28/11/2025
কিছু প্রাপ্তি আনন্দের,কিছু প্রাপ্তি আস্থার, কিছু প্রাপ্তি আত্নবিশ্বাসের,কিছু প্রাপ্তি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা, তেমনি একটি প্রাপ্তি হলো এই দিনটি, দিনটি ছিল ২৫ নভেম্বর সাফুয়ানার জন্মদিন। সাফুয়ানার জন্মদিন উপলক্ষে মিরপুর ক্যাডেট কোচিং উত্তরা শাখা এর শ্রদ্ধেয় পরিচালক স্যার রুহুল আমিন স্যার আমার তৈরি করা কেক খায়,আলহামদুলিল্লাহ আমার তৈরি কেক স্যারের কাছে ভালো লেগেছে। শ্রদ্ধেয় স্যারের পাশে আমাদের অন্য শিক্ষকমহোদয় গণ থাকলে আরো ভালো লাগতো,,যদিও সবাই আমার তৈরি করা কেক খেয়েছে এবং খুব ভালো রিভিউ দিয়েছে,আলহামদুলিল্লাহ। আমার তৈরি করা কেক সকল স্যারেরা খেয়েছে এজন্য আমি খুবই আনন্দিত।এই প্রাপ্তির জন্য সাফুয়ানার আম্মুকে বিশেষ ভাবে ধন্যবাদ আমার উপর আস্থা রেখে ,ভরষা করে কেকগুলো অর্ডার করেছিল। সাফুয়ানার আম্মুকে আবারও ধন্যবাদ এই বিশেষ দিনটিকে আমার কাছে ও বিশেষ করে তোলার জন্য। তাছাড়া সবাইকে অসংখ্য ধন্যবাদ কেক খেয়ে ভালো রিভিউ দেওয়ার জন্য।