Elegant News

Elegant News Don't imitate, don't follow, find yourself, know yourself, follow your own path. — Dale Carnegie.

24/07/2025

এ এমন শোক, যা সন্তান হারানোর যন্ত্রণা দিচ্ছে পুরো জাতিকে....🥲🥲

সহপাঠী, চাচাতো ভাই নাবিলকে বলেছিল চিপস নিয়ে আসার জন্য ।নাবিল গিয়েছিল চিপস আনতে। হঠাৎ জলন্ত বিমানটি আছড়ে পরে ক্লাসরুমে।...
22/07/2025

সহপাঠী, চাচাতো ভাই নাবিলকে বলেছিল চিপস নিয়ে আসার জন্য ।
নাবিল গিয়েছিল চিপস আনতে।
হঠাৎ জলন্ত বিমানটি আছড়ে পরে ক্লাসরুমে।
বাইরে দাঁড়িয়ে নাবিল নিজের চোখে ঝলসে যেতে দেখলো প্রিয় বোন সারিয়াকে।

মাসুকা আপা, আপনাকে বাঁচাতে পারিনি। কিন্তু আমরা ভুলতে পারব না, আপনি শেষ মুহূর্তেও ছিলেন শিক্ষার্থীদের ঢাল হয়ে…”🕊️⸻📖 মাইলস...
22/07/2025

মাসুকা আপা, আপনাকে বাঁচাতে পারিনি। কিন্তু আমরা ভুলতে পারব না, আপনি শেষ মুহূর্তেও ছিলেন শিক্ষার্থীদের ঢাল হয়ে…”
🕊️


📖 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই স্কুলের সহকারী শিক্ষিকা মাসুকা বেগম (৩৭)।
তাঁর গল্প শুধু মৃত্যুর নয়, এক সাহসী শিক্ষকতার, নিঃস্বার্থ ভালোবাসার, আর এক হৃদয়ভাঙা বিদায়ের।

প্রাণপণ চেষ্টা করেছিলেন তাঁর ক্লাসরুমের শিশুদের বাঁচাতে।
চোখেমুখে আগুনের আঁচ, ধোঁয়ার ঘোর—তবু একের পর এক শিশু বের করে আনছিলেন।
একজন শিক্ষিকা তখন শুধুই একজন মানুষ ছিলেন না—ছিলেন একজন মা, এক ঢাল হয়ে দাঁড়ানো ফেরেশতা।

মাত্র ৫-৬ বছর বয়সে যাঁকে তার ভগ্নিপতি কোলে নিয়েছিলেন, সেই মাসুকা আপাকে আজ তাঁকেই কবর দিতে হলো।
যাঁকে নিজের সন্তান বলে মনে করতেন, আজ তাঁকে শেষ বিদায় জানিয়ে বলতে হলো—“ক্ষমা করো, তোমাকে বিয়ে দিতে পারিনি…”

তাঁর শেষ ইচ্ছা ছিল—মরদেহ যেন সোহাগপুরে বোনের বাড়িতে দাফন করা হয়।
সেই ইচ্ছা পূরণ হয়েছে।
জানাজার মাঠে ছিল না শুধু আত্মীয়-স্বজন, ছিল কান্নায় ভেঙে পড়া অচেনা মানুষও।
কারণ ভালো মানুষ চলে গেলে, শোক কেবল পরিবারের হয় না—গোটা সমাজের হয়।

মাসুকা বেগম ছিলেন অবিবাহিত।
বয়স যখন পেরিয়ে গেল ত্রিশ, বলতেন—
“আমার ছাত্রছাত্রীরাই তো আমার সন্তান!”
আজ সেই সন্তানদের বাঁচাতে নিজেই প্রাণ দিলেন।



🕊️ আমরা কৃতজ্ঞ মাসুকা আপা। আপনি ক্লাসরুমে শুধু পড়াননি—জীবনের আসল পাঠ দিয়ে গেলেন।
আমরা শোকাহত।
আমরা লজ্জিত—আপনার মতো মানুষের জীবন রক্ষা করতে পারিনি।

22/07/2025

নাতিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধা।

22/07/2025

দিয়াবাড়ি তারারটেক এলাকায় একই পরিবারের তিন কোমলমতি শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম।

21/07/2025

বিমান বিধ্বস্তের রোমহষর্ক বর্ণনা.....

21/07/2025

ব্রেকিং নিউজঃ উত্তরা দিয়া বাড়িতে মাইলস্টোন কলেজ শাখার উপরে ফাইটার জেট বিমান বিধ্বস্ত।অনেক হতাহতের আশংকা করা হচ্ছে।

20/07/2025

পড়ে গেলেও , থেমে যাননি।

18/07/2025

তারা মানুষ নয়—পরিস্থিতির মুখোশ। দূরে থাকাই ভালো।”।।। ।। #সুবিধাবাদী #মুখোশধারী #মানুষচিনো #স্বার্থপরদূর #সম্পর্কনয়সুযোগ #ভালোবাসারনামেঠক #ভেজালবন্ধুত্ব #ভিতরেরসত্যি #মনফাঁকি

18/07/2025

🗣️ “সব চোরে খেয়ে ফেলছে… চোরের দেশেই তো থাকি!”— ক্ষুব্ধ এক ভোক্তার হাহাকার।📉 নিত্যপণ্যের অগ্নিমূল্যে জনজীবন আজ দগ্ধ। কে শোনে কার ব্যথা? #জনদুর্ভোগ #বাজারদর #ভোক্তারকথা #চোরেরদেশ

16/07/2025

সেনাবাহিনীর সাজোয়া যানের ভেতর অবস্থান করছেন হাসনাত- সারজিসরা #গোপালগঞ্জ

13/07/2025

🔴 “ট্রাম্প শান্তির দূত?”
নেতানিয়াহু বললেন, নোবেল মনোনয়ন পাওয়া উচিত চারবার! 🕊️🌍

Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when Elegant News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elegant News:

Share