Mou Insights

Mou Insights Sunnah makes our life happy.

⚠️ Be careful সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন, খুব সাবধানে থাকবেন।আপনারা আমা...
22/02/2025

⚠️ Be careful

সামনের কিছুদিন একটু সাবধানে বেঁচে থাকেন। বিশেষ করে বড় শহরগুলোতে যাঁরা থাকেন, খুব সাবধানে থাকবেন।
আপনারা আমার প্রফাইল ঘুরলে দেখবেন, বেশ কিছুদিন ধরে দেশে ঘটে যাওয়া প্রত্যেকটা অপরাধ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি।

স্বাভাবিকভাবেই কেউ যদি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন পড়ে থাকে, উক্ত বিষয়ে তার জ্ঞান অন্যান্যদের চেয়ে কিছুটা বেশিই হবে।

এই কদিনের বিশ্লেষণে আমি এক ভয়াবহ ব্যাপার লক্ষ্য করেছি। ব্যাপারটা এতটাই এলার্মিং আর সেন্সিটিভ যে, আমি তা প্রকাশ্যে বলতেও পারব না। আবার পুরোপুরি নিশ্চিত না হয়ে বলাটাও ঠিক হবে না।

তবে এতটুকু নিশ্চিত থাকেন যে, আগামী কিছুদিন বড় বড় শহরগুলোতে অপরাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এখনই যা অবস্থা, এরচেয়ে আরও বাড়লে কি হবে তা কি আপনারা ভাবতে পারছেন?

আপাতত আমি আপনাদের কিছু পরামর্শ দিতে পারি নিজ অভিজ্ঞতার আলোকে। যেহেতু দীর্ঘদিন ধরে অপরাধ জগটা নিয়ে পড়ে আছি, আবার সম্প্রতি নিজে একটা ছিনতাইয়ের শিকার হলাম, তাই মোটামুটি আমার পরামর্শগুলো চোখ বন্ধ করে মেনে চলতে পারেন। লাভ না হলেও অন্তত ক্ষতি হবে না, এতটুকু বলতে পারি।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বের হবেন না।

২. রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না। দরজা বা জানালা কিংবা বারান্দায় দূর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন। ভালো সিকিউরিটিযুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন।

৩. এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, সেটা যত স্বল্প দূরত্বেরই হোক না কেন। মোটামুটি পাঁচ হাজার টাকা পকেটে থাকলেও ওরা সামহাউ টের পেয়ে যায়।

৪. আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না। কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিওরড জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। বিশেষ করে নাক এবং কানে তো নাই। নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড আছে।

৭. রাস্তায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশ বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না খবরদার।
প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না।
উবারে এ্যাপ থেকে কল দিয়ে যাবেন, ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

৯. সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।

১০. অপরচিত কারও সাথে একদম কথা বলবেন না।

১১. অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে কোনোভাবেই একা একা যাবেন না।

১২. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান।

১৩. ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাবে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান। বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন।

১৪. কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না, অমুক, তুই এই কাজ করলি? আপনি চিনে ফেলামাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে।

১৫. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। আমি নিজে এসব করে দেখেছি, কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু।

১৬. আপাতত এই পয়েন্টটাই লাস্ট। এটা ইচ্ছে করেই লাস্টে রেখেছি। এই পয়েন্ট অনেকে মানতে চাইবেন না, কেউ কেউ হেসে উড়িয়ে দেবেন, আবার কারও কারও কাছে ব্যাপারটা বিতর্কিত মনে হতে পারে-

"আপনার বাসা যদি ঢাকা বা বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটিযুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়েলোক থাকে কিংবা মাঝবয়েসী থেকে অল্পবয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে/তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।"

লাস্ট পয়েন্টটা আমার বাড়াবাড়ি নয়। সম্প্রতি এমন ঘটনা দুয়েকটা ঘটতে দেখা গেছে।

আরেকটা কথা, রাতের বেলা দূর পাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে।

উপরোক্ত কথাগুলো আমি কাউকে আতংকিত করার জন্য বলিনি। নিজ অভিজ্ঞতা থেকে কিছু ঘটনা শেয়ার করলাম। এতে যদি একজনও উপকৃত হয়, এটাও বা কম কি!

