
29/10/2024
ভুল পাসওয়ার্ডে সামান্য মোবাইলের লক টা পর্যন্ত খুলে না, আর আপনি ভুল সিস্টেমে কাজ করে সফলতার দরজা খুলবেন কী করে? কেন কিছু মানুষ সবসময় সফল হয় তা নিয়ে কখনো স্টাডি করেছেন? নাকি
"ওর ভাগ্যটা ভালো, আর আমার পোড়া কপাল" বলে শুধু আক্ষেপই করেছেন? বস, লাভ নেই।
থামেন এবার, হয় সিরিয়াসলি কাজে নামুন! নয়তো ব্যর্থতাকে মেনে নিন। যদি কাজের মানসিকতা না থাকে, তবে সফলতার আশা করে নিজেকে বোকা প্রমাণ করবেন না। আমি জানি আপনি সফল হবেন, যদি সিস্টেম মেনে নাছোড়বান্দার মত লেগে থেকে কাজটা করে যেতে পারেন। আবার আমি এও জানি আপনি ব্যর্থ হবেন, যদি দু'একবার হেরে গিয়ে হাল ছেড়ে দেন। জীবনটা আপনার, সিদ্ধান্ত ও আপনার।