I Tech Digital

I Tech Digital I Tech Digital is a Digital marketing agency specialized in page setup, & Ad campaign. Unlock your brand's potential with our Facebook expertise.

Stay with us.

এক মুহূর্তে উধাও ফেসবুক পেইজ বা প্রোফাইল—কারণ কী জানেন?সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ,হাসনাত আবদুল্লাহ সহ অনেক ছাত্...
26/12/2025

এক মুহূর্তে উধাও ফেসবুক পেইজ বা প্রোফাইল—কারণ কী জানেন?

সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ,হাসনাত আবদুল্লাহ সহ অনেক ছাত্রনেতা 👉 Copyright Strike-এর কারণে তাদের page / Profile হারিয়েছেন।

যদিও কিছু সময় পড়ে বেশ মোটা অংকের টাকার বিনিময়ে এক আইটি প্রতিষ্ঠান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পেইজটি ব্যাক আনতে সক্ষম হয়েছে।

এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
কারণ Meta Platform-এ যেই বিষয়টাকে সবচেয়ে Sensitive & Zero-Tolerance হিসেবে দেখা হয়, তা হলো—

🚨 Intellectual Property (IP)
যার মধ্যে পড়ে—
✔️ Copyright
✔️ Trademark
একটি ভুল ক্লেইম, আর সব শেষ! ❌

❓ এই সমস্যাগুলো কেন হয়?

Meta সাধারণত নিচের কারণগুলোতে কঠোর অ্যাকশন নেয়—
🔹 কপি বা সিমিলার কনটেন্ট
অন্যের পোস্ট / ছবি / ভিডিও কপি-পেস্ট
সামান্য এডিট করে প্রায় একই কনটেন্ট ব্যবহার
🔹 একই কনটেন্ট, একাধিক Meta প্ল্যাটফর্মে
Facebook, Instagram, Page, Profile—
👉 সব জায়গায় একই ভিডিও অপরিবর্তিতভাবে শেয়ার
🔹 ইচ্ছাকৃত Fake Claim।

কেউ চাইলে বিভিন্ন কৌশল ব্যবহার করে
❌ মিথ্যা Copyright / Trademark Claim দিতে পারে
🔹 ভুয়া ডকুমেন্টের মারপ্যাঁচ
কিছু মানুষ ওয়েবসাইট ব্যবহার করে
❌ Fake Trademark Documents তৈরি করে
👉 সেগুলো দিয়েই ক্লেইম সাবমিট করে দেয়
আর এতেই—

👉 Page, Profile, Monetization—সব ঝুঁকিতে পড়ে যায় ⚠️

🛠️ তাহলে সমাধান কী?

ভয়ের কিছু নেই—যদি কনটেন্ট আসলেই আপনার হয় 👇

✅ ১. False Claim হলে ঘাবড়াবেন না
আপনার কাছে যদি থাকে—
Original ভিডিও ফাইল
Raw ফুটেজ
Voice-over প্রমাণ
👉 তাহলে কনটেন্ট ফেরত পাওয়া সম্ভব।

✅ ২. Meta Appeal & Restore Form ব্যবহার করুন
Content Restore / Appeal Form পূরণ করুন
সঠিক তথ্য ও প্রমাণ যুক্ত করুন
Meta-এর ইমেইলে প্রফেশনালি রিপ্লে দিন।

✅ ৩. একবারে না হলে—Support এ যান
Meta Support Inbox / Business Support-এ
👉 সরাসরি কমিউনিকেশন করুন
ধৈর্য ধরে করলে—

📌 বেশিরভাগ ক্ষেত্রেই কনটেন্ট বা একাউন্ট ফিরে আসে।
🔐 Extra Safety নিতে চাইলে—
🟢 Copyright Registration
Government Registered Copyright নেওয়া যায়
নিজের Page / Profile / Content-এর জন্য
👉 যদি আপনার সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ হয়, অবশ্যই ভাবুন।

🟢 Trademark Registration
যদি আপনার Online Business থাকে
নিজের তৈরি Product / Service হয়
👉 তাহলে Online Searchable International Trademark নিন
📌 এটা ভবিষ্যতে Fake Claim-এর বিরুদ্ধে
👉 আপনার সবচেয়ে বড় ঢাল 🛡️

বিশেষ দ্রষ্টব্য : Meta-তে টিকে থাকতে হলে—
Original Content
Proper Protection
Right Knowledge
👉 এই তিনটাই সবচেয়ে বড় অস্ত্র।

