ARN Production

ARN Production Transforming Visions into Masterpieces: Crafting Digital Stories

"রাজাকার" দের জন্য থাকছে ৪র্থ ব্যাচে ৫০% ডিসকাউন্টUse This Coupon : amirajakarDetails: https://arnmedia.xyz/work-details...
15/07/2024

"রাজাকার" দের জন্য থাকছে ৪র্থ ব্যাচে ৫০% ডিসকাউন্ট
Use This Coupon : amirajakar
Details: https://arnmedia.xyz/work-details/

02/03/2024

প্রায় সময় নিউজ গুলোতে দেখি ফ্রিলান্সীং করে প্রতি মাসে লক্ষ থেকে কোটি টাকা ইনকাম করছে কোনো ইন্ডিভিজুয়াল পারসন বা এজেন্সি।
এগুলো কি আদৌ সত্য নাকি কোনো গাল গপ্য?
এগুলোর উত্তর খোঁজার আগে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে ফ্রিলান্সিং জিনিসটা আসলে কি?
সহজ অর্থে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। আপনার যদি কোন স্কিল জানা থাকে সেটা অনলাইনে বিক্রি করে খাওয়ার নামই ফ্রিল্যান্সিং। অনেক ধরনের স্কিল হতে পারে , ফটো এডিটিং, ভিডিও এডিটিং ,ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, মোশন ডিজাইন , ভিএফএক্স, ওয়েভ ডেভলপমেন্ট, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি ইত্যাদি।
বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাহিদা আছে এবং ভবিষ্যতেও থাকবে এরকম স্কিলের কথা যদি বলি তাহলে ভিডিও এডিটিং থাকবে প্রথম সারিতে। কেননা যারা ইউটিউবিং করে তাদের প্রতি মাসে ইউটিউবে কমপক্ষে ৪ টা ভিডিও আপলোড দিতেই হবে । নতুবা ইউটিউব এ্যালগরিদম চ্যানেলকে পুশ করবে না।
এখন আসি টাকার বিষয়ে।
আপনি যদি ইউকে বা ইউএসের কোনো ক্লায়েন্টের রেগুলার কাজ করেন তাহলে নