
02/10/2023
সবার মামা
২/১০/২০২৩
তোমার মামা আমার মামা
মামা বাবা দাদার
কোন সে মামা পারলে জবাব
দিও এমন ধাঁধার।
সেই সে মামা রাতে হাসে
দিনে নিরব থাকে
ফুপি খালা নানি দাদি
তারাও মামা ডাকে।
সার্বোজনিন মামা সে যে
কারো একার নয়,
সেই মামাটি থাকলে রাতে
পাইনা আমি ভয়