যেভাবে একজন ভালো ডাক্তার আগে রোগ নির্ণয় করেন, তারপরই ওষুধ লেখেন—মার্কেটিংও ঠিক সেভাবেই কাজ করে।এখানে কোনো একই ফর্মুলা সব...
16/12/2025

যেভাবে একজন ভালো ডাক্তার আগে রোগ নির্ণয় করেন, তারপরই ওষুধ লেখেন—

মার্কেটিংও ঠিক সেভাবেই কাজ করে।
এখানে কোনো একই ফর্মুলা সবার জন্য কাজ করে না।
কারো সমস্যা কনটেন্টে,
কারো টার্গেট অডিয়েন্সে,
কারো অফারে,
আবার কারো সমস্যা বাজেট বা ট্র্যাকিংয়ে।

এই সমস্যাগুলো আন্দাজে ধরা যায় না—

এগুলো টেস্ট, ডাটা আর বাজেট দিয়েই আইডেন্টিফাই করতে হয়।
আপনি যদি মনে করেন
❌ টেস্ট ছাড়াই সমস্যা ধরা যাবে
❌ একবারেই পারফেক্ট রেজাল্ট আসবে
❌ বাজেট ছাড়া গ্রোথ সম্ভব
তাহলে দুঃখজনক হলেও সত্য—

সমস্যা মার্কেটিংয়ে না, সমস্যাটা আপনার ধারণায়।
কারণ আপনি নিজে যদি এই মাইন্ডসেট চেঞ্জ না করেন,
তাহলে পৃথিবীর সেরা মার্কেটারও আপনার রেজাল্ট বদলাতে পারবে না।
সাকসেসফুল মার্কেটিং শুরু হয় বাজেট দিয়ে না—
শুরু হয় সঠিক বোঝাপড়া আর বাস্তব প্রত্যাশা দিয়ে।

I Tech Digital

আপনি জানেন কি বিজনেসের জন্য Partnership Ads কি উপকারে   দেয়?গতকাল আমি আমার এক ক্লাইন্টকে রিকমেন্ড করি ও বুঝিয়ে বলি Partn...
11/12/2025

আপনি জানেন কি বিজনেসের জন্য Partnership Ads কি উপকারে দেয়?

গতকাল আমি আমার এক ক্লাইন্টকে রিকমেন্ড করি ও বুঝিয়ে বলি Partnership Ads এর বিষয়ে। উনি যেহেতু কয়েকদিন পরপরই বিভিন্ন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়ে পেইজ প্রমোট করেন তাই উনার জানা উচিৎ Partnership Ads এর বিষয়ে।

তাছাড়া অনেক ছোট ছোট ব্র্যান্ড যখন মোটামোটি ভালো মানের ব্র্যান্ড প্রমোটার দিয়ে ভিডিও করেন তাদের জন্য Partnership Ads অনেক উপকারে দেয়। আর যেহেতু বড় একটা ব্র্রান্ডের সাথে ট্যাগ করে কোলাবোরেশন হয় তখন মানুষ আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে আলাদা প্রায়োরিটি দেয়।

এবার চলুন Partnership Ads কি উপকারে দেয় এই বিষয়ে বিস্তারিত জানি।

1. Trust & Credibility দ্রুত বাড়ে
আপনার পণ্য যদি কোনো ইনফ্লুয়েন্সার/ক্রিয়েটর/অন্য কোনো পেজের মাধ্যমে প্রচার করা হয়—
মানুষ সেটা অটোমেটিক বেশি বিশ্বাস করে।
কারণ বিজ্ঞাপন তখন শুধু আপনার পেজ নয়, দুই পক্ষের ব্র্যান্ড ভ্যালু মিলেই চলে।

2. Much Bigger Reach
Partner-এর অডিয়েন্স + আপনার অডিয়েন্স
➡ ডাবল রিচ পাওয়া যায়
➡ নতুন মানুষের কাছে সহজে পৌঁছানো যায়।

3. Better Engagement
ইনফ্লুয়েন্সার বা অন্য পেজের কনটেন্ট সাধারণত
✔ বেশি রিঅ্যাকশন
✔ বেশি শেয়ার
✔ বেশি কমেন্ট আনে
যার ফলে অ্যাড পারফরম্যান্স আরও ভালো হয়।

4. Lower Cost per Result (CPC & CPM কমে)
কারণ দর্শকরা ইতোমধ্যে ইনফ্লুয়েন্সারের উপর বিশ্বাস করে।
ফলে Engagement ও Click বেশি হয় → অ্যাড কস্ট স্বাভাবিকভাবেই কমে যায়।

