
22/05/2025
আমার বাসার সামনে এই দোকানটা, প্রতি জোড়া স্যান্ডেল ৫০ টাকা করে বিক্রি করছে, সারাদিনে যদি তার ১০ জোড়া বিক্রি হয় ২০ টাকা করে লাভ ২০০ টাকা, যেখানে একটা রিকশাওয়ালা দিনশেষে ১৫০০ থেকে ২০০০ টাকা নিয়ে বাড়ি যায়, কিন্তু এই লোকটার পকেটে ৫০০ টাকাও ঢুকে না। আমাদের সমাজ রিক্সা চালালে বলে কামলা দোকান দিলে বলে দোকানদার, প্রত্যেকটা কাজকে এই সমাজে ছোট করে দেখা হয়। সরকার পরিবর্তনের চেয়েও সমাজ ব্যবস্থার পরিবর্তনটা অতিব জরুরী।