শ্রাবন্তী ࿐

শ্রাবন্তী ࿐ Accept the situation with a smile and say,,,,
সৃষ্টিকর্তা যা করেন অবশ্যই ভালোর জন্যই করেন...!

06/08/2025

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করলাম যেভাবে ☺️

শ্রাবন্তী ࿐
#শ্রাবণমাসপালন

কত বছর পর তাদের দেখা 🥺
05/08/2025

কত বছর পর তাদের দেখা 🥺

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করলাম 🙏হর হর মহাদেব 🙏শ্রাবন্তী ࿐
04/08/2025

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করলাম 🙏
হর হর মহাদেব 🙏

শ্রাবন্তী ࿐

আমি রাগ করবো আর তুমি রাগ ভাঙ্গাবে🤗শ্রাবন্তী ࿐
03/08/2025

আমি রাগ করবো আর তুমি রাগ ভাঙ্গাবে🤗

শ্রাবন্তী ࿐

শ্রাবন্তী ࿐
03/08/2025

শ্রাবন্তী ࿐

Dream 🥰
02/08/2025

Dream 🥰

একজন স্বামী যদি ভালোবাসা দেয়, সম্মান দেয়, পাশে দাঁড়ায়…তাহলে সেই স্ত্রী হয়ে ওঠে ঘরের আশীর্বাদ।সকালটা হয় মিষ্টি, সন্ধ্যাটা...
02/08/2025

একজন স্বামী যদি ভালোবাসা দেয়, সম্মান দেয়, পাশে দাঁড়ায়…
তাহলে সেই স্ত্রী হয়ে ওঠে ঘরের আশীর্বাদ।
সকালটা হয় মিষ্টি, সন্ধ্যাটা হয় শান্তির।
সে হাসে, পরিবারের জন্য জ্বলে—একটা প্রদীপের মতো।

কিন্তু স্বামী যদি অবহেলা করে, ছোট করে, কটু কথা বলে,
তাহলে সেই মেয়েটাই ধীরে ধীরে বিষে রূপ নেয়—not কারণ সে খারাপ,
বরং কারণ তাকে তিলে তিলে বিষ খাইয়ে দেওয়া হয় প্রতিদিন।

অনেক স্বামী বলে, "আমার বউ বদলে গেছে…"
আসলে বদলায় না স্ত্রী, বদলায় তার হাসির কারণ, বদলায় তার সম্মানের জায়গা।

একটা কথা সব স্বামীদের মনে রাখা উচিত—
"তুমি যেমন ব্যবহার করো, স্ত্রী তেমনই হয়ে ওঠে।"
তাকে যদি কাঁটার মাঝে রাখো, সে বাঁচবে কাঁটা হয়ে।
আর যদি ভালোবাসার ছায়া দাও, সে ফুটে উঠবে একেকটা ফুল হয়ে।

🔚স্ত্রীকে ভালোবাসা মানে শুধু ভালো স্ত্রী পাওয়া নয়—
বরং একটা ঘরের ভবিষ্যত, শান্তি আর ভালোবাসার ভিত্তি গড়া।

শ্রাবন্তী ࿐




কিছু কিছু পুরুষ আছে যারা বাইরে ভেজা বিড়াল, অথচ বাসায় এসেই হয়ে যায় রয়েল বেঙ্গল টাইগার । এরা অফিসের কলিগ, বস, ব্যবসায়িক পা...
01/08/2025

কিছু কিছু পুরুষ আছে যারা বাইরে ভেজা বিড়াল, অথচ বাসায় এসেই হয়ে যায় রয়েল বেঙ্গল টাইগার । এরা অফিসের কলিগ, বস, ব্যবসায়িক পার্টনার, বন্ধু,আত্মীয় সবার কাছেই হয়তো ভালো কিন্তু বাসায় এদের চরিত্র বিপরীত। রাজ্যের হতাশা, গ্লানি, ডিপ্রেশন, অপূর্ণতা আর ক্ষোভের ফায়ারওয়াল হিসেবে এরা নিজের স্ত্রীকেই বেছে নেয়!
আপনার স্ত্রী কিন্তু শুধুমাত্র আপনার স্ত্রী নন; তিনি আপনার পুরো সংসারের ম্যানেজার, আপনার সন্তানের জননী। আপনার সংসার আর বাচ্চা সামলাতে গিয়ে তাকেও দিনভর অনেককিছুর মধ্য দিয়ে পার হতে হয়। বিনিময়ে তারা কোন স্বীকৃতি চায়না, শুধু চায় একটু সহানুভূতি। সেটি নিশ্চিত করতে যদি আপনি ব্যর্থ হন তবে এরজন্য ভুক্তভোগী হবে আপনার সন্তান।মায়ের মন-মেজাজ ভালো না থাকলে তারা ঠিকমত বাচ্চার টেককেয়ার করতে পারেনা। স্বামীর অযাচিত আচরণ থেকে স্ত্রীর মনে যে হতাশা তৈরি হয়, তা তারা বাধ্য হয়েই সন্তানের ওপর প্রয়োগ করতে শুরু করেন। ফলশ্রুতিতে বাচ্চারাও সহিংস ও আগ্রাসী হয়ে ওঠে।
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও পারিবারিক এই দুষ্টচক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।পরিবারের কর্ণধার হিসেবে পুরুষদের দায়িত্বই সবচেয়ে বেশি। স্বামীরা চাইলেই পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে। এক্ষেত্রে অবশ্য বাচ্চার মায়েদেরও উচিত স্বামীর মনমর্জি বুঝে চলা । দিনশেষে, আদরের সন্তানেরা যাতে একটা উপযোগী পরিবেশ পায় ~ এ দায়িত্ব মা-বাবা দুজনেরই।
______________________🌸🙏
সংগৃহিত;

শ্রাবন্তী ࿐


゚viralシfypシ゚



Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রাবন্তী ࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share