26/12/2025
এক মুহূর্তে উধাও ফেসবুক পেইজ বা প্রোফাইল—কারণ কী জানেন?
সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ,হাসনাত আবদুল্লাহ সহ অনেক ছাত্রনেতা 👉 Copyright Strike-এর কারণে তাদের page / Profile হারিয়েছেন।
যদিও কিছু সময় পড়ে বেশ মোটা অংকের টাকার বিনিময়ে এক আইটি প্রতিষ্ঠান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পেইজটি ব্যাক আনতে সক্ষম হয়েছে।
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
কারণ Meta Platform-এ যেই বিষয়টাকে সবচেয়ে Sensitive & Zero-Tolerance হিসেবে দেখা হয়, তা হলো—
🚨 Intellectual Property (IP)
যার মধ্যে পড়ে—
✔️ Copyright
✔️ Trademark
একটি ভুল ক্লেইম, আর সব শেষ! ❌
❓ এই সমস্যাগুলো কেন হয়?
Meta সাধারণত নিচের কারণগুলোতে কঠোর অ্যাকশন নেয়—
🔹 কপি বা সিমিলার কনটেন্ট
অন্যের পোস্ট / ছবি / ভিডিও কপি-পেস্ট
সামান্য এডিট করে প্রায় একই কনটেন্ট ব্যবহার
🔹 একই কনটেন্ট, একাধিক Meta প্ল্যাটফর্মে
Facebook, Instagram, Page, Profile—
👉 সব জায়গায় একই ভিডিও অপরিবর্তিতভাবে শেয়ার
🔹 ইচ্ছাকৃত Fake Claim।
কেউ চাইলে বিভিন্ন কৌশল ব্যবহার করে
❌ মিথ্যা Copyright / Trademark Claim দিতে পারে
🔹 ভুয়া ডকুমেন্টের মারপ্যাঁচ
কিছু মানুষ ওয়েবসাইট ব্যবহার করে
❌ Fake Trademark Documents তৈরি করে
👉 সেগুলো দিয়েই ক্লেইম সাবমিট করে দেয়
আর এতেই—
👉 Page, Profile, Monetization—সব ঝুঁকিতে পড়ে যায় ⚠️
🛠️ তাহলে সমাধান কী?
ভয়ের কিছু নেই—যদি কনটেন্ট আসলেই আপনার হয় 👇
✅ ১. False Claim হলে ঘাবড়াবেন না
আপনার কাছে যদি থাকে—
Original ভিডিও ফাইল
Raw ফুটেজ
Voice-over প্রমাণ
👉 তাহলে কনটেন্ট ফেরত পাওয়া সম্ভব।
✅ ২. Meta Appeal & Restore Form ব্যবহার করুন
Content Restore / Appeal Form পূরণ করুন
সঠিক তথ্য ও প্রমাণ যুক্ত করুন
Meta-এর ইমেইলে প্রফেশনালি রিপ্লে দিন।
✅ ৩. একবারে না হলে—Support এ যান
Meta Support Inbox / Business Support-এ
👉 সরাসরি কমিউনিকেশন করুন
ধৈর্য ধরে করলে—
📌 বেশিরভাগ ক্ষেত্রেই কনটেন্ট বা একাউন্ট ফিরে আসে।
🔐 Extra Safety নিতে চাইলে—
🟢 Copyright Registration
Government Registered Copyright নেওয়া যায়
নিজের Page / Profile / Content-এর জন্য
👉 যদি আপনার সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ হয়, অবশ্যই ভাবুন।
🟢 Trademark Registration
যদি আপনার Online Business থাকে
নিজের তৈরি Product / Service হয়
👉 তাহলে Online Searchable International Trademark নিন
📌 এটা ভবিষ্যতে Fake Claim-এর বিরুদ্ধে
👉 আপনার সবচেয়ে বড় ঢাল 🛡️
বিশেষ দ্রষ্টব্য : Meta-তে টিকে থাকতে হলে—
Original Content
Proper Protection
Right Knowledge
👉 এই তিনটাই সবচেয়ে বড় অস্ত্র।