Shohel Mahmud RG

Shohel Mahmud RG It doesn't matter how many times you fall, what counts is how many times you stand up again. Every man's life ends the same way.

It is only the details of how he lived and how he died that distinguish one man from another.

জীবনে যতই কঠিন সময় আসুক না কেন ,যতই ডিপ্রেশন  হোক না কেন ,যে কোন পরিস্থিতিতে  নিজেকে ভালো ভাবে উপস্থাপন করতে হবে। কোন ভা...
03/05/2025

জীবনে যতই কঠিন সময় আসুক না কেন ,যতই ডিপ্রেশন হোক না কেন ,যে কোন পরিস্থিতিতে নিজেকে ভালো ভাবে উপস্থাপন করতে হবে। কোন ভাবেই ভেঙে পড়া যাবে না।মোনে রাখতে হবে দুঃখের পরে যেমন সুখ আসে ,তেমনই আমি মনে করি অনেক খারাপ সময়ের পর ভালো সময় আসে।কিছু বিষয় আমাদের মনে রাখা উচিৎ যেমন রাত না হলে আমরা দিনের আলোর গুরুত্ব বুঝতামনা তেমনি খারাপ সময় না আসলে আমরা ভালো সময়ের গুরুত্ব বুঝবো না।তাই মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটি ভালোর বিপরীতে খারাপ ও দিয়ে দিয়েছেন যাতে আমরা খারাপ সময়ে ভালোর গুরুত্ব বুঝতে পারি।

সাফল্যের জন্য জরুরি শিক্ষাক্রম 🔻জেতার জন্য খেলবেন,হারার জন্য নয় ।🔻অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহন করুন ।🔻উন্নত নৈতিক চরিত্...
19/02/2025

সাফল্যের জন্য জরুরি শিক্ষাক্রম

🔻জেতার জন্য খেলবেন,হারার জন্য নয় ।
🔻অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহন করুন ।
🔻উন্নত নৈতিক চরিত্রের মানুষের সাথে মেলামেশা করুন ।
🔻যা অপরের নিকট পান,তার থেকে বেশি দিন ।
🔻নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন ।
🔻সিদ্বান্ত নেওয়ার সময় বড় লক্ষের দিকে দৃষ্টি নিবন্ধ রাখা উচিৎ ।
🔻সততার বিষয়ে কোনভাবে আপস করবেন না

Shout out to my newest followers! Excited to have you onboard!Tahosin Tauhid, RO NY, Baki Billah, MD Harun, Subir Bardho...
01/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Tahosin Tauhid, RO NY, Baki Billah, MD Harun, Subir Bardhon

সহজে সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে...১. আপনার লক্ষ্য চিহ্নিত করুন সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের কৌশলগুলোর মধ্যে একটি হল ...
30/01/2025

সহজে সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে...

১. আপনার লক্ষ্য চিহ্নিত করুন সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের কৌশলগুলোর মধ্যে একটি হল আপনার লক্ষ্যকে সুনির্দিষ্ট করা। ...
২. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ...
৩. তথ্য উপাত্তগুলো বিবেচনা করুন ...
৪. আপনার সিদ্ধান্ত নিন ...
৫. আপনার সিদ্ধান্ত মূল্যায়ন করুন

ভালো সেলস ম্যানএর যা থাকে 🔻পণ্য সম্পর্কে সঠিক ধারণা 🔻ক্রেতার আগ্রহ মাথায় থাকে 🔻বিশ্বাস/বিশ্বস্ততা 🔻সেলসের অভিজ্ঞতা🔻ক্রে...
25/01/2025

ভালো সেলস ম্যানএর যা থাকে

🔻পণ্য সম্পর্কে সঠিক ধারণা
🔻ক্রেতার আগ্রহ মাথায় থাকে
🔻বিশ্বাস/বিশ্বস্ততা
🔻সেলসের অভিজ্ঞতা
🔻ক্রেতার সম্পর্কে ধারণা
🔻খুব বেশি জোর না করা
🔻বন্দুত্ব সুলভ আচরণ

Shout out to my newest followers! Excited to have you onboard!Mohammad Ullah, Tamon Ghosh, Md Shanaullah Shanto
22/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Mohammad Ullah, Tamon Ghosh, Md Shanaullah Shanto

👍কেউ করো ভবিষৎ গড়ে দিতে পারে না ।যার ভবিষৎ তাঁকেই গড়ে নিতে হয় ।করো উপর ভরসা করা বোকামী ।অন্য কেউ হয় তো আপনাকে পথের সন্...
19/01/2025

