Thoughts of Eram

Thoughts of Eram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoughts of Eram, Digital creator, Tongi.
(4)

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।

সৃজনশীল কনটেন্ট তৈরির জগতে আপনাদের স্বাগতম।

নতুন ধারার গল্প বলার চেষ্টাই করবো।
ফলো করুন অনুপ্রেরণা এবং উৎসাহ্ দেবার জন্য।

সৃজনশীল কনটেন্ট তৈরি করে আপনাদেরকে আনন্দিত করার চেষ্টা করবো ইন শা আল্লাহ্।

27/06/2025

সকালে অফিস থাকলে কষ্টে ঘুম আসে না,
আবার,
সকালে অফিস না থাকলে আনন্দে ঘুম আসে না৷
যামু কই?

শক্তির জোরে রিজিক পাওয়া গেলে, বাঘ কোন দিন, না খেয়ে থাকত না এবং চড়ুই পাখি রিজিক-ই পেত না!রিজিকের ফয়সালা আসমানে হয়, জ...
23/06/2025

শক্তির জোরে রিজিক পাওয়া গেলে, বাঘ কোন দিন, না খেয়ে থাকত না এবং চড়ুই পাখি রিজিক-ই পেত না!

রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না।
শুভ দুপুর ❤️❤️❤️

22/06/2025

আমি বাবার কাছ থেকে ৫০ হাজার এবং মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলাম, মোট ১ লাখ টাকা, একটি ল্যাপটপ কেনার জন্য যার দাম ৯৭ হাজার টাকা।

ল্যাপটপ কেনার পর আমার হাতে ৩ হাজার টাকা বাকি ছিল।

আমি বাবাকে ১ হাজার টাকা এবং মাকে ১ হাজার টাকা ফেরত দিলাম, আর ১ হাজার টাকা নিজের কাছে রেখে দিলাম।

এখন আমি বাবার কাছে ৪৯ হাজার এবং মায়ের কাছেও ৪৯ হাজার টাকা ঋণী।

৪৯ হাজার + ৪৯ হাজার = ৯৮ হাজার
তার সঙ্গে আমার নিজের কাছে রাখা ১ হাজার যোগ করলে হয় ৯৯ হাজার।

তাহলে বাকি ১ হাজার গেল কোথায়?

Collected post

21/06/2025

খামু আর ঘুরমু।

খাইলে আসেন।

বাসায় একটা করে পিচ্চি আছে। যার বয়স তিন বছরের আশে পাশে। পিচ্চির সাথে খেলতে গিয়ে আবিষ্কার করলাম তার একগাদা করে খেলনা। একগা...
20/06/2025

বাসায় একটা করে পিচ্চি আছে। যার বয়স তিন বছরের আশে পাশে। পিচ্চির সাথে খেলতে গিয়ে আবিষ্কার করলাম তার একগাদা করে খেলনা। একগাদা মানে বোঝাতে চেয়েছি যে প্রায় বিশাল বিশাল দুই তিনটা বড় বড় প্লাস্টিকের বোল ঝুড়ি ভর্তি খেলনা। এর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে থাকে আরো অনেক খেলনা। দুই তিনটা নিজে চালানোর মতো গাড়ি।
নানুর বাড়ীতে গেছে সেখানেও একগাদা।
কোন খেলনাই তেমন বেশি উনি ঠিক রাখে না। নষ্ট করে ফেলে বা ভেঙে ফেলে নইলে জানালা দিয়ে পাচার করে দেয়। না চাইতেই পাওয়া এই জন্য কী না জানি না। এই প্রজন্মটার মনমানসিকতা পরবর্তীতে অস্থির হবে কী না বা জীবনে কোন কিছু চেয়ে না পাবার ব্যাথা পরবর্তীতে এরা সইতে পারবে কী না, সেটা সমাজবিজ্ঞানীদের গবেষণার একটা বিষয় হতে পারে।

আমি আমার শৈশবের কথা ভাবলাম। বৈশাখি মেলায় (আমাদের আঞ্চলিক ভাষায় গোলেয়া'য়) একটা ১০ টাকা গাড়ির জন্য কতদিনের অপেক্ষা করতে হয়েছে! সব মেলায় ই এরকম খেলনা পেয়েছি এমনটাও তো না। সেই গাড়ি প্রথমে বিছানায় পরে চৌকিতে চালিয়েছি যাতে ময়লা না হয়। এরপর মেঝেতে চালানো হতো।
তারপরে আস্তে ধীরে মাটিতে।
প্রতিটা জিনিসের সাথে কত মায়া, কত ভালোবাসা আর কত স্মৃতি।

