28/03/2024
#সতর্কতামূলক_পোস্ট !!!⚠⚠
বেশ কিছুদিন ধরে অপরিচিত কয়েকটি নাম্বার থেকে ফোন আসে । ফোন রিসিভ করে ওপাশ থেকে অস্পষ্ট কথা শুনতে পাই, তার পরে কেটে দেয়।
হঠাৎ আগের ঐ নাম্বারের মতই আরেকটা নাম্বার কিন্তু এবার রবি নাম্বার থেকে ফোন বেজে ওঠে। রিসিভ করার ৩-৫ সেকেন্ড পর একজন মহিলা ইংরেজিতে প্রশ্ন করে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারবেন ?
আমিও হ্যা সুচক উত্তর দেয়ায় অপর পাশ থেকে কথা বলা শুরু করল। কথা বলার ধরন ছিল মোটামুটি এমন- যে
- আপনার জন্য একটা চাকরির অফার আছে। ঘরে বসে চাকরি/ ইন-কাম করতে পারবেন।
😱মাসে ২০০০ ডলার দেয়া হবে।
এটা- কি ধরনের চাকরি?🤣
- আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট করতে পারেন। আরও এমন অনেক কিছু বলতে থাকে। (মহিলা মোটামুটি নেটিভ ল্যাংগুয়েজ এ কথা বলছিল খুব দ্রুত যার কারনে কিছুই বুঝতে পারছিলাম না শেষের দিকে)
আমি বলার পরে কিছুক্ষন পর ধীরে কথা বললো।
তখন আমি বললাম এইটা তো একপ্রকার "স্ক্যামে" !
একটা বলার পর সাথে সাথে কলটি কেটে দিলো।
আমার এক কলিগ আমার কনভার্সেশন দেখে সে বলে এটা একটা হ্যাকিং কল।
এটাকে বলে GSM হ্যাকিং কল যা নাকি কলারের সাথে কথা বলতে বলতে মোবাইলের সেলুলর ডাটা কানেক্ট করে নেই। পরবর্তীতে ঐ নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত মোবাইলের তথ্য হ্যাক করতে থাকে।
তার জন্য হ্যাকাররা একথা সেকথা বলে সময়ক্ষেপন করার চেষ্টা করে। এবং তারা যেসব নাম্বার ব্যবহার করে সব বন্ধ হওয়া নাম্বার যা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করে।
কি এক অদ্ভুত দুনিয়ায় বাস করতেছি। নিজের ফোনটাও এখন নিরাপদ না।
🛑এত বড় লেখার একটায় উদ্দেশ্য সতর্ক করা। আমরা অনেকেই এসব কল বুঝতে পেরেও অনেক্ষন কথা বলি একটু মজা করার জন্যে। অনেকে ভাবে আমার মোবাইলে কি এমন তথ্য আছে যে হ্যাক করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে-কোন ব্যক্তিগত তথ্য অন্যের কাছে আপনাকে উত্যক্ত করার জন্য যথেষ্ট।
❌এরকম কল পেলে অবশ্যই কোন কথা ছাড়া ফোন কেটে দেন।
ভাল কাটুক আপনাদের দিনগুলো।