© Humayun Kabir 🤍

বিয়ের পর গত 19 বছর যাবত  প্রতিদিন সকালে স্ত্রীর একটা কমন অভিযোগ, আমি কেন ব্রাশ করার পর টুথপেস্ট এর মুখ লাগিয়ে রাখি না।...
17/02/2025

বিয়ের পর গত 19 বছর যাবত প্রতিদিন সকালে স্ত্রীর একটা কমন অভিযোগ, আমি কেন ব্রাশ করার পর টুথপেস্ট এর মুখ লাগিয়ে রাখি না।?
তাই বউ কে খুশি করতে ১৯ বছর পর

এবারের বিবাহবার্ষিকীতে সিদ্ধান্ত নিলাম, বউকে খুশি করার জন্য হলেও এখন থেকে যে করে হোক টুথপেষ্টের মুখ লাগিয়ে রাখবো।

ভেবেছিলাম এটা করলে বউ হয়তো খুশি হয়ে পক্ষে আমাকে একটা ধন্যবাদ দেবে। কিন্তু বিধি বাম, ঘটনা উল্টে গেলো কারণ
গত এক সপ্তাহের মধ্যে একবারের জন্যও আমাকে একটা সাধুবাদ জানালোই না উল্টো আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মনে হয় আমার মুখ তার কাছে ভিন গ্রহের প্রাণীর মত লাগছে।

শেষমেষ আজ সকালে গোসল সেরে বাথরুমের দরজা খুলে বের হতেই সরাসরি আমার দিকে তাকিয়ে আমার চোখে চোখ রেখে বলেই ফেলল

একটা মানুষ ব্রাশ না করে কিভাবে এতদিন থাকতে পারে,?

- তুমি গত এক সপ্তাহ ধরে ব্রাশ কর না কেনো??

বিশ্বাস করেন, বিবাহিত জীবন সত্যিই বড় জটিল আর জীবন সঙ্গীর অভ্যাস গুলো একসময় চিরো চেনা হয়ে যায়।

Reality 🤔
01/01/2025

Reality 🤔

31/12/2024
আপনি কখনো ভেবে দেখেছেন কী....⁉️বেশিরভাগ Dotcor দের Hadnwttring এত খারাপ হওয়া সত্ত্বেও Hopstial বা দোকানের Phamraicst রা ...
02/07/2024

আপনি কখনো ভেবে দেখেছেন কী....⁉️

বেশিরভাগ Dotcor দের Hadnwttring এত খারাপ হওয়া সত্ত্বেও Hopstial বা দোকানের Phamraicst রা precsription এত সহজে কীভাবে বুঝে যায়? Secert টা কিন্তু Qeusiton এর মধ্যেই নিহিত আছে। এতক্ষণে হয়তো খেয়াল করেননি যে এই post এর সবগুলো ইংরেজি বানানই ভুল, তবুও আপনার পড়তে খুব বেশি বেগ পেতে হয়নি। কারণ হলো আপনার konwdlege এবং Hunam Bairn এর কেরামতি। আপনার চেনা-জানা শব্দগুলোর শুধু শুরু ও শেষের Letter এবং tatol Letter সংখ্যা ঠিক থাকলেই, মাঝে যতই উল্টা-পাল্টা করে দেওয়া হোক না কেন আপনার আমার Biran সেটাকে roecginze করে ফেলে।😱

“পাঁচ দিন খোঁজাখুঁজির পর উত্তর গাজ্জায় অল্প গোশত পেলাম। আমার স্ত্রী নবজাতক জন্ম দিয়েছে। আমার ছেলে আলীর আজ সপ্তম দিন। ইমা...
24/06/2024

“পাঁচ দিন খোঁজাখুঁজির পর উত্তর গাজ্জায় অল্প গোশত পেলাম। আমার স্ত্রী নবজাতক জন্ম দিয়েছে। আমার ছেলে আলীর আজ সপ্তম দিন। ইমাম আলী বিন আবু তালেবের বীরত্ব থেকে বরকত লাভের উদ্দেশ্যে তার এ নাম রাখলাম। আশা করি সেও তাঁর মতো বীর ও বিজয়ী হবে। সন্তান জন্মদানের হাদিয়া হিসেবে স্ত্রীকে প্লেটটি দিলাম। আপনি হয়তো পরিমাণে স্বল্প দেখছেন। কিন্তু গোশতের এই টুকরোগুলো ক্রয় করতে লেগেছে ৭০ ডলার(সাত হাজার ৭০০ টাকা), আর চালের দানাগুলো নিয়েছে ২৫ ডলার(২ হাজার ৭৫০ টাকা)। এবার ভেবে দেখুন, মূল্য হিসেবে কিন্তু এগুলো ঠিকই হাদিয়ার উপযুক্ত।”
হামজা মোস্তফা নামের এক বাবা পোস্টে বিষয়গুলো বলেছেন। সেখানে কার্যত দুর্ভিক্ষ চলছে। সৌদি আর আমিরাতের লোকেরা যেসব খাবার নষ্ট করে, সেগুলোও গাজ্জার মানুষেরা খেতে পারছে না।
কাবীর আহমেদ কাসেমী।
দয়া করে কেউ খাবার অপচয় করবেননা একদিন বাংলাদেশেও চলে আসবে দুর্ভিক্ষ সেই দিন আর বেশি
দেরি নাই
(কপি পোস্ট)