👍কেউ করো ভবিষৎ গড়ে দিতে পারে না ।যার ভবিষৎ তাঁকেই গড়ে নিতে হয় ।করো উপর ভরসা করা বোকামী ।
অন্য কেউ হয় তো আপনাকে পথের সন্ধান দিতে পারে ,কিন্তু সঠিক পথে চলা আপনার নিজের দায়িত্ব ।এখন থেকেই আমাদের উচিত সময় কে সঠিক ভাবে কাজে লাগানো ।এখন থেকে সময়কে সঠিক ভাবে যদি কাজে না লাগাই ।এক সময় হয়ত এই সময়ই আমাদের সময় দিবে না ।

সেলস বৃদ্ধির কিছু উপায়সমূহএক নজরে দেখে নেই বিক্রয়  বাড়ানোর কৌশল, নিয়ম বা উপায়গুলো:🔻একটি শক্তিশালী বাজারজাতকরণ প্রচারণার...
17/01/2025

সেলস বৃদ্ধির কিছু উপায়সমূহ

এক নজরে দেখে নেই বিক্রয় বাড়ানোর কৌশল, নিয়ম বা উপায়গুলো:

🔻একটি শক্তিশালী বাজারজাতকরণ প্রচারণার পরিকল্পনা তৈরী করুন
🔻সম্ভাব্য গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি করুন
নতুন এবং আমাদের যে গ্রাহক আছে তাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে
🔻গ্রাহকদের সুবিধাগুলোকে প্রধান্য দিতে হবে
🔻আমাদের পণ্য বা সেবাটিকে ভাল ভাবে উপস্থাপন করতে হবে
🔻নিজের উন্নয়নে বিনিয়োগ করা উচিত

🔻ভালো গ্রাহকদের প্রতি মনোযোগী হতে হবে
🔻নতুন গ্রাহক খুঁজতে হবে
🔻একটি বিক্রয় আউটসোর্সিং কোম্পানির সাথে কাজ করা যেতে পারে

ডিজিটাল সময়ে ০৯টি ইউনিক বিজনেস আইডিয়া- [ ] ১। ইভেন্ট প্ল্যানার বিজনেস আপনি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করেন? ... - [ ] ২...
14/01/2025

ডিজিটাল সময়ে ০৯টি ইউনিক বিজনেস আইডিয়া
- [ ] ১। ইভেন্ট প্ল্যানার বিজনেস আপনি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করেন? ...
- [ ] ২। ফটোগ্রাফার আপনি চাইলেই পারেন একটি ফটোগ্রাফির বিজনেস দিতে। ...
- [ ] ৩। কন্টেন্ট রাইটার ...
- [ ] ৪। ক্যাটারিং সার্ভিস ...
- [ ] ৬। ট্রাভেল প্ল্যানার এবং হোস্ট ...
- [ ] ৭। কফি শপ বিজনেস ...
- [ ] ৮। ফিটনেস ট্রেইনিং সেন্টার (জিমনেশিয়াম) ...
- [ ] ৯। ই-সেলুন

আপনি যাহা চাইছেন তাহা পাইবেন শুধু বিশ্বাসের সাথে লেগে থাকতে হবে ।আর যেটা করতে চাইছেন অর্ধাবশায়ের সাথে সেটা করে যেতে হবে...
12/01/2025

আপনি যাহা চাইছেন তাহা পাইবেন শুধু বিশ্বাসের সাথে লেগে থাকতে হবে ।আর যেটা করতে চাইছেন অর্ধাবশায়ের সাথে সেটা করে যেতে হবে ।

ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকার কৌশলব্যবসা শুরু করা যতটা সহজ, ব্যবসাক্ষেত্রে টিকে থাকা কিন্তু ততটা সহজ নয়। এ ক্ষেত্রে ...
05/02/2024

ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল

ব্যবসা শুরু করা যতটা সহজ, ব্যবসাক্ষেত্রে টিকে থাকা কিন্তু ততটা সহজ নয়। এ ক্ষেত্রে রয়েছে অনেক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মধ্য দিয়েই আপনাকে টিকে থাকতে হবে। এ জন্য প্রয়োজন কিছু কৌশল। ব্যবসার অভিজ্ঞতা বা দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে শুরুর আগেই তো আর অভিজ্ঞতা আসবে না; এ জন্য আগে শুরুটা তো হোক।

