মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

  • Home
  • Bangladesh
  • Tongi
  • মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী আমরা, মানবতার পক্ষে বলি,,,🇧🇩

Shout out to my newest followers! Excited to have you onboard! Junayed Khan, Robiul Islam, Md. Yousufkhan🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️...
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Junayed Khan, Robiul Islam, Md. Yousufkhan
🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️ভালোবাসা অবিরাম 🌹

06/07/2025

এক হাজার পাখি জমির মালিক আওয়ামী লীগ নেতা, অগাস্টিন পিউরিফিকেশন এর, রয়েছেন কালিগন্জের এক ছাত্রদল নেতার সেল্টারে। আরো আসছে :-

নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার।মোঃ কামাল হোসেন প্রধান নিজস্ব প্রতিবেদক  নরসিংদী ঃ ন...
06/07/2025

নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার।

মোঃ কামাল হোসেন প্রধান নিজস্ব প্রতিবেদক নরসিংদী ঃ নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এস আই মনির হোসেনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

সম্প্রতি কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতি ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ৪/৭/২৫) প্রধান আসামি হিসেবে তাকে ৬/৭/২৫ ইং শুক্রবার রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।পলাশ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই মনিরকে গ্রেফতার করেন। দীর্ঘদিন যাবত তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রলারে করে সশস্ত্র দুর্বৃত্তরা প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এসময় কর্মরত ৭ শ্রমিক আহত হন এবং ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয়া তদন্তে উঠে আসে, এই ঘটনায় এসআই মনির সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং হামলার পেছনে তার পরিকল্পনা ও মদদ রয়েছে।এছাড়াও এস আই মনিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্ট ভুক্ত আরও একটি মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।পলাশ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা তাকে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ডাকাতি মামলায় গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

এক সময় রাজনীতির মাধ্যমে পরিচিত হয়ে ওঠা এস আই মনিরের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে গ্রেফতারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা হিসেবে মনে করছেন।

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
05/07/2025

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

ডিবি, নরসিংদী কর্তৃক ২০ (বিশ) কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার (৪ জুলাই, ২০২২) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর এসআই/মোহাম্মদ গনি মিয়ার নেতৃত্বে একটি টিম রাত ২০.৪৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব সাকিনস্হ সাহেপ্রতাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে নিউ একতা মটরস দোকানের কাচা রাস্তার সামনে থেকে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন ১। মোঃ উজ্জ্বল (৩১), পিতা- অহিদ মিয়া, মাতা- আলেয়া বেগম এবং ২। মোঃ রহমত উল্লাহ(১৮), পিতা- আব্দুল আউয়াল, মাতা- নেহেরা বেগম, উভয় সাং- উলচাপাড়া, উভয় থানা- সদর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ উজ্জ্বল (৩১) এর বিরুদ্ধে CDMS পর্যালোচনায় পূর্বে ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
05/07/2025

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

সাভার সরকারি কলেজের ছাত্রলীগ নেতাকে পিস্তল ও মাদকসহ আটক

মোঃমনির মন্ডল
নিজস্ব প্রতিবেদক ,সাভারঃ সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা প্লাবন খান মজলিস (২৫) কে আটক করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে পিস্তল ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার মধ্যরাতে সাভার মডেল থানা সংলগ্ন সরকার দলীয় প্রয়াত সাংসদ খান মজলিশের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চামকা জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সাভার মডেল থানার পাশেই দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল সাবেক সাংসদের নাতি ও সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শীর্ষ মাদক ব্যবসায়ী প্লাবন খান মজলিশ। সাভার পৌর এলাকার দক্ষিনপাড়াস্থ প্রয়াত সাংসদ খান মজলিশের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তাকে আটকের পর তার বাসা থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে

যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দিয়ে নিরাপত্তাহীনতায় বিএনপি নেতার পরিবারনিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) ঃ নোয়াখালী...
05/07/2025

যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দিয়ে নিরাপত্তাহীনতায় বিএনপি নেতার পরিবার

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ইউনিয়নে যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদের বিরুদ্ধে হামলা, জবর দখলের অভিযোগে মামলা দেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বিএনপি নেতার পরিবার।