এই ম্যাপটা হইলো ইন্ডিয়ান রেল লাইন বাংলাদেশের ভেতর দিয়ে কিভাবে যাবে সেটার। খুব সুন্দর একটা নকশা। দেখে মনোমুগ্ধকর লাগতেছে।...
24/06/2024

এই ম্যাপটা হইলো ইন্ডিয়ান রেল লাইন বাংলাদেশের ভেতর দিয়ে কিভাবে যাবে সেটার। খুব সুন্দর একটা নকশা। দেখে মনোমুগ্ধকর লাগতেছে। তাদের দরকার তাই তারা আমাদের দেশের উপর দিয়ে রেল যোগাযোগ ব্যবহার করবে। এখানে নেগেটিভ কিছু নাই।

নেগেটিভ হইলো বাংলাদেশ ক্রিকেট দল হারতেছে যেটা বাঙ্গালী মেনে নিতে পারতেছে না। রাসেল ভাইপার সাপ ঢুকে গেছে যেটা মিডিয়া সবচেয়ে বেশি হাইলাইট করতেছে সেটা নেগেটিভ। এছাড়া সবই পজিটিভলি। নেগেটিভলি ভাবেও পজিটিভ।

দেশের ভালোমন্দ নিয়ে এতো মাথাব্যাথার কিছু নাই। যে ভালো অবস্থানে আছে সে বলবে আমার কি আমি তো ভালো আছি, ক্ষতি তো আমার একলার হবে না!

ক্রেডিটঃ শামীম সাগর।

19/06/2024

" এই বুয়া,কাল আসোনি কেন? তোমায় না বলেছি কাজে ফাঁকি দিবা না।এরকম করলে কিন্তু কাজে রাখবো না "

বুয়া হাসি হাসি মুখ করে বললো " সোয়ামি আইতে দেয় নাই মেডাম "

" কেন আসতে দেয়নি? "

" বলতে পারুম না।হেয় কাইল একখান গোলাপ লইয়া আইছিলো।সক্কালে মোর কানে গুঁজায়ে দিয়া কইলো আইজ কামে যাওন লাগবোনা!কাইল নাকি পেরেম ডে আছিলো "

বুয়ার কথায় বেশ অবাক হলাম।বললাম " তারপর? সারাদিন প্রেম করলে? "

" কি যে কন মেডাম।অহন কি পেরেম করার বয়স? হেতি তো বুঝে না,জোর কইরা সারাদিন রিসকায় নিয়া ঘুরছে।পার্কে বসে বাদাম কিনছে,হোটেলে পরোটা চা খাওয়াইছে "

দীর্ঘশ্বাস ফেলে বললাম " আচ্ছা,এখন কাজ করো "

বুয়া গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাঘরে ঢুকলো।বিষণ্ণ মনে স্বামীকে কল করলাম।কল রিসিভ করে স্বামী বললো

" তোমায় কতবার বলেছি অফিস টাইমে কল করবে না? "

" তুমি আসবে কখন? "

স্বামী কিছু না বলেই ফোন কে'টে দিলো।রান্নাঘর থেকে বুয়ার গানের গ"লা ভেসে এলো

কাছে আইসো আইসো রে বন্ধু,প্রেমের কারণে
ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে

গল্প - গুরুত্ব
লেখক জয়ন্ত_কুমার_জয়

স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষের সাথে প্রেম করা আর সংসার করার মাঝে বিশাল ফারাক। প্রেম চাইলেই ভেঙ্গে দেয়া য...
17/06/2024

স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষের সাথে প্রেম করা আর সংসার করার মাঝে বিশাল ফারাক। প্রেম চাইলেই ভেঙ্গে দেয়া যায়, নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নেয়া যায়। তবে সংসার? সংসার কি চাইলেই ভেঙ্গে দেয়া যায়?