5. Sales & Message বেশি আসে
যখন ক্রিয়েটর/ইনফ্লুয়েন্সারের রিকমেন্ডেশন + আপনার অ্যাড মিলিয়ে প্রচার হয়,
➡ অর্ডার, ইনবক্স, লিড সবই বেড়ে যায়।

6. New Audience Target করা যায়
আপনি চাইলে অ্যাড টার্গেট করতে পারেন:
Influencer-এর followers
Lookalike audience
Their engaged audience
এতে একেবারে fresh buyers পাওয়া যায়।

7. Authentic Content দিয়ে Ads Boost করা যায়
Creator-এর বানানো কনটেন্ট সাধারণত আরও
✔ Realistic
✔ Human touch
✔ Lifestyle matching
ফলে অ্যাড আরও natural লাগে → Perform করে বেশি।

8. Business Brand Value বাড়ে

যে ব্র্যান্ড creator/partner এর সাথে কাজ করে →
গ্রাহকের চোখে সেই ব্র্যান্ডকে দেখে বড়, জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য মনে হয় কিভাবে Partnership Ads রান করবেন এ বিষয়ে বিস্তারিত না জানলে আমার পোস্টে কমেন্ট করুণ, অথবা আমাকে ইনবক্স করুণ। আমি এই বিষয়ে আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ।

⚡ Facebook Ads – Budget Spend Logic ExplainedFacebook Ads নিয়ে এই বিষয়টি আমি আগেও কয়েকবার ব্যাখ্যা করেছি,কিন্তু অনেকেই এ...
05/12/2025

⚡ Facebook Ads – Budget Spend Logic Explained

Facebook Ads নিয়ে এই বিষয়টি আমি আগেও কয়েকবার ব্যাখ্যা করেছি,
কিন্তু অনেকেই এখনো ঠিকভাবে খেয়াল করেন না—তাই আজ আবারও পরিষ্কারভাবে বলছি।

অ্যাডস ম্যানেজারে কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে, যেগুলো বুঝলে বাজেট নিয়ে আর ভুল হবে না।

✅ “You'll spend an average of $4.0 per day”

অর্থাৎ—আপনার ডেইলি বাজেট যদি $4.0 হয়, Meta সেই অনুযায়ী গড়ে দৈনিক এই পরিমাণই খরচ করবে।
তবে কিছুদিন একটু বেশি বা কম খরচ হতে পারে।

✅ “Your maximum daily spend is $7.00”

মানে—যদিও আপনার বাজেট $4.0, Meta কোনো কোনো দিনে সর্বোচ্চ $7.0 পর্যন্ত খরচ করতে পারে।
অর্থাৎ, আপনার সেট করা বাজেটের ৭৫% পর্যন্ত বেশি খরচ হতে পারে কিছুদিন।

✅ “Maximum weekly spend is $28.00”

অর্থাৎ—সপ্তাহজুড়ে দৈনিক $4.0 গড়ে ধরে Meta সর্বোচ্চ $28.0 পর্যন্ত খরচ করতে পারে।

সপ্তাহের কোনো একদিন বেশি খরচ করলে
পরের দিন কম খরচ করে পুরো সপ্তাহের বাজেটটা ব্যালান্স করে নেয়।

🔍 সারসংক্ষেপ

Meta কিছুদিন ডেইলি বাজেটের চেয়ে বেশি খরচ করতে পারে।

তবে সাপ্তাহিক মোট খরচ কখনো আপনার weekly cap এর বেশি হয় না।

ধন্যবাদ। ✔️

আলহামদুলিল্লাহ ২০ ডলারের অ্যাড থেকে এখন পর্যন্ত ৪৫০০০ প্লাস টাকার সেল জেনারেট হয়েছে। এখনো অ্যাড শেষ হয়নি। আমি আশাবাদী আর...
05/11/2025

আলহামদুলিল্লাহ ২০ ডলারের অ্যাড থেকে এখন পর্যন্ত ৪৫০০০ প্লাস টাকার সেল জেনারেট হয়েছে। এখনো অ্যাড শেষ হয়নি। আমি আশাবাদী আরও অর্ডার জেনারেট হবে।

এই অ্যাডস ফেইসবুকের Meta Andromeda রুলস ফলো করে রান করেছি। দেখি ক্লাইন্টকে শেষ পর্যন্ত সন্তুষ্ট করতে পারি কিনা?