শনিবার সকালে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবদুল শাহজাহান, তার সহদোর সাবেক দু’ইউপি সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, যুবলীগ নেতা, মাদক ব্যবসায়ী ভূমিদস্যু সন্ত্রাসী আলতাফ হোসেন আজাদ গত সোমবার (৩০জুন) উপজেলার মোল্লা বাজার সংলগ্ন আমেরিকা প্রবাসী মহি উদ্দিনের মালিকীয় ও ভোগদখলীয় জমিতে সন্ত্রাসীদের দিয়ে অবৈধ জবর দখল করতে যায়। এসময় ওই এলাকার সাবেক মেম্বার ও সমাজ প্রধান আবদুল হাই (৬৫) প্রতিবাদ ও বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় তিনিসহ ৪জন আহত হন। পরে স্থানীয়রা যুবলীগ নেতা আজাদকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সাবেক মেম্বার মাহবুবুর রহমান বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

কিন্তু অভিযুক্ত যুবলীগ নেতা আজাদের দলবল মামলার বাদী ও তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়ায় বাদীর পুরো পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের গ্রেফতার এড়িয়ে আসামীরা আবারও হামলা ও বিতর্কিত জমি জবর দখল করবে বলে মামলার বাদীপক্ষকে নানা হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে।

এ নিয়ে মামলার বাদী সাবেক মেম্বার মাহবুবুর রহমান পুলিশের কাছে অভিযোগ করে আসামীদের গ্রেফতার করার দাবি জানিয়ে শনিবার সকালে বসুরহাটে একটি সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবদুল হক শাহজাহান, তার ভাই মামলার বাদী সাবেক মেম্বার মাহবুবুর রহমান, আহত সাবেক মেম্বার আবদুল হাই, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
04/07/2025

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

👇 গাজীপুর পূবাইল থানাধীন মাজুখানে প্লাস্টিক ড্রামের গোডাউনে দূধর্ষ ডাকাতি।

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন মাজুখানে প্লাস্টিক ড্রামের গোডাউনে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এ নিয়ে একই গোডাউনে দু’ দুবার ডাকাতির ঘটনা ঘটলো। কোনভাবেই চুরি ডাকাতির লাগাম টেনে ধরতে পারছেনা। এক মাসের ব্যবধানে ৩টি চুরি ১টি ডাকাতির ঘটনা ঘটলো।ইতোমধ্যে পুবাইল থানাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করে প্রায় ১০-১৫ লাখ টাকার প্রজেক্টটি শুধু রক্ষণাবেক্ষণের অভাবে আলোর মুখ দেখতে পারেনি।অন্য দিকে একটি সূত্র জানিয়েছে নবনিযুক্ত গাজীপুর মহানগর পুলিশ কমিশনার( জিএমপি) মাহবুব আলম তারবিহীন নতুন প্রযুক্তির সিসি ক্যামেরা সংযোগ দিয়ে নগরীর পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন।যা মহানগর পুলিশের হেড কোয়ার্টার থেকে পরিচালনা করবে।তবে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক, গণসচেতনতা, টহল পুলিশিং কোন কিছুতেই পূবাইলে থামছেনা চুরি ছিনতাই ডাকাতি।আইন শৃঙ্খলার অবনতিতে নির্ঘুম রাত্রি যাপন করছেন পূবাইল মেট্রোপলিটন থানার অনেকেই। চোর ডাকাতের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তাদের হাত থেকে রক্ষা পায়নি শিল্পপতি, ব্যবসায়ী, কৃষক,চাকুরিজীবী,সাংবাদিক, এমনকি ম্যাজিস্ট্রেটের বাড়িও।তাই আইনশৃঙ্খলা উন্নতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি এলাকাবাসীর।জানা যায় বুধবার ভোররাতে পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের মাজুখান পশ্চিম পাড়ায় মনিরের গোডাউনে ডাকাতের একটি সংঘবদ্ধ দল ছাদের টিন কেটে প্রবেশ করে। দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত ডাকাত দল ফটকের দুটি তালা ভেঙে কয়েক লাখ টাকার প্লাস্টিকের ড্রাম নিয়ে যায়।ডাকাতি চলে আনুমানিক ভোর রাত ৩টা থেকে ফজরের আযানের আগ মূহুর্ত পর্যন্ত।
গোডাউনের নিরাপত্তা কর্মী জয়নাল খান ও তার স্ত্রী নাজমা এক ডাকাতকে জড়িয়ে ধরলে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। তিনজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন জয়নাল খান। বাকি ৪-৫ জনকে চিনতে পারেনি।ঐ দম্পতিরা ডাকাত ডাকাত চিৎকারে এলাকাবাসী চলে আসলে পিছনের রেললাইনের পাশে প্রায় দেড়-দুই লাখ টাকার ড্রাম ফেলে পালিয়ে যায়। তবে কত টাকার মালামাল ডাকাতি হয়েছে তার সঠিক হিসাব জানা যায়নি।স্থানীয় নবনির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি জানান গোডাউনের মালিক হজ্ব ব্রত পালন শেষে মক্কা থেকে ডাকাতির ঘটনা জানিয়েছেন। আমিও দেখতে পেলাম সিসি ক্যামেরার বৈদ্যুতিক লাইন, গেটের তালা ভেঙে অনেক মালামাল লুঠ করেছে ডাকাতেরা।আশা করবো পুলিশ মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।ঘটনাস্থলে উপস্থিত এস আই সাইফুল ইসলাম কথা বলতে রাজি হননি।গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর রহমান জানান, আমি বিষয়টি জেনে জানাচ্ছি।