জীবন আর কতটুকুই যন্ত্রণা দেয়?
একবার শুধু দুর্ভাগ্যজনক ভাবে স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষ জীবন সঙ্গী হলেই নিজের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হয়!

জন্ম, মৃত্যু, বিয়ে তিনটাই ঐ উপরওয়ালার হাতে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কী, জানেন? এই ভালো মানুষগুলোর কপালেই সবসময় স্বার্থপর স্বভাবের মানুষগুলোই জুটে!

স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক মানুষগুলো কখনোই সঙ্গীর চাওয়া- পাওয়ার ব্যাপারে যত্নবান হয় না। সঙ্গীর প্রতি যত্নবান সেই সাথে শ্রদ্ধাশীল হয় না। এরা সুখ বলতে কেবল নিজের ভালো থাকাকে বোঝে। আবার কেউ কেউ নিজে এবং সন্তানের ভালো থাকাকেই সুখ বোঝে। সঙ্গীর কথা ভুলেও চিন্তা করে না।

তবে সঙ্গী?
সঙ্গীর কথা ভাবার তাদের সময় নেই। সঙ্গীর ভালো থাকা, সঙ্গীর অসহায়ত্ব কিংবা তার মন কখনোই বুঝতে চেষ্টা করে না! উল্টো নিজের চাহিদা পূরণে একটুখানি কমতি হলেই সঙ্গীর উপর চরম মানসিক নি র্যা ত ন শুরু করে দেয়!

জীবন এতটাই হতাশাগ্রস্ত আর একঘেয়ে হয়ে যায় যে, নিজেকে নিজের কাছেই তখন অসহায় লাগে! নিজের ভেতর তিলে তিলে শেষ হতে হয়! মানসিক আর শারীরিক ভাবে ভেঙ্গে যেতে হয়! যেখানে সঙ্গীর প্রতি মানুষের প্রবল আস্থা সেই সাথে প্রত্যাশা থাকে, সেখানে সঙ্গীই যখন স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, তখন চুপচাপ তার দেয়া মানসিক আর শারীরিক যন্ত্রণা আমৃত্যু সহ্য করে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না! আর যদি সেই সংসারে সন্তান থাকে, তাহলে তো নিজেকে নিয়ে, নিজের ভালোর কথা কেউ ভাবতে পারে না!

যারা সঙ্গীকে কষ্ট দিয়ে নিজে সুখ পেতে চায়, তারা সুখ পেলেও সঙ্গীর ভালোবাসা পায় না। আর যারা সঙ্গীর ভালোবাসার চাইতে পৃথিবীর জাগতিক সবকিছুকেই সুখ ভাবে, তাদের থেকে স্বার্থপর আর আত্মকেন্দ্রিক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। এদের কপালে শেষ বয়সে হলেও চরম অবহেলা–অবজ্ঞা আর অসম্মানই জুটে!

যারা সঙ্গীকে ভালো রাখতে প্রাণপণ চেষ্টা করেও তার থেকে অবহেলা পায়, অনাদর পায়, অযত্ন পায়, তারা মূলত ঠকে না। ঠকে তো তারাই, যারা এতকিছুর পরেও সঙ্গীকে তার প্রাপ্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করে। নির্দিষ্ট সময়ে কিংবা শেষ বয়সে ঠিক এরাই সঙ্গীর পা ধরে মাফ চায়, এসে পায়ে পড়ে!

©

বৃটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি এমন এক মেয়েকে বিয়ে করছে যে পুরাপুরি শ্বেতাঙ্গ না- মিশ্র রক্ত, বয়সে প্রিন্সের থেকে তিন বছ...
16/06/2024

বৃটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি এমন এক মেয়েকে বিয়ে করছে যে পুরাপুরি শ্বেতাঙ্গ না- মিশ্র রক্ত, বয়সে প্রিন্সের থেকে তিন বছরের বড়, তার আগে একবার বিয়ে হয়ে ডিভোর্সও হইছিলো।
কিন্তু বৃটিশ মিডিয়ার অনেক হাহাকার সত্যেও এসব ব্যাপারগুলো তাদের বিয়েতে কোন বাঁধা হতে পারে নাই কারণ এসব কোনটাই মেয়েটার "দোষ" না, তারা একে অপরকে ভালোবাসে- এটাই বড় কথা!
আর আমাদের দেশের কিছু ছেলেরা নিজেরা যাই হোক আর সারাজীবন যাই করুক বিয়ের সময় এমন মেয়ে খুঁজে যে একই সাথে