এই ক্লাইন্ট মূলত দেশের বাহিরের রিকন্ডিশন ল্যাপটপ সেল করে। পেইজ একদমই নতুন। তাই রেজাল্ট ভালো পেতে সময় প্রয়োজন। খুব দ্রুতই ওয়েবসাইটে মুভ অন করবেন।

নিশ : “ইলেকট্রনিক ডিভাইস”।

ফেইসবুক অ্যাড, কিংবা ল্যান্ডিং পেইজ ডিজাইন অথবা আপনার পেইজের যে কোন সমস্যায় নক করুণ। অথবা ভিজিট করুণ আমার পেইজ I Tech Digital

একটি সুন্দর ল্যান্ডিং পেইজ ডিজাইন অনলাইন বিজনেসের জন্য ঠিক কতটুকু গুরুত্ব বহন করে?ল্যান্ডিং পেইজ (Landing Page) অনলাইন ব...
16/10/2025

একটি সুন্দর ল্যান্ডিং পেইজ ডিজাইন অনলাইন বিজনেসের জন্য ঠিক কতটুকু গুরুত্ব বহন করে?

ল্যান্ডিং পেইজ (Landing Page) অনলাইন ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে আপনার “প্রথম ইমপ্রেশন” এবং বিক্রির প্রধান গেটওয়ে। নিচে আমি বিস্তারিতভাবে বোঝাচ্ছি, ঠিক কতটা গুরুত্ব বহন করে👇

💡 ১️. প্রথম ইমপ্রেশনই বিক্রি নির্ধারণ করে:

একজন ভিজিটর আপনার বিজ্ঞাপন বা লিঙ্কে ক্লিক করে যখন ল্যান্ডিং পেইজে আসে, তখন প্রথম ৩–৫ সেকেন্ডের মধ্যেই সে সিদ্ধান্ত নেয়—
👉 সে থাকবে, নাকি চলে যাবে।

অর্থাৎ, ডিজাইন, হেডলাইন, রঙ, ও কনটেন্ট—সবকিছু তাকে আকর্ষণ করতে হবে।

💡 ২️. কনভার্সন রেটের মূলে ল্যান্ডিং পেইজ :

ভালোভাবে তৈরি ল্যান্ডিং পেইজ আপনার বিজ্ঞাপনের ফলাফল (ROI) বাড়ায়।

যদি পেইজটি কনফিউসিং বা স্লো হয়, তাহলে মানুষ প্রোডাক্টে আগ্রহী হলেও কেনাকাটা করে না।

একটা অপ্টিমাইজড ল্যান্ডিং পেইজ কনভার্সন বাড়াতে পারে ৩০% থেকে 200% পর্যন্ত!

💡 ৩️. কাস্টমারের বিশ্বাস তৈরির জায়গা :

বিশ্বাস ছাড়া অনলাইন বিক্রি হয় না।

একটা পরিষ্কার, সুন্দর ডিজাইন, প্রোডাক্টের বিস্তারিত, রিভিউ, গ্যারান্টি বা “Secure Payment” ব্যাজ থাকলে গ্রাহক নিশ্চিন্ত হয়।

💡 ৪️. বিজ্ঞাপন ও ল্যান্ডিং পেইজের মিল না থাকলে ক্ষতি :

যদি ফেসবুক অ্যাডে বলা হয় “৫০% ডিসকাউন্ট” কিন্তু পেইজে ঢুকে সেটার কোনো চিহ্ন না থাকে, তখন ইউজার ডিসট্রাস্ট করে—এতে অ্যাড বাজেট নষ্ট হয়।

💡 ৫️. মোবাইল রেসপনসিভ ডিজাইন এখন বাধ্যতামূলক :

বাংলাদেশে প্রায় ৯০% ইউজার মোবাইল দিয়ে কেনাকাটা করে।
তাই ল্যান্ডিং পেইজ মোবাইল-ফ্রেন্ডলি না হলে গ্রাহক পেইজে ঢুকেই বেরিয়ে যায়।

আপনার বিজনেসের জন্য ল্যান্ডিং পেইজ ডিজাইন করতে যোগাযোগ করতে পারেন আমার সাথে, অথবা ইনবক্স করুণ I Tech Digital পেইজে।

আলহামদুলিল্লাহ মাসের শেষ দিনেও এই অ্যাড থেকে এখন পর্যন্ত অর্ডার রানিং আছে। এই ক্লাইন্ট অ্যাডের শুরুতে অনেক হতাশ ছিলেন। প...
30/09/2025

