
13/08/2025
মেয়ে হয়ে জন্মানোটা এত সহজ না😅। ছোট থেকে বড় হওয়া এক বাড়িতে ,,আর বড় থেকে বুড়ো হওয়া আরেক বাড়িতে । জন্মের পর থেকে প্রথম হাঁটতে শেখা বাবা-মায়ের আঙ্গুল ধরে❤️ । কত যত্নে,, মায়ায়,, ভালোবাসায় সন্তানকে বড় করে তারা অথচ একটা সময় পর তাদের কলিজার টুকরোকে অন্যের হাতে তুলে দেয় ।একমাত্র আমরা মেয়েরাই বুঝি নিজের সবচেয়ে কাছের মানুষদের সারা জীবনের জন্য ছেড়ে যাওয়ার যন্ত্রণা কতটা । চাইলেও আর আমার সেই রুমটাতে আগের মত থাকা হবে না,, বোনের সাথে ঘুমানো নিয়ে কোন ঝগড়া হবে না , খাবার নিয়ে মারামারি লাগবে না । এক কথায় পুরো এক অন্য জগতে নিজের এক অন্যরকম জীবন সাজাতে হবে । বাবার রাজ্যে রাজ করা আমিটাও সেদিন চলে গিয়েছিলাম অন্যের ঘরে🥹🫂🖤