১. "ফর্সা"সুন্দরী হতেই হবে।

২.প্রচন্ড ধার্মিকও হতে হবে।

৩.উচ্চশিক্ষিত হতে হবে কিন্তু চাকরিও করতে পারবে না আবার টাকা ও ইনকাম করতে হবে :3

৪.মেয়ের এক বস্তা গুন অবশ্যই থাকতে হবে।সেলাই,পার্লার এর কাজ, ননদ দের মেহেদি লাগিয়ে দেয়া বিবিধ।

৫.পয়সাওয়ালার লাডলি মেয়ে হতে হবে কিন্তু কামলার মত কাম করতে হবে।

৬.অনেক ভালো ফ্যামিলি থেকে আসতে হবে আবার বিয়ের পর "মজাদার" রান্নাও করতে হবে

৭.পান থেকে চুন খসলেই একগাদা কথা হজম করার মত ধৈর্য থাকতে হবে।

৮. এক কথায় মেয়েকে একই সাথে মাদার তেরেসা, সিদ্দিকা কবির, ঐশ্যরিয়া রায় হতে হবে... :

উনারা কোন হরিদাশ পালের রাজপুত্র সেটা জিজ্ঞেস করবেন না। এতে বদনাম,বেয়াদপি,কলংক ইত্যাদি শব্দ কাধে নিতে হতে হবে।
C

কিছুদিন আগে আমি বাইরে থেকে বাসায় ফিরি। শরীফ তখন বাসায়ই ছিল। এসে দেখি, সে আমার জন্য এসি ছেড়ে রুম ঠান্ডা করে রেখেছে। আম...
15/06/2024

কিছুদিন আগে আমি বাইরে থেকে বাসায় ফিরি। শরীফ তখন বাসায়ই ছিল। এসে দেখি, সে আমার জন্য এসি ছেড়ে রুম ঠান্ডা করে রেখেছে। আমি অবাক হই! ছেলেটা এত যত্ন কই থেকে শিখলো!!?

পরক্ষণেই মনে পড়ে, সে তার বাবার থেকে শিখেছে। সপ্তাহে তিন দিন আমার শাশুড়ি ডায়ালাইসিস করাতে যায়। সেই তিনদিন যখন তার বাড়ি ফেরার সময় হয় এবং আমার শ্বশুর ফোনে যখনই জানতে পারে যে আম্মু গাড়িতে উঠেছে, আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়ে তার প্রিয়তমা স্ত্রীকে সাদরে গ্রহণ করতে।

প্রথমে সে নিশ্চিত করে তার প্রিয়তমা স্ত্রীর রুম শতভাগ পরিচ্ছন্ন আছে কিনা! বিছানার চাদর একদম টানটান আছে কিনা! স্ত্রীর প্রয়োজনীয় সবকিছু খাটের পাশের টেবিলে রাখা আছে কিনা! তারপর সে নিজ হাতে এসি ছেড়ে রুমের দরজা বন্ধ করে রাখে। রুমকে ঠান্ডা হতে দেয়। যেন প্রিয়তমা রুমে ঢোকার সাথে সাথে শীতল স্পর্শ পায়। এ যেন প্রিয় স্ত্রীর সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দেওয়ার অতি সামান্য প্রচেষ্টা।

আম্মু যখন ডায়ালিসিসের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেয়, বাড়ির দরজা দিয়ে বের হওয়া থেকে নিচে গিয়ে গাড়িতে ওঠা পর্যন্ত পুরোটা সময় আব্বু বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। আম্মু নিচে গিয়ে উপর দিকে তাকিয়ে আব্বুর উদ্দেশ্যে হাত নারে, আব্বুও শিশু বাচ্চার মত তার স্ত্রীকে টাটা দেয়। আম্মু গাড়িতে উঠে। গাড়ি ছাড়ে। আব্বু তখনও দাঁড়িয়ে। যতদূর পর্যন্ত গাড়ি দেখা যায় আব্বু এক চুলও সেখান থেকে নড়ে না।হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার প্রিয়তমার প্রতিরক্ষার জন্য নিরবে সৃষ্টিকর্তার নিকট দোয়া করে।

