Discover With Fahim

Discover With Fahim Assalamu Alaikum! Here you know about China through my eyes and daily life of China.
(5)

04/10/2024
আজি আনমনে নীলাকাশে  কতো ভাবনার খোরাক জাগে  দুপুর গড়িয়ে গোধুলি হয়ে যায়  স্বপ্নগুলো মনের কোণে লুকিয়ে রয়।
02/10/2024

আজি আনমনে নীলাকাশে
কতো ভাবনার খোরাক জাগে
দুপুর গড়িয়ে গোধুলি হয়ে যায়
স্বপ্নগুলো মনের কোণে লুকিয়ে রয়।

16/08/2024

দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বিদ্যমান,

সুশীল সমাজ - "আপনারা কিভাবে পারেন একটা কানা লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে ?"

©️সংগৃহীত

08/08/2024

দেশে প্রতিদিন কি পরিমাণ ঘুস আদান-প্রদান হয় ধারনা আছে?

অথচ এই ৫ তারিখের পর থেকে এক টাকাও কেউ ঘুস দেয়নি কেউ কাউকে

এটা, গত কয়েক দশকের রেকর্ড যে যেখানে প্রতিদিন হাজার কোটি টাকা ঘুস লেনদেন হত, সেখানে গত ৩ দিন একটা টাকাও হয়নি

এমনকি দেশের বাইরেও অবৈধ ভাবে যেতে পারেনি দেশের একটা টাকাও

ফিল করতে… সেন্স করতে পারছেন দেশে পরিবর্তন আসছে?

আগে যেখানে কাজ পেতে, বা চাকরির সুপারিশ করতে ফ্যামিলিতে কেউ লীগের কেউ আছে নাকি খোঁজা লাগত, সেখানে এখন কোন অরাজকতা দেখলেই “ডাকব ছাত্রদের?” এই ২ টা শব্দই এনাফ… সব সোজা করে দেয়ার জন্য

গত ২ দিন দেশ গার্জিয়ানলেস অবস্থায় ছিল... এই সুযোগে সমানে ডাকাতি হচ্ছে এলাকায় এলাকায়

এটা হবেই… যে কোন সভ্য দেশও যদি গার্জিয়ানলেস অবস্থায় থাকে, এটা হতই

কিন্তু গুড পার্ট হলো, এলাকায় এলাকায় Neighbourhood Watch প্রোগ্রাম চালু করে ফেলেছে সবাই। কমিউনিটি পুলিসিং এর মাধ্যমে সবাই নিজ নিজ এলাকা পাহারা দিচ্ছে।

ইয়াং জেনারেশান ড্রন উড়িয়ে গলিতে গলিতে ডাকাত খুঁজছে

এই জেনারেশান এতও সহজে দমবার নয়

প্লিজ একটু ধৈর্য ধরুন… সব ঠিক হয়ে যাবে… যেতে বাধ্য

কারণ দেশ এখন এমন এক জেনারেশানের হাতে, যারা আমার-আপনের থেকে অনেক এগিয়ে… অনেকক

©️Arif R Hossain

05/07/2024

পুষ্টিহীনতায় ভোগা ভাইটির পুষ্টির একমাত্র সমাধান: মিঃ মিল্ক🤣

এই সেই স্বাদ আর স্বপ্নযা রয়ে যাবে পৃথিবীর পরেসময়ের গতি স্থবির হলেথাকবো কি তোমার নিউরনে?
02/07/2024

এই সেই স্বাদ আর স্বপ্ন
যা রয়ে যাবে পৃথিবীর পরে
সময়ের গতি স্থবির হলে
থাকবো কি তোমার নিউরনে?

12/06/2024

লাফ দিন কিন্তু বুঝে দিন 😌

31/05/2024

মনে কি পড়ে তাদের কে?

Discover With Fahim

28/05/2024

মাল বা রেমাল যা ই হোক না কেনো, উত্তেজনা রাখুন নিয়ন্ত্রণে।

26/05/2024

বঙ্গল্যান্ডের গল্প টা এমন হলেও পারতো!🥲

চীনের গানসু প্রদেশে রেইনবো মাউন্টেইন !😍
26/05/2024

চীনের গানসু প্রদেশে রেইনবো মাউন্টেইন !😍

24/05/2024

লাগান! চুপচাপ মুখ বন্ধ করে লাগান।

গাছ লাগান পরিবেশ বাঁচান।

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Discover With Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category