আলহামদুলিল্লাহ মাসের শেষ দিনেও এই অ্যাড থেকে এখন পর্যন্ত অর্ডার রানিং আছে। এই ক্লাইন্ট অ্যাডের শুরুতে অনেক হতাশ ছিলেন। প্রথম দিন কোন অর্ডার জেনারেট হয় নি। পড়ে ক্লাইন্টের সাথে পরামর্শ করে অ্যাড ডুপ্লিকেট করি।

শুধু বলেছিলাম অ্যাড অপটিমাইজ হতে কিছুটা সময় দিন। আর আমার উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ ২য় দিন হতে আজ টানা ৭ দিন ধরে অর্ডার রানিং। তার পাশাপাশি এই পর্যন্ত ২৬ ডলার খরচে ৪৪০০০ হাজার সেল জেনারেট হয়েছে।

এই মাসে ফেইসবুকের নানান সমস্যায় অনেকেই অ্যাড থেকে আশানুরূপ রেজাল্ট পাচ্ছিলো না। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে তুলনামূলক আমার বেশকিছু ক্লাইন্টের অ্যাড রেজাল্ট মাসের শুরু
থেকে এখন পর্যন্ত ভালোই বলা যায়।

এই মাসে ফেইসবুক ইউটিউব, গুগল কোন মাধ্যম থেকেই আমার সব ধরণের ক্লাইন্টদের ভালো রেজাল্ট দিয়ে সন্তুষ্ট করতে পারি নি। অ্যাডের রেজাল্ট ২ দিন ভালো থাকলে ৩ দিন খারাপ। অনলাইন বিজনেসে আপস এন্ড ডাউন থাকবেই।

তবে সবচেয়ে বড় বিষয় হলো—অ্যাড রেজাল্ট খারাপ দেখে একদম চুপচাপ হয়ে বসে থাকা বা অ্যাড বন্ধ করে রাখা বুদ্ধিমানের কাজ নয়। বরং সঠিকভাবে বিশ্লেষণ করে, অপ্টিমাইজ করে, ধৈর্য ধরে চালিয়ে গেলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যায়।

ফেইসবুক, ইউটিউব, অথবা গুগল অ্যাডের যে কোন সমস্যাতে নক দিন। অথবা ইনবক্স করুণ আমার পেইজ I Tech Digital এ। ধন্যবাদ।

Value Rules এটার কাজ কি?? Value Rules বিজনেসের জন্য ঠিক কতটুকু উপযোগী?Value Rules হচ্ছে Facebook Ads Manager এর একটি ফিচ...
08/09/2025

Value Rules এটার কাজ কি?? Value Rules বিজনেসের জন্য ঠিক কতটুকু উপযোগী?

Value Rules হচ্ছে Facebook Ads Manager এর একটি ফিচার। যেটা দিয়ে আপনি ফেসবুককে বলতে পারেন –

👉 কোন ধরণের অডিয়েন্স আপনার জন্য বেশি ভ্যালুয়েবল (যেমন: যারা ঢাকার কাস্টমার, বা যারা মোবাইল ব্যবহার করে বেশি কিনে)।

👉 কোন কাস্টমারের জন্য আপনি অতিরিক্ত ভ্যালু দিতে চান (যেমন: ২০% বেশি ভ্যালু দেবেন নারী কাস্টমারদের জন্য, বা যারা ২৫–৩৪ বয়সের মধ্যে)।

এভাবে Facebook অ্যালগরিদম বুঝতে পারে কোন অডিয়েন্স থেকে আপনার বিজনেসে বেশি প্রফিট আসবে এবং সেই অনুযায়ী অপটিমাইজ করে।

আজ আমার অ্যাড একাউন্টে এই বিষয় টা খেয়াল করে সেই অনুযায়ী অডিয়্যান্স সাজালাম। আলহামদুলিল্লাহ একদম সঠিক বয়সের অডিয়্যান্সের কাছে অ্যাড পৌছে যাচ্ছে। যারা কিনা আপনার অ্যাডের সঠিক কাস্টমার।

সহজভাবে:

Without Value Rules = ফেসবুক সবার জন্য একই ভ্যালু ধরে অ্যাড চালাবে।

With Value Rules = আপনি নিজে বলে দেবেন কোন অডিয়েন্স বেশি দামী/গুরুত্বপূর্ণ। ফেসবুক সেই অনুযায়ী সেই গ্রুপের উপর বেশি ফোকাস করবে।

