RuMo's world

RuMo's world Boring recipes can make you sad, so always try to make some interesting cuisine.����

19/05/2025
19/05/2025

Follow page

15/05/2025

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
অবশেষে আমার পেজ GreenGlow Henna এর লোগো হাতে পেলাম।অনেক সুন্দর হয়েছে।ঠিক যেমন চেয়েছি তেমন পেয়েছি।
Thanks Rowshan Printers

15/05/2025

আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালটা সবার ভালো কাটুক।

15/05/2025

মেহেদী মেক করার সময় মাত্র ৫ মিনিটে হাতে এমন কালার চলে আসে আর ঘন্টার পর ঘন্টা থাকলে কি হবে বলেন দেখি।

Press Follow button
15/05/2025

Press Follow button

⭕"মাত্র ৫০০০ টাকা নিয়ে শুরু করেছিলাম। মাত্র একবছরে আমার ডেইলি সেল লাখ টাকা।" ⭕ এরকম অনেক পোস্ট অনেক জায়গায় পাওয়া যায়। আর যেগুলো দেখে মানুষ হুমড়ি খেয়ে মাত্র ৫০০০ টাকা নিয়েই নেমে যায় মাঠে 🙂 পেজ খুলে ফেলে..‼️
এখন কথা হচ্ছে এক বছরে সেই পোস্ট দাতার মত সবাই লাখ টাকার সেল করতে পারেনা। তাহলে?? সে কি মিথ্যা বলেছে?? না.. ❤️
‼️সত্যই সে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিলো। কিন্তু আপনি শুধু এটুকুই জেনেছেন।‼️

👉 তার ওয়ে অব মার্কেটিং, তার স্ট্রাটেজি, তার সোর্সিং আইডিয়া, তার রিস্ক নেয়ার সাহস, তার ডেডিকেশন কোনোটাই আপনি জানতে পারেন নি।
👉 সে প্রথম বার ৫০০০ টাকা নিয়ে শুরু করার পরের মাসেই ব্যাংক লোন ৫০০০০ টাকা নিয়ে ইনভেস্ট করেছে।এটা আর আপনি জানতে পারেন নি। কিন্তু সে জানে বিজনেস এ ইনভেস্ট লাগবেই।❤️ সে প্রথম মাসেই বুঝেছে তাকে দিয়ে হবে এবং এইজন্য তাকে আরো টাকা ইনভেস্ট করতেই হবে। সাহস নিয়ে সে ৫০ হাজার টাকা ইনভেস্ট করে ফেলেছে। তাহলে ততক্ষনে তার ইনভেস্ট ৫৫০০০ ‼️

এদিকে ৫০০০ টাকা দিয়ে আপনি শুরু করার পর প্রথম মাসে আপনার আত্নীয় স্বজন, বন্ধু বন্ধব, প্রতিবেশি আপনার পণ্য কিনলো। আপনি এতে খুশি হয়ে গেলেন ভাবলেন সেল তো ভালোই! প্রফিট যা হলো ইনকাম ভেবে ফেললেন। হোচট খেলেন আত্নীয়দের যখন কেনাকাটা শেষ হলো। এদিকে প্রফিট দিয়েও ডিনার পার্টি করে ফেলেছেন ‼️
কিন্তু না। ঐ ব্যাক্তি প্রথম ৬ মাস বিজনেস এর টাকায় জুস ও খায়নাই 😇😇
আর খেলেও সেটা পণ্যের দামের মধ্যে ইনক্লুড করে সেটার উপর প্রফিট তুলেছে। কারণ এটাই নিয়ম। 😅এদিকে আপনি কিন্তু প্রাইসিং সিস্টেম ও জানেন না 🤥 কেনা দামের সাথে ২০০ টাকা যোগ করে বেঁচলেই আপনি খুশি।

👉সেই লাখপতি দ্বিতীয় মাসে ব্যাংক লোন নিয়ে প্রথমে একটা ভালো ফোন কিনেছে পণ্যের ছবি তুলতে। এটাই তার ইনভেস্টমেন্ট পলিসি ❤️😇 আপনি ভাবছেন সাপ্লাইয়ারের ছবি, অন্য পেজ এর ছবি, আর নিজের কোনোরকম ফোন টা দিয়ে তোলা কোনোরকম ছবি দিয়েই চালায় দিবেন 🤥🤥।অথচ তার ছবি ঝকঝকে হওয়াতেই তার সেল রাতারাতি দ্বিগুন হয়ে গেছিলো। ❤️

তাই ব্যবসা করতে মূলধন লাগেনা এই বোকা কথায় কান দিয়েন না। কারণ প্রথম ৫০০০ এর পরের ৫০০০০ এর গল্প আপনাকে কেউ বলবেনা, এক। আর দুই, তাকে দেখে আপনি শুরু করলে আপনাকে দেখে কেউ কোনোদিন শুরু করতে পারবেনা। 😄 নিজে বুঝুন, বুঝে শুরু করুন। আপনি কি পারবেন, আপনার সোর্সিং কতটুকু অথেনটিক, কতটুকু রিস্ক নিতে পারবেন, কতটুকু ডেডিকেশন দিতে পারবেন বুঝে তারপর শুরু করুন। ৫০০০ টাকা জমানো থাকলেই শুরু করে এই টাকাটাও নষ্ট কইরেন না।😐😐

সফলতার পেছনে এমন প্রচুর স্ট্রাগল এর গল্প থাকে।
GreenGlow Henna

14/05/2025

Mashaallah
Again Henna

https://www.facebook.com/share/16VbJPgZTd/আমার নতুন পেজ।আশা করি সবাই আমার সাথে থাকবেন।সবাই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখ...
14/05/2025

https://www.facebook.com/share/16VbJPgZTd/
আমার নতুন পেজ।আশা করি সবাই আমার সাথে থাকবেন।সবাই পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন।

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when RuMo's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share