04/07/2025
মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
টংগীতে, ব্যাংকের মাঠ মাদক পল্লীতে RAB-3 এর অভিযান,৫ জন গ্রেফতার, RAB এর গাড়ীতে হামলা
গাজীপুর (মহানগর) নিজস্ব প্রতিবেদকঃ
2 July, 2024
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংক মাঠ কলোনীতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-শহিদ মিয়া (২০), পিতা-মৃত হোসেন মিয়া, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী, আবুল কাশেম (৪০), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী, মো: আলামিন (৩২), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী, মো: রাসেল (২৬), পিতা-রিপন সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী ও মো: সফিকুল ইসলাম (৩০), পিতা-মো: বাচ্চু মিয়া, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৯ বোতল ফেন্সিডিল, ৯০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২ লক্ষ ৭৭ হাজার ৬শ’ ৬৮২ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার টঙ্গী পূর্ব থানায় র্যাব-৩ এর ডিএডি মোহাম্মদ সাইদুর রহমান দুইটি মামলা দায়ের করেন।
অপরদিকে র্যাব-৩ এর সদস্যরা আসামীদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় টঙ্গীর ষ্টেশন রোড ফ্লাইওভারের সামনে গাড়ীটি আসলে আসামীদের ডাক চিতকার শুনে আশপাশে থাকা উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদের আত্মীয়-স্বজনসহ আরো অজ্ঞাতনামা ৫০/৬০জন আসামীরা গ্রেফতারকৃত আসামীদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে র্যাবের উপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে আসামীগণ আরো ক্ষিপ্ত হয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে র্যাবের উপর বাঁশের লাঠি, রড, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারী মারপিট শুরু করে। আসামীদের দেশীয় অস্ত্রের আঘাতে র্যাব-৩, সিপিসি-১ এর কোম্পানী কামান্ডার স্কোয়াড্রন লিডার ফাতিন সাদাব অরণ্য ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান তানিম আহত হয়। পরে র্যাব সদস্যরা জান-মালের নিরাপত্তা, সরকারী অস্ত্র-গুলি ও সরকারী সম্পত্তি রক্ষাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অপর আসামীদেরকে ছিনিয়ে নেওয়া রোধকল্পে স্কোয়াড্রন লীডার ফাতিন সাদাব অরণ্য এর নির্দেশে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এতে আসামীরা ছত্র-ভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত র্যাব-৩, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার ফাতিন সাদাব অরণ্য ও মোস্তাফিজুর রহমান তানিমকে উদ্ধার করে চিকিতসার জন্য সিএমএইচ হাসপাতালে নিয়ে চিকিতসা দেয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মাদক উদ্ধার, র্যাবের সদস্য আহত ও সরকারী কাজে বাধার দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে সরকারী কাজে বাধার দেওয়ার ঘটনার মামলায় ৫দিনের পুলিশী রিমান্ডের আবেদন করে উভয় মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।