প্রথমেই চাই পরিকল্পনা

ব্যবসাক্ষেত্রে টিকে থাকতে হলে চাই সুনির্দিষ্ট পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া ব্যবসায় নামলে আপনার টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে। ‘প্রথমে ঠিক করতে হবে কী ধরনের ব্যবসা আপনি করতে চান, সে অনুযায়ী মূলধন আপনার আছে কি না। উৎপাদনমুখী ব্যবসা হলে ঠিক করতে হবে আপনার উৎপাদিত পণ্য কী হবে। এর জন্য যে যন্ত্রপাতি, কাঁচামাল ও লোকবল প্রয়োজন হবে, তা আছে কি না। বিপণনমুখী ব্যবসা করতে চাইলে যেসব জিনিস বাজারজাত করতে চান, তার চাহিদা বা উপযোগিতা, লাভের সম্ভাবনা কতটুকু-এসব বিষয় মাথায় রাখতে হবে।

সুষ্ঠু নীতিমালা প্রণয়ন

একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট ও সুষ্ঠু নীতিমালা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ নীতিমালা লিখিত হওয়াই ভালো। এর আলোকেই আপনার প্রতিষ্ঠান পরিচালিত হবে।

বিনিয়োগ করুন জায়গামতো

‘ব্যবসার জন্য এমন একটি বিষয় বেছে নেওয়া উচিত, যার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তা না করে যদি আপনি এমন একটি ব্যবসা বেছে নেন বাজারে যার কোনো চাহিদাই নেই, তাহলে কিন্তু আপনার শ্রম, মূলধন, সময়-সবকিছুই বৃথা যাবে। তাই যে কাজটি করতে হবে তা হলো, আপনাকে গ্রাহকের চাহিদা বুঝতে হবে। গ্রাহকদের চাহিদা, পছন্দ, আগ্রহ, সামর্থ্য-এসব বিষয় মাথায় রেখে আপনাকে এগোতে হবে।

বীমা করাটাও জরুরি

ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে, জমি বিক্রি করে বা আত্মীয়স্বজনের কাছ থেকে অর্থ ধার নিয়ে ব্যবসা শুরু করলেন। ব্যবসা বেশ ভালোই চলছিল; কিন্তু হঠাৎ করেই বিপদ হলো। দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না! তাই বীমা করাটাও জরুরি।

প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন

বাজারে কোনো পণ্যের চাহিদা যে সব সময় থাকবে তা কিন্তু নয়। আজ যে পণ্যের চাহিদা অনেক, কাল তা না-ও থাকতে পারে। আর এই মন্দাভাব কাটিয়ে উঠতে চাইলে প্রয়োজনে আপনাকে ব্যবসায়িক পরিকল্পনার পরিবর্তন করতে হবে।

লাভের একটি অংশ সঞ্চয় করুন

অনেক ব্যবসায়ীই ব্যবসা থেকে ছিটকে পড়েন সঞ্চয় না থাকার কারণে। অনেকেই লাভের প্রায় পুরো অংশই তাঁর পুরোনো ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন। তাই তাঁর বিনিয়োগ করা টাকা ছাড়া মূলধনের আর কোনো উৎস থাকে না। তাই কোনো কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে তিনি সেখান থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পান না। শুধু ব্যবসায়িক মনমানসিকতা থাকলেই হবে না, আপনাকে সঞ্চয়ীও হতে হবে। কথায় বলে সঞ্চয়েই সমৃদ্ধি।

পরিচিতি বাড়ান

ব্যবসাক্ষেত্রে টিকে থাকতে হলে প্রতিষ্ঠানের পরিচিতিটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরে নেওয়া যাক, পাশাপাশি দুটি প্রতিষ্ঠান একই ধরনের পণ্যসেবা দিয়ে থাকে। একটি প্রতিষ্ঠানের পরিচিতি বেশি, অন্যটির কম। কার বিক্রি-ব্যবসা ভালো জমবে? নিশ্চয়ই সেই প্রতিষ্ঠানের বিক্রি বেশি হবে, যেটির পরিচিতি বেশি। এজন্য ব্যবসার পরিচিতি বাড়ানো জরুরি।

ভেঙে পড়লে চলবে না

আপনি ছোট-বড়-মাঝারি যে ব্যবসায়ীই হোন না কেন, ব্যবসায় ঝুঁকি থাকবেই। কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ভেঙে না পড়ে ক্ষতির কারণ খুঁজে বের করতে হবে। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সেদিকে সচেতন হতে হবে। ব্যবসার ক্ষতি যেটা হয়ে গেছে, তা নিয়ে বেশি হতাশ না হয়ে কীভাবে নতুন করে ব্যবসা দাঁড় করানো যায়, সেদিকে মনোযোগী হতে হবে।

Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when Shohel Mahmud RG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohel Mahmud RG:

Share