25/04/2025
আজকাল ভিডিও এডিটর Hiring করার সময় ক্লায়েন্টদের একটা common চাহিদা হচ্চে Ali Abdaal এবং Iman Gadhzi দের মত ভিডিও এডিট লাগবে। তাই এটা নিয়ে youtube এ অনেক Tutiorial ভিডিও বানানো হয়েছে। কারণ সবাই এই trendy স্টাইলে ভিডিও এডিট করতে চায়।
কিন্তু সমস্যা হয় নতুন ভিডিও এডিটরদের। এখানে টিউটোরিয়াল ভিডিও এর শুরুতে After Effects দিয়ে তৈরি করা একটা ভিডিও দেখানো হয় এবং বলা হয় 'At the end of this video you will be editing like this' অথচ tumbnail এ দেওয়া capcut দিয়ে Ali Abdaal/Iman Gadhzi -র মত ভিডিও এডিট টিউটোরিয়াল।
এখন কথা হচ্ছে mobile যেভাবে আজও pc কে replace করতে পারে নি সেভাবে capcut ও কখনও After Effects কে রিপ্লেস করতে পারবে না।
এটা আপনার কাজের flow ফাস্ট করতে পারে কিন্তু professional skill আপনাকে professional tools ব্যবহার করে-ই শিখতে হবে অন্যথায় সারা জীবন ৫০০টাকায় ভিডিও এডিট করতে থাকতে হবে।
এভাবেই নতুন এডিটর রা endless tutorial দেখার ফাঁদে পরে এবং তার ভিডিও স্কিল সঠিক ভাবে ডেভেলাপ করতে পারে না।
বি. দ্র: এই ভিডিও te Envato থেকে একটা প্রজেক্ট use করা হয়েছে ৩ঘণ্টার মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য।