31/08/2025
আজ তিনি অসুস্থ মাওলানা ইনামুল হাসান ফারুকীর সাথে তার চিকিৎসা বিষয়ে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। আজ নতুন নয়, এনাম ভাইয়ের চিকিৎসার শুরু থেকেই তিনি বারবার ইনাম ভাইয়ের সাথে বসেছেন। সব সময় খোঁজখবর রেখেছেন।
আজ তিনি ফারুকী ভাইকে সহায়তা করার জন্য নিজের ভেরিফাইড আইডি থেকে পোস্ট করেছেন।
সবাইকে এগিয়ে আসতে উৎসাহিত করেছেন।
অনেক কথা লিখছেন দেখছি কিন্তু ভাই বাস্তবতা হলো ৫ সাত ১০ লাখ টাকা হলে আপনারা জানতেই পারতেন না যে এনামুল হাসান ফারুকীর চিকিৎসার জন্য টাকা দরকার।
হেফাজতের যে সকল নেতৃবৃন্দ বিষয়ে আপনারা ফেসবুকে কুৎসা রটাচ্ছেন, তারা সাধ্যমত যতোটুকু করেছেন সেটা ফারুকী ভাই নিজেই জানে।
তবে যেহেতু এখানে কোটি টাকার বিষয়, এ বিষয়টা আপনারা যতোটা সহজভাবে বলছেন, বিষয়টা বাস্তবতা বিবর্জিত।
আজ শায়খ বারবার তাকে বলেছেন যে, তুমি একটা টিম করে পরামর্শ করে নির্দিষ্ট প্ল্যান তৈরি করো এবং আমাকে কিভাবে ব্যবহার করতে পারো, আমি কি করতে পারি আমাকে বলো, আমি করবো।
স্বাভাবিকভাবেই কোটি টাকার বিষয়ে হেফাজতের কয়েকজন নেতা মিলে ব্যবস্থা করতে পারবেন না এটা সিম্পল বিষয়। তারা যদি কোন উদ্যোগ বা পরামর্শ বা দিক নির্দেশনা না দিতেন, তাহলে দোষ দিতে পারতেন।
কিন্তু এনামুল ভাই এ পর্যন্ত শুরু থেকে এই সমস্ত বড় বড় আলেমদের সাথে পরামর্শ করেই কাজ করছেন।
ইনশাআল্লাহ এবারের উদ্যোগ জোরদারভাবে গ্রহণ করা হচ্ছে, ইতিমধ্যে একটি টিম নির্দিষ্ট প্লান নিয়ে কাজ হাতে নিয়েছে, শায়খ নিজে পোস্ট শেয়ার করেছেন এবং তিনি বারবার বলেছেন যে, যেভাবে আমি তোমার জন্য সহযোগী হতে পারি, তুমি আমাকে জানাও।
স্বাভাবিকভাবেই বড় বড় দায়িত্বশীলরা অনেক বড় বড় কাজের চাপে থাকেন। বাস্তবিক চিন্তায় তাদের পক্ষে এককভাবে এবং মৌলিকভাবে এই চিন্তাটা মাথায় নিয়ে কাজ করা সম্ভব না।
এখন যেটা বাস্তবতা হলো, একটা টিম বিষয়টা নিয়ে বিভিন্ন প্ল্যান তৈরি করবে, সেই কৌশল সফল করে কোটি টাকার মতো বিশাল অংক একত্রিত করতে যা যা সহযোগিতা করা দরকার, যেখানে কথা বলা দরকার, যাকে বললে কাজ হবে, বড়রা তাদের জায়গা থেকে সেটা করবেন ইনশাআল্লাহ।
দয়া করে ফেসবুকে আপনারা নিজেদের ঘরানার মুরুব্বীদেরকে অযথা অন্যায় ভাবে সমাজের সামনে খারাপ হিসাবে উপস্থাপনা করে নিজেদের ক্ষতি নিজেরা করবেন না।
যারা কাজের কাজ করে, তারা কথা কম বলে।