আমাদের সবচেয়ে দামী জিনিস হলো আমাদের শৈশব। সেই শৈশবের কিছু স্মৃতি আজ সবার সাথে শেয়ার করলাম। সবকিছু এতদিন ধরে যত্ন করে রেখেছি। আবার অনেক কিছু হারিয়েও গেছে। এই প্রতিটা জিনিসের সাথে কী অপরিসীম ভালোবাসা জড়িয়ে আছে তা এখনকার না চাইতেই একগাদা খেলনা পেয়ে যাওয়া প্রজন্ম কী পরবর্তীতে কখনো উপলব্ধি করতে পারবে?

আলহামদুলিল্লাহইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে"আয়াতুল্লাহ খামেনি"এই নামটি।যখন ইহুদিদের ভয়ে সকল মুসলিম শাসকরা চুপ হয়ে আ...
19/06/2025

আলহামদুলিল্লাহ

ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে"আয়াতুল্লাহ খামেনি"এই নামটি।
যখন ইহুদিদের ভয়ে সকল মুসলিম শাসকরা চুপ হয়ে আছে তখন ৮৬ বছর বয়সী উনি মাথা নত না করে একাই লড়াই করে যাচ্ছে।

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদেরই থাকবে। শক্তি ও লোভের কাছে মাথা নত করো না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না। মনে রাখবে পরাজয় নয়, প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি।”

— আয়াতুল্লাহ খামেনি

কোরবানি ঈদের পর অনেকের ফ্রিজ এর ই এই অবস্থা।pic:collected
18/06/2025

কোরবানি ঈদের পর অনেকের ফ্রিজ এর ই এই অবস্থা।
pic:collected

good morning 🌄
18/06/2025

good morning 🌄

প্রতিবার এই নিষ্পাপ শিশুদের মুখ দেখি, মনটা কেমন জানি থেমে যায় 💔এই তারাই… সেই তিনজন ছোট্ট বাচ্চা, যারা সেই বিমানে উঠেছিল...
16/06/2025

প্রতিবার এই নিষ্পাপ শিশুদের মুখ দেখি, মনটা কেমন জানি থেমে যায় 💔
এই তারাই… সেই তিনজন ছোট্ট বাচ্চা, যারা সেই বিমানে উঠেছিল ✈️
স্বপ্ন নিয়ে আকাশে উড়ে গিয়েছিল,
কিন্তু আর মাটিতে ফিরে আসেনি… 😢

আমি ওদের চিনতাম না,
তবুও এখন মনে হয়… যেন ওদের ভোলা অসম্ভব 🕊️

ওর সেই মিষ্টি হাসি 😔
চোখে যে আলো ছিল ✨
সব এখন কেবল ছবিতে রয়ে গেছে 📸

ইশ্... যদি এটা শুধু ভ্রমণের ছবি হতো 🧳
ইশ্... যদি এই হাসিগুলো এখনো আমাদের পাশে থাকতো 😢
ইশ্... যদি সময়টা আরেকটু দয়ালু হতো ⏳💔

এই তিনটি নিষ্পাপ শিশুর প্রতি রইলো ভালোবাসা আর শান্তির প্রার্থনা 🙏
ওরা আজ আমাদের মাঝে নেই, কিন্তু হৃদয়ে চিরকাল থাকবে 👼👼👼

16/06/2025

নিজের জমানো সব টাকা গর্ব করে স্বামির কাছে বলে দিয়ে 😁পরে ফকির হওয়া আপু গুলো কই??😁😁😁😁

16/06/2025

জীবনের এই সন্ধিক্ষনে এসে যখন সেই হারানো দিনের ইমোশনাল কথা মনে পড়ে, তখন অট্ট হাসি পায়!😊😊😊

শুধু একটা দিন নয়,প্রতিদিনই তোমার জন্য শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ।তবুও আজকে একটু বেশি করেই বলি- শুভ বাবা দিবস।"খুব খুব খ...
15/06/2025

শুধু একটা দিন নয়,প্রতিদিনই তোমার জন্য শ্রদ্ধা ও ভালোবাসায় পূর্ণ।তবুও আজকে একটু বেশি করেই বলি- শুভ বাবা দিবস।"
খুব খুব খুব ভালোবাসি আব্বা আপনাকে❤️❤️❤️❤️
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা❤️❤️❤️❤️

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Eram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share