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
04/07/2025

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

টংগীতে, ব্যাংকের মাঠ মাদক পল্লীতে RAB-3 এর অভিযান,৫ জন গ্রেফতার, RAB এর গাড়ীতে হামলা

গাজীপুর (মহানগর) নিজস্ব প্রতিবেদকঃ
2 July, 2024
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংক মাঠ কলোনীতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-শহিদ মিয়া (২০), পিতা-মৃত হোসেন মিয়া, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী, আবুল কাশেম (৪০), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী, মো: আলামিন (৩২), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী, মো: রাসেল (২৬), পিতা-রিপন সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী ও মো: সফিকুল ইসলাম (৩০), পিতা-মো: বাচ্চু মিয়া, সাং-৫৬নং ওয়ার্ড ব্যাংকের মাঠ কলোনী।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৯ বোতল ফেন্সিডিল, ৯০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২ লক্ষ ৭৭ হাজার ৬শ’ ৬৮২ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার টঙ্গী পূর্ব থানায় র‌্যাব-৩ এর ডিএডি মোহাম্মদ সাইদুর রহমান দুইটি মামলা দায়ের করেন।

অপরদিকে র‌্যাব-৩ এর সদস্যরা আসামীদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় টঙ্গীর ষ্টেশন রোড ফ্লাইওভারের সামনে গাড়ীটি আসলে আসামীদের ডাক চিতকার শুনে আশপাশে থাকা উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদের আত্মীয়-স্বজনসহ আরো অজ্ঞাতনামা ৫০/৬০জন আসামীরা গ্রেফতারকৃত আসামীদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে র‌্যাবের উপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে আসামীগণ আরো ক্ষিপ্ত হয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে র‌্যাবের উপর বাঁশের লাঠি, রড, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারী মারপিট শুরু করে। আসামীদের দেশীয় অস্ত্রের আঘাতে র‌্যাব-৩, সিপিসি-১ এর কোম্পানী কামান্ডার স্কোয়াড্রন লিডার ফাতিন সাদাব অরণ্য ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান তানিম আহত হয়। পরে র‌্যাব সদস্যরা জান-মালের নিরাপত্তা, সরকারী অস্ত্র-গুলি ও সরকারী সম্পত্তি রক্ষাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অপর আসামীদেরকে ছিনিয়ে নেওয়া রোধকল্পে স্কোয়াড্রন লীডার ফাতিন সাদাব অরণ্য এর নির্দেশে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এতে আসামীরা ছত্র-ভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত র‌্যাব-৩, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার ফাতিন সাদাব অরণ্য ও মোস্তাফিজুর রহমান তানিমকে উদ্ধার করে চিকিতসার জন্য সিএমএইচ হাসপাতালে নিয়ে চিকিতসা দেয়া হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মাদক উদ্ধার, র‌্যাবের সদস্য আহত ও সরকারী কাজে বাধার দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে সরকারী কাজে বাধার দেওয়ার ঘটনার মামলায় ৫দিনের পুলিশী রিমান্ডের আবেদন করে উভয় মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
02/07/2025

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
02/07/2025

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী
02/07/2025

মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী

সারা দেশে প্রস্তুতি সম্পন্ন।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন আপোষ নেই।
বিএমইউজে।
যোগ দিন সফল করুন।।

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when মহানগর ক্রাইম রিপোর্টার্স ক্লাব, টংগী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share