সপ্তাহে তিন দিন আম্মু বাসায় থাকে না বেশ লম্বা সময়ের জন্য‌। এই সময়টা আব্বুর সামনে যে কোন খাবার উপস্থাপন করলেই আব্বুর প্রশ্ন থাকে একটাই, "তোমার আম্মুর জন্য রাখসো?"
আব্বু জানে আমি রাখবো। তবুও যেন নিজে নিশ্চিত হয়ে নেয় তার অনুপস্থিত প্রিয়তমা ভুলেও যেন কিছু মিস না করে ফেলে।

যখন আম্মুর ফেরার সময় হয়। আম্মুর গাড়ি এসে থামতে থামতে, আব্বু বাড়ির সদর দরজা খুলে চেয়ার নিয়ে সেখানে বসে থাকে, যতক্ষণ না আম্মু উপরে উঠে আসে। আম্মু ঘরে ঢুকার সাথে সাথে, আব্বু তাকে নিয়ে যায় তার যত্নে ঠান্ডা করা রুমে। আম্মুর মাথায় হাত দিয়ে আদর করে। তারপর ধীরে ধীরে শুরু করে তার সারাদিনের জমানো যত কথা। বাচ্চারা স্কুল থেকে ফিরে সারাদিনের কথাগুলো যেভাবে তার মাকে বলে, আব্বু ঠিক তেমনি চোখ ভরা উৎসাহ নিয়ে তার সারাদিনের গল্পগুলো বলে তার প্রিয় স্ত্রীকে।

আম্মুর প্রিয় খাবার হলো ফল। আব্বু বাইরে যায় আর ফল ছাড়া বাড়ি ফিরে এমন খুব কম দেখেছি। প্রিয়তমা স্ত্রীর খাটের নিচে যেন সর্বদা থালি ভর্তি ফল থাকে, তা নিশ্চিত করে তার এই চমৎকার স্বামী।
বাইরে থেকে ফেরার সময় আব্বু তার নাতি নাতনিদের জন্য সব সময় চকলেট, আইসক্রিম, জুস কিংবা চিপস নিয়ে ফিরে। কিন্তু এগুলো কখনো নিজে নাতি নাতনিদের হাতে তুলে দেয় না। তুলে দেয় প্রিয়তমা স্ত্রীর হাতে। তারপর স্ত্রী যখন এগুলো তার নাতিদের মাঝে বিলি করে, মুগ্ধ হয়ে আব্বু সেই দৃশ্য দেখে‌। এভাবেই যুগ যুগ ধরে হয়তো বাবারা তাদের কিনে আনা সুখ মায়েদের হাতে করে আমাদের মাঝে বিলিয়ে দেয়।

বিয়ের পর থেকেই আমি বারবার অনুভব করেছি শরীফ খুব চমৎকার, যত্নশীল একজন স্বামী। শরিফের যত্নে আমি বারবার অবাক হতাম আর ভাবতাম এত যত্নশীল একটা মানুষ কিভাবে হয়?

কিন্তু, আমি এখন এর উত্তর জানি। একজন চমৎকার স্বামীই জন্ম দেয় আরেক জন চমৎকার স্বামীর। ছোটকাল থেকেই হয়তো সে দেখেছে, তার বাবা তার মাকে কিভাবে ভালোবাসে! সে থেকেই তার শিশু মন শিখে নিয়েছে স্ত্রীকে ভালোবাসার ১০১ টি কৌশল।

আমি সবসময় মুগ্ধ হয়ে আমার শ্বশুরকে আমার শাশুড়ির যত্ন করতে দেখি, সেই দৃশ্যগুলো আমার খুব প্রিয়। আমার মনে হয়, একজন পুরুষ তার শখের নারীকে যত্ন করছে, এর চেয়ে মধুর দৃশ্য আর হতে পারে না!
©হাফসা জারিস

মুকেশ আম্বানির ছোট ছেলের ২য় প্রি ওয়েডিং এ ১৬ হাজার কোটি টাকা খরচ করবে, অনুষ্ঠান হবে সমুদ্রে, জাহাজে। মাঝেমধ্যে চিন্তা কর...
04/06/2024

মুকেশ আম্বানির ছোট ছেলের ২য় প্রি ওয়েডিং এ ১৬ হাজার কোটি টাকা খরচ করবে, অনুষ্ঠান হবে সমুদ্রে, জাহাজে। মাঝেমধ্যে চিন্তা করি ফাইনাল ফাংশান পৃথিবীতে হবে না ফর সিউর! কারণ পৃথিবীতে আর এক্সপেন্সিভ জায়গাও নাই আর ফেমাস মানুষ ও নাই। সব তো প্রি ওয়েডিংয়েই শেষ 🥴
©

Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when Mou Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share