একটা উদাহরণ দিয়ে বিষয় টা পরিষ্কার করি। ধরুণ আপনার পেইজে ঢাকা শহরের কাস্টমাররা গড়পড়তা ২০০০ টাকা খরচ করে, কিন্তু চট্টগ্রামের কাস্টমাররা খরচ করে ৩০০০ টাকা।

👉 আপনি Value Rule সেট করতে পারেন: চট্টগ্রামের কাস্টমারদের জন্য 1.5x ভ্যালু।

তাহলে ফেসবুক বুঝবে চট্টগ্রাম থেকে কাস্টমার আসলে আপনার জন্য বেশি প্রফিট, আর সে দিকেই বাজেট বেশি শিফট করবে।

Value Rules আপনার বিজনেসের জন্য ঠিক কতটুকু উপযোগী?
Value Rules আসলে সব বিজনেসের জন্য সমানভাবে দরকারি না।

এটা মূলত তাদের জন্য বেশি উপযোগী যাদের —

1️⃣ বড় সেল ভলিউম বা বিভিন্ন ধরণের কাস্টমার থাকে।
যেমন: আলাদা লোকেশন, বয়স, ডিভাইস বা জেন্ডার ভিত্তিক কাস্টমার।
সবার ক্রয় ক্ষমতা বা খরচ একরকম না হলে Value Rules কাজে লাগে।

2️⃣ High-value vs Low-value কাস্টমার আলাদা করা যায়।

উদাহরণ:

ঢাকার কাস্টমাররা ১৫০০ টাকার প্রোডাক্ট কেনে, কিন্তু চট্টগ্রামের কাস্টমাররা গড়ে ২৫০০ টাকার কেনে। তখন আপনি চট্টগ্রামের অডিয়েন্সকে বেশি ভ্যালু দিতে পারেন।

3️⃣ ROAS (Return on Ad Spend) অপ্টিমাইজ করতে চান
আপনি ফেসবুককে বুঝিয়ে দিচ্ছেন কোন অডিয়েন্স থেকে আপনার বেশি লাভ হয়।

ফলে ফেসবুক সেই প্লেসে বেশি বাজেট খরচ করে, আর আপনার ROAS বাড়তে পারে।

📌 তবে সতর্কতা:

ছোট বিজনেস বা যেখানে সব কাস্টমারের ভ্যালু প্রায় একই, সেখানে Value Rules তেমন বড় পরিবর্তন আনে না।

ভুলভাবে সেট করলে উল্টো কম ভ্যালুয়েবল অডিয়েন্স বাদ পড়ে যেতে পারে।

I Tech Digital

অ্যাড রান করার পড়ে আমরা যারা ক্লাইন্টের পেইজ মেইনটেইন করি তাদের প্রত্যেকেরই একটি কমন সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে ...
07/09/2025

অ্যাড রান করার পড়ে আমরা যারা ক্লাইন্টের পেইজ মেইনটেইন করি তাদের প্রত্যেকেরই একটি কমন সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লাইন্ট গ্রুপ থেকে অন্য পেইজের স্ক্রিনসট এনে বলবে এই যে দেখুন এই পেইজের পার ওয়েবসাইট কনভারশেসন এ ১ ডলারের নিচে অর্ডার আসতেছে, দেখুন CPC কত কম।

মানে এই জাতীয় ঝামেলা আমাদের প্রতিনিয়ত ফেইস করতে হয়। ক্লায়েন্টরা যখন আগের মাসের পারফরম্যান্স দেখে নিজেরাই ফোন দিয়ে বলে—“আরও ভালো কিছু চাই”—তখন বুঝি তারা সিরিয়াস এবং রেগুলার কাজের প্রতি কমিটেড।

📈 কিন্তু সমস্যা হয়ে দাড়ায় ধৈর্য ধরে রাখায়। অর্ডার এর রেসিও ওয়েবসাইটে কম পড়লেই ভাই অ্যাড পজ করুণ। নতুন করে রান করুন। কিন্তু একটা পুরাতন অ্যাড যে কতটুকু শক্তিশালী পারফর্ম করে তা ক্লাইন্ট বুঝতেই চায় না।

নিচে আমার এই ক্লাইন্টের পেইজ এন্ড ওয়েব সাইটের সমস্ত কিছু আমি নিজেই মেইনটেইন করি। কিন্তু তার একটাই কথা ১ ডলারের নিচে যেন তার পারচেজ হয়।

