্পল বিষয়। তারা যদি কোন উদ্যোগ বা পরামর্শ বা দিক নির্দেশনা না দিতেন, তাহলে দোষ দিতে পারতেন।

কিন্তু এনামুল ভাই এ পর্যন্ত শুরু থেকে এই সমস্ত বড় বড় আলেমদের সাথে পরামর্শ করেই কাজ করছেন।

ইনশাআল্লাহ এবারের উদ্যোগ জোরদারভাবে গ্রহণ করা হচ্ছে, ইতিমধ্যে একটি টিম নির্দিষ্ট প্লান নিয়ে কাজ হাতে নিয়েছে, শায়খ নিজে পোস্ট শেয়ার করেছেন এবং তিনি বারবার বলেছেন যে, যেভাবে আমি তোমার জন্য সহযোগী হতে পারি, তুমি আমাকে জানাও।

স্বাভাবিকভাবেই বড় বড় দায়িত্বশীলরা অনেক বড় বড় কাজের চাপে থাকেন। বাস্তবিক চিন্তায় তাদের পক্ষে এককভাবে এবং মৌলিকভাবে এই চিন্তাটা মাথায় নিয়ে কাজ করা সম্ভব না।

এখন যেটা বাস্তবতা হলো, একটা টিম বিষয়টা নিয়ে বিভিন্ন প্ল্যান তৈরি করবে, সেই কৌশল সফল করে কোটি টাকার মতো বিশাল অংক একত্রিত করতে যা যা সহযোগিতা করা দরকার, যেখানে কথা বলা দরকার, যাকে বললে কাজ হবে, বড়রা তাদের জায়গা থেকে সেটা করবেন ইনশাআল্লাহ।

দয়া করে ফেসবুকে আপনারা নিজেদের ঘরানার মুরুব্বীদেরকে অযথা অন্যায় ভাবে সমাজের সামনে খারাপ হিসাবে উপস্থাপনা করে নিজেদের ক্ষতি নিজেরা করবেন না।

যারা কাজের কাজ করে, তারা কথা কম বলে।

ভিপি নূরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলের আইসিইউতে আমীরে মজলিস..বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও...
30/08/2025

ভিপি নূরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলের আইসিইউতে আমীরে মজলিস..

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ভিপি নূরের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলের আইসিইউতে উপস্থিত হন।

আলেমদের ঐক্যবদ্ধ শক্তি রাষ্ট্রের শক্তির চেয়েও শক্তিশালী।
29/08/2025

আলেমদের ঐক্যবদ্ধ শক্তি রাষ্ট্রের শক্তির চেয়েও শক্তিশালী।

সাত বছর পর প্রবাস থেকে দেশে ফে-রে ছেলে..বাড়ির আ-ঙ্গি-না-য় এসে মা মা করে চিৎ-কা-র করে..একে একে ভাই,ভাবী,বোন,বাবা সবাই আসে...
28/08/2025

সাত বছর পর প্রবাস থেকে দেশে ফে-রে ছেলে..বাড়ির আ-ঙ্গি-না-য় এসে মা মা করে চিৎ-কা-র করে..
একে একে ভাই,ভাবী,বোন,বাবা সবাই আসে..কিন্তু মা আর আসে না..

অথচ..সবার আগে মায়েরই তো পথের ধারে দাঁ-ড়ি-য়ে থাকার কথা..

মায়ের ছায়া টুকুও কোথাও দেখা যায় না..

ছেলে আরও চিৎ-কা-র করে ডাকে-মা..তুমি বের হচ্ছ না কেন..

অজানা আ-শং-কা-য় ছেলে তখন পা-গ-লপ্রায়..

একসময় সে জানতে পারে..যে মা কে খুশি করার জন্য..অভাবের সংসারে মা কে একটু স্বচ্ছ-লতা দেওয়ার জন্য..নিজের শখ..দেশের মায়া..আপনজনের মায়া ত্যাগ করে দূর দেশে..পরদেশে সাত সাতটি বছর কঠোর পরিশ্রম করল..

ছেলে দেশে ফে-রা-র কিছু দিন আগেই তার সেই মা চলে গেল দূর দেশে..পরদেশে..
অচিন দেশে..

মায়ের সাথে তার আর দেখা হল না..

মায়ের ক-ব-রে-র পাশে যেয়ে চিৎ-কা-র করে ডাকতে থাকে-মা..আমি আসলাম প্রবাস থেকে..
আর তুমিও চলে গেছে পরদেশে 🙂

বাংলার দুই রাহাবার। মাশাআল্লাহ, মাবরুক🥰
28/08/2025

বাংলার দুই রাহাবার। মাশাআল্লাহ, মাবরুক🥰

28/08/2025

~যারা আজ ফজরের নামাজ পড়েছেন তারাই হাজিরা দিয়ে যান🥀

Alhamdulillah🥰

সকালে খালি পেটে হালকা নাস্তা (সাথে খেজুর সহ কলা এবং মধু নিতে পারেন)
24/08/2025

সকালে খালি পেটে হালকা নাস্তা
(সাথে খেজুর সহ কলা এবং মধু নিতে পারেন)

23/08/2025

কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ কী!
ঐ টাকা যদি তোমার মায়ের জন্য না হয়🥺😭

“স্বৈরাচারের বিরুদ্ধে যে বজ্রকণ্ঠ গর্জে উঠেছিল,মজলুমের পক্ষে যে কলম চলেছিল,তিনি হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. 🖤তিনি...
21/08/2025

“স্বৈরাচারের বিরুদ্ধে যে বজ্রকণ্ঠ গর্জে উঠেছিল,
মজলুমের পক্ষে যে কলম চলেছিল,
তিনি হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. 🖤

তিনি দেখিয়েছেন—
আলেম মানে শুধু দাওরায়ের মঞ্চ নয়,
আলেম মানে রাস্তায় নেমে জালিমের মুখোমুখি হওয়া!

বিপ্লবের ডাক তিনি দিয়েছিলেন বুক ঠুকে,
অন্যায়ের কাছে মাথা নত করেননি কখনো।
আজ তিনি দুনিয়ায় নেই, কিন্তু তার আদর্শ
আমাদের রক্তে, আমাদের সংগ্রামে, আমাদের শপথে জ্বলে।”

একদা সাদা পাথর নামে সিলেটে একটা জায়গা ছিল!আমার আর সাদা পাথর যাওয়া হলো না! 💔
12/08/2025

একদা সাদা পাথর নামে সিলেটে একটা জায়গা ছিল!

আমার আর সাদা পাথর যাওয়া হলো না! 💔

Address

Tongi
Tongi
0199736

Telephone

+8801975452437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazkiyah Network BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tazkiyah Network BD:

Share