Fatema vlog

Fatema vlog welcome to Fatema vlog page. This is my lifestyle vlog.
(9)

I love to share my Lifestyle, fashion or love to cook share my recipe and feeling with you.Also daily blogging and funny videos share with you.

13/07/2025

আমি নারী রাতের অন্ধকারে মুখ লুকিয়ে যেমন কাঁদতে পারি, দিনের আলোতে চোখ মুছে হাসতেও পারি🥰

13/07/2025

ভালোবাসায় ভরপুর প্রানের জেলা চাঁদপুর, আমি চাঁদপুরের মেয়ে আর আপনি 🥰

13/07/2025

Sisters love 🥰

13/07/2025

নিজে না খেয়ে বোনকে খাওয়ানের সুখটা আমার এতিম প্রতিব*ন্ধী ভাই বোঝে আপনি বুঝেন তো 🤔

অতিরিক্ত ফ্যামিলি ভক্ত ছেলেরা বেশি ভ*য়ংকর হয়।।তারা ফ্যামিলিকে ভালো রাখতে গিয়ে নিজের স্ত্রীকে সবসময় অবহেলা করে। এবং স...
13/07/2025

অতিরিক্ত ফ্যামিলি ভক্ত ছেলেরা বেশি ভ*য়ংকর হয়।।তারা ফ্যামিলিকে ভালো রাখতে গিয়ে নিজের স্ত্রীকে সবসময় অবহেলা করে। এবং সবশেষে সংসারটাই ন*ষ্ট করে ফেলে। কথাটা শুনতে খা*রাপ লাগলোও এটাই বাস্তব তিতা সত্য কথা😓

13/07/2025

মিথ্যা তখনই জিতে যায়, যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় 😣

"জীবনের মঞ্চে কেউ হাসে, কেউ চোখের পানি লুকিয়ে রাখে।একটা মুখোশ পরে আমরা সবাই অভিনয় করি,হাসির আড়ালে লুকিয়ে থাকে না বলা...
13/07/2025

"জীবনের মঞ্চে কেউ হাসে, কেউ চোখের পানি লুকিয়ে রাখে।
একটা মুখোশ পরে আমরা সবাই অভিনয় করি,
হাসির আড়ালে লুকিয়ে থাকে না বলা ক*ষ্টগুলো।
একটা মুখোশ হাসে, আরেকটা মুখ চোখের কোণ ভিজিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
আমরা সবাই কি সত্যিই সুখী, নাকি শুধু সুখের মুখোশ পরে আছি?"
"কখনো কখনো যারা সবচেয়ে বেশি হাসে,
তারাই সবচেয়ে বেশি ভেতরে ভেঙে পড়ে।
একটা মুখোশে ঢাকা পড়ে যায় তাদের কান্না,
আর অন্য কেউ চোখের জলে সেই সত্যি তুলে ধরে।
জীবন এমনই—অভিনয় আর বাস্তবতার মধ্যকার এক কঠিন যুদ্ধ।"
"হাসির মুখোশের পেছনে লুকিয়ে থাকে অব্যক্ত যন্ত্রণা।
সমাজ দেখে শুধুই হাসি, কেউ বোঝে না ভিতরের ক্ষত।
কেউ মুখোশ পরে বাঁচে,
আবার কেউ মুখোশ খুলে সমাজের নির্মম সত্য দেখিয়ে দেয়।😓

12/07/2025

শাশুড়ির সুনাম বউ কখন করে জানেন শাশুড়ি যখন বউর কলিজা ঠান্ডা রাখে 🥰 ফে*সবুক পেজ হ্যা*ক হতে সা*বধান 🥰

12/07/2025

যখন কাউকে অতিরিক্ত হাসতে দেখবেন বুঝে নিবেন তার ভিতরে ঝড় তুফান বইছে 😓

12/07/2025

কেমন আছেন সবাই 🥰এটা কেন হল 🤔

একজন মানুষ শুধু "না" বলার কারণে আজ পৃথিবীতে নেই।আর আমরা? আমরা কিছুই করতে পারিনি।😣আমরা শুধু দেখি, শুনি, আর চুপ থাকি।চোখের...
11/07/2025

একজন মানুষ শুধু "না" বলার কারণে আজ পৃথিবীতে নেই।
আর আমরা? আমরা কিছুই করতে পারিনি।😣

আমরা শুধু দেখি, শুনি, আর চুপ থাকি।
চোখের সামনে অন্যায় হলেও ভাবি – “এটা তো আমার সাথে হয়নি!”😒
কিন্তু ভুলে যাই, আজ যার সাথে হচ্ছে, কাল সেটা আমাদের ঘরের দোরগোড়ায়ও আসতে পারে।

আমরা এমন এক সমাজে বাস করি,
যেখানে অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেওয়াটাই স্বাভাবিক হয়ে গেছে।😓
তারপর কেউ স্ট্যাটাস দেয়, কেউ দুঃখ করে — কিছুদিন, তারপর আবার আগের মতো জীবন...😒

আমরা কি সত্যি মানুষ নাকি কেবল দর্শক?
আমরা কি এখন শুধু দেখেই যাবো?🤔

ভালো থাকুক সেই পরিবার,
যারা অন্যায়ের শিকার হল —😭
আর জেগে উঠুক এই ঘুমিয়ে পড়া সমাজ,
যেখানে মানুষ মানুষকে আবার সত্যিকারের সম্মান দিতে শেখে।🤲😭🤲

#চুপথাকাটাওঅপরাধ #মানুষহই #ভালোবাসাহোকজয়

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when Fatema vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema vlog:

Share

Category