মানে বাংলাদেশি লোকাল ক্লাইন্টের জন্য আপনি জান প্রাণ উজার করে দিলেও বলবে ভাই সেল আরও লাগবে। তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাই ভালো কিছুর জন্য।

আপনার ফেইসবুক পেইজের অ্যাডের রেজাল্ট আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে। এটা আগে আপনাকে বুঝতে হবে। ফেইসবুক অ্যাডের যাবতীয় সমস্যায় আমাকে নক করতে পারেন। ধন্যবাদ।

I Tech Digital

ফেইসবুকের বিজনেস সুইটের নতুন আপডেট AI Handoff. এই আপডেট আপনার বিজনেসের জন্য খারাপ নাকি ভালো? চলুন জেনে নেই।সহজভাবে বলতে ...
07/09/2025

ফেইসবুকের বিজনেস সুইটের নতুন আপডেট AI Handoff. এই আপডেট আপনার বিজনেসের জন্য খারাপ নাকি ভালো? চলুন জেনে নেই।

সহজভাবে বলতে গেলে !!!!

👉 প্রথমে AI (চ্যাটবট/অটোমেশন) কাস্টমারের সাথে কথা বলে বা তাদের সাধারণ প্রশ্নের উত্তর দেয়।

👉 কিন্তু যখন কাস্টমারের জটিল কোনো সমস্যা আসে যেটা AI বুঝতে পারে না বা হ্যান্ডেল করতে পারে না, তখন সেটাকে লাইভ এজেন্ট (মানুষ) এর কাছে হস্তান্তর করে দেয়। একে বলা হয় AI Handoff।

AI Handoff এর কাজ কি আসলে?

সাধারণ প্রশ্ন হ্যান্ডেল করবে, রিপিটিটিভ প্রশ্ন AI হ্যান্ডেল করবে (যেমন: দাম, ডেলিভারি টাইম, অর্ডার স্ট্যাটাস) ইত্যাদি। কাস্টমার যদি জটিল কিছু জিজ্ঞেস করে (যেমন: কাস্টমাইজড অর্ডার, কমপ্লেইন বা স্পেশাল রিকোয়েস্ট), তখন সেটা হিউম্যান এজেন্টের কাছে চলে যাবে।

মানে তখন এটা আপনাকেই ডিল করতে হবে। তবে মেটা যখন বুঝে যাবে তখন আপনার কষ্ট অনেকটা কমে যাবে আস্তে আস্তে।
এতে কাস্টমাররা দ্রুত উত্তর পাবে। আপনার পরিশ্রম কিছুটা কমবে।

05/09/2025

ফেসবুক অ্যাডে রেজাল্ট কেন মাঝে মাঝে কমে যায়?

শুরুতে দারুণ রেজাল্ট পেলেও হঠাৎ করে পারফরম্যান্স কমে যাওয়া খুবই স্বাভাবিক। কারণ—

একই অডিয়েন্স বারবার বিজ্ঞাপন দেখছে (Audience Saturation)।
বিডিং কম্পিটিশন বাড়ছে!

অ্যালগরিদম আপডেট হচ্ছে!

সমাধান কী? নিয়মিত অপটিমাইজেশন!

✅ অডিয়েন্স রিফ্রেশ করুন – নতুন গ্রুপে বিজ্ঞাপন দেখান।

✅ ক্রিয়েটিভ আপডেট করুন – নতুন ছবি, ভিডিও বা কপি দিয়ে টেস্ট করুন।

✅ বাজেট ও প্লেসমেন্ট ঠিক করুন – যেখানে ভালো রেজাল্ট আসছে সেখানে ফোকাস দিন।

✅ রিটার্গেটিং চালান – আগ্রহী ভিজিটরদের জন্য আলাদা অফার দিন।

✅ ডাটা বিশ্লেষণ করুন – যেগুলো কাজ করছে না, সেগুলো বন্ধ করুন।

👉 মনে রাখবেন, ফেসবুক অ্যাড কোনো one-time setup নয়। নিয়মিত টেস্টিং আর অপটিমাইজেশনই আপনাকে আবার সেরা রেজাল্ট এনে দেবে।

Send a message to learn more

Interest Targeting কি আসলেই শেষের পথে? 🤔২০২০ সালের কথা মনে আছে?তখন ফেসবুক অ্যাডস চালানো মানেই ছিল—সঠিক ইন্টারেস্ট খুঁজে ...
01/09/2025

Interest Targeting কি আসলেই শেষের পথে?
🤔

২০২০ সালের কথা মনে আছে?

