ToͥxiͣcͫQueeภ

ToͥxiͣcͫQueeภ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ToͥxiͣcͫQueeภ, Digital creator, Turag.

18/08/2025

তোমার যেখান থেকে শুরু হয়েছে, সেখানে থেকে আমি শেষ করে এসেছি, তো দুইদিনে ভাবেরগরম আমায় দেখিও না😈🤟👿🤟

অপূর্নতার একটি বছর পূর্নতা পেল বিচ্ছেদ দিয়ে।।।অর্পূনতা র্পূনতা নিয়ে ১টা বছর চলে গেল । অর্পূনতাকে র্পূন করার জন্য কত চে...
11/07/2024

অপূর্নতার একটি বছর পূর্নতা পেল বিচ্ছেদ দিয়ে।।।
অর্পূনতা র্পূনতা নিয়ে ১টা বছর চলে গেল । অর্পূনতাকে র্পূন করার জন্য কত চেষ্টা কত কিছু তবে যেটা আর র্পূনতা পেল কই।
আর র্পূনতা জন্য কোনো চেষ্টা হলো না তবে র্পূনতা ঠিক হয়ে গেল।।
অর্পূনতা কাঁদিয়ে ছিল আর র্পূনতা হাসিয়েছে । সময় কি অভূত যার জন্য কত কিছু হয়ে গেল যাকে নিয়ে ৪বছর অপেক্ষা প্রহর গেল তাকে নিয়ে র্পূনতা হল না ।। আর যে ছিল অপরিচিত সেই আজ র্পূন হয়ে সব কিছুর র্পূনতা ।।
ভালবাসা কি অভুত । ৪ বছরের সম্পর্ক বিচ্ছেদ ঘটে পরিচিত মানুষটা হয় পরর আবার অপরিচিত মুখটা হয়ে যায় আপন।। পরিস্থিতি আর সময় অনেক কিছু দেখায়।।।।।

#অবুঝমন

#বিচ্ছেদ
#পূর্নতা #অপূর্নতা

সব শেষে একজন আসুক যে অল্প দিনের পরিচয়ে দীর্ঘমেয়াদি দলিলে সাইন করে, বাকি জীবন আমার সাথে নিঃসন্দেহে কাটিয়ে দিবে!🤍  📸
03/07/2024

সব শেষে একজন আসুক যে অল্প দিনের পরিচয়ে দীর্ঘমেয়াদি দলিলে সাইন করে, বাকি জীবন আমার সাথে নিঃসন্দেহে কাটিয়ে দিবে!🤍

📸

প্রাক্তন তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রতারক হলেও তোমাকে আমি মনে রেখেছি, তোমার প্রতারণার বিরুদ্ধে এটাই আমার প্রথম প্রতিবাদ।...
03/07/2024

প্রাক্তন তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রতারক হলেও তোমাকে আমি মনে রেখেছি, তোমার প্রতারণার বিরুদ্ধে এটাই আমার প্রথম প্রতিবাদ।

পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি প্রাক্তনকে ক্ষমা করবো না। যে আমার মুক্তমনার জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্য সে বেঁচে নিয়েছিলো গোলাপ। ঠোঁটের কোণে মিথ্যা গুঁজে রাখা চুমু। জোসনার আলো থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে একা রেখে নিরুদ্দেশ হয়েছে।

যোগ্যতার বাটখারা দিয়ে মাপলে ভালোবাসা। দীর্ঘদিন সম্পর্কে থেকে যেই টেবিলে বসে মুগ্ধতার গল্প বলতে। ঐ টেবিলে বসে'ই মিথ্যা অভিযোগ ঠেঁসে দিয়ে জলের গ্লাসের মতো সম্পর্ক ভাঙলো। অন্য নদীতে সাঁতার কাটলে। অন্য কাঁদে মাথা রাখলে। জামাকাপড় বদলের মতো বদল করলে মানুষ। আবেগ না বুঝে ক্যারিয়ার বুঝলে। ঐ সকল প্রেমিকার নামে বুকের তিন ইঞ্চি গভীরে আমি আজন্মকাল ঘৃণা লিখে রাখি। ওদের ক্ষমা করা পাপ।

ধরো পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, মৃত্যু বুকের উপর ওঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয়পিণ্ডে কুড়োল মারছে যন্ত্রণায়, ঐ মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে ক্ষমা চায় আমি করুনা করে হলেও তাঁকে ক্ষমা করবো না। আমি মৃত্যুকে ছুঁতে ছুঁতে কাঁপা কাঁপা হাতে শাহাদাত আঙ্গুল তুলে সোজাসাপ্টা জানিয়ে দিবো, তোমাকে ক্ষমা করলে নিজের প্রতি খুব অবিচার করা হবে, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। তোমাকে ভালোবাসি এখনো, তবে ক্ষমা করতে পারছিনা তোমায়, আমি তোমায় ঘৃণা করি, বিশ্রী রকম ঘৃণা করি লক্ষ্মীটি।

17/04/2024

#দেহ_পাশে_কেহ_কেঁদো_না

04/12/2023


আজ কথা বলবো সুইসাইড নিয়ে। কাল যখন ঢাকা আসছিলাম শুনাম একজন সুইসাইড করেছে। কথাটা শুনে খুব খারাপ লাগলো।  তার কিছু দিন আগেও ...
22/11/2023

আজ কথা বলবো সুইসাইড নিয়ে।
কাল যখন ঢাকা আসছিলাম শুনাম একজন সুইসাইড করেছে। কথাটা শুনে খুব খারাপ লাগলো। তার কিছু দিন আগেও এমন শুনাম একজন সুইসাইড করেছে।
আমার প্রশ্ন সুইসাইড কি সব সমাধান করতে পারে??? কখনোই না৷ এই সুইসাইডটা মানুষ তখনই করে যখন শয়তান মানসিকচাপ দেয়৷ এমন মনে হয় যে মরে গেল সব ঠিক হবে।
আমি যখন খুব ছোট তখন কেউ সুইসাইড করলে মা কে বলতাম কেন একা একা এমন মারা যায় মানুষ। মা তখন একটা কথা বলতেন তখন মানুষের মধ্যে শয়তান ভর করে। পরিশেষে বড় হয়ে এখন বুঝলাম কেন এমন করে।
হ্যা আমি জানি জীবনটা খুব কঠিন এই জীবনের অনেক কিছু মুখামুখি হইতে হয়৷ তবে সুইসাইড আমাদের সুখ কখন আনেন না৷ এইটা জন্য অনেক বড় সাজা বিধাতার কাছে পেতে হয়।
জীবনে বেচে থাকতে গেলে অনেক কিছু সহয্য করতে হবে। এইটাই নিয়ম, যে যত বেশি কষ্ট করবে ঈশ্বর তার জন্য সামনে তত বেশি সুখ দিবেন৷ তবে কেন করবে এই সুইসাইড নামক বড় ভুলটা। যার ফলাফল 000
তাহলে কি লাভ এইটা করে??
আমি মনে করি সুইসাইড না করে। নিজেকে পরিবর্তন করলে হয়। নিজে কষ্ট মানসিকচাপ ভুলতে দূরে কোথায় চলে গিয়ে নিজেকে সময় দেওয়া। এই পৃথিবীতে এখনো অনেক কিছু আছে যা আমাদের অজানা অদেখা৷ তাহলে সেইগুলো দেখার আগে কেন নিজেকে শেষ করবে।
মন খারাপ? নিজেকে সময় দিন৷ পরিবেশ পরিবর্তন করুন৷ নতুন কোথায়ও জান দেখবেন মনের সব খারাপ চিন্তাভাবনা চলে যাবে৷ নতুন করে বাচার ইচ্ছে করবে৷
সুতরাং সুইসাইডকে না বলুন মন খুলে হাসুন

পোষ্টটি শেয়ার করে দিয়ে সকলকে সচেতন করুন।

ধন্যবাদ সবাইকে

07/11/2023

Address

Turag

Website

Alerts

Be the first to know and let us send you an email when ToͥxiͣcͫQueeภ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share