তখন ফেসবুক অ্যাডস চালানো মানেই ছিল—সঠিক ইন্টারেস্ট খুঁজে বের করা আর সেটাকে টার্গেট করা। অ্যালগরিদম এতটা শক্তিশালী ছিল না, তাই মার্কেটাররা পুরোপুরি নির্ভর করত Interest Targeting-এর উপর।
কিন্তু ২০২৫-এ এসে খেলার নিয়মই বদলে গেছে! ⚡

Meta-র AI এখন এতটা উন্নত যে Broad Targeting অনেক সময় Interest Targeting-এর চেয়ে বেশি কনভার্শন দিচ্ছে।

🔎 ডেটা বলছে – ২০২৪ সালের শেষের দিকে Broad Targeting ক্যাম্পেইনের ROAS গড়ে ২৫% বেশি ছিল Interest-based ক্যাম্পেইনের তুলনায়। কারণ AI এখন শুধু ইন্টারেস্ট নয়, বরং—

মানুষের অনলাইন আচরণ ,ক্রয়ের অভ্যাস ওয়েব ব্রাউজিং প্যাটার্ন
সবকিছু বিশ্লেষণ করে সবচেয়ে সম্ভাব্য ক্রেতাদের খুঁজে বের করছে।
কেন Broad Targeting এত শক্তিশালী? 🎯

Broad Targeting-এর সবচেয়ে বড় সুবিধা হলো স্কেল করা সহজ।
যখন আপনার কিছু কনভার্শন ডেটা জমে যায়, তখন AI নিজেই বুঝে ফেলে কারা আপনার সেরা ক্রেতা। এরপর আপনি অডিয়েন্স লিমিট না দিয়ে পুরো মার্কেটে অ্যাড চালালে, অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে সঠিক মানুষের সামনে আপনার প্রোডাক্ট নিয়ে যাবে।

বড় ব্র্যান্ডগুলো তাই এখন Broad Audience + Advantage+ Audience ব্যবহার করছে, কারণ মানুষের আচরণ প্রতিদিন বদলাচ্ছে—আর সেই পরিবর্তন রিয়েল টাইমে ধরতে পারে কেবল AI-ই।

তাহলে Interest Targeting কি একেবারেই শেষ? ❌

না! Interest Targeting-এর জায়গা এখনো আছে, বিশেষ করে—
ছোট ব্যবসার জন্য, নতুন ব্র্যান্ড লঞ্চের সময়
যেমন ধরুন, আপনি নতুন একটি স্কিনকেয়ার ব্র্যান্ড লঞ্চ করলেন। বাজেট সীমিত, কনভার্শন ডেটাও নেই। তখন শুরুতে “Skincare”, “Organic Products”, “Health Conscious” ইন্টারেস্ট দিয়ে অ্যাড চালালে প্রাথমিক কনভার্শন আসতে শুরু করবে।

👉 তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে—Audience Fatigue. একই ইন্টারেস্ট গ্রুপে অনেক অ্যাড গেলে CTR একসময় ২০-৩০% পর্যন্ত কমে যেতে পারে, কারণ মানুষ একই বিজ্ঞাপন বারবার দেখে বিরক্ত হয়ে যায়।
২০২৫-এ খেলার আসল স্ট্র্যাটেজি কী? 🧠

আজকের দিনে জয়ী হতে হলে লাগবে ডেটা-ড্রিভেন অ্যাপ্রোচ।

1️⃣ শুরুতে Interest Targeting দিয়ে অডিয়েন্স প্রোফাইল তৈরি করুন।
2️⃣ কিছু কনভার্শন ডেটা জমলে Lookalike Audience তৈরি করুন।
3️⃣ তারপর Broad Targeting-এ যান স্কেলিংয়ের জন্য।
📌 Meta-র গাইডলাইন অনুযায়ী—

“যখন আপনার কমপক্ষে ৫০+ কনভার্শন ডেটা থাকে, তখন Broad Targeting-এ শিফট করার সময়।”

✅ তাই আসল প্রশ্ন এখন আর “Broad vs Interest—কোনটা ভালো?” নয়,

বরং—“কোন সময়ে কোনটা ব্যবহার করবেন, সেটাই আসল খেলার জায়গা।”

Address

House No : 49, Sector :11, Road No : 19 Dhaka Uttara, 1230
Turag

Alerts

Be the first to know and let us send you an email when I Tech Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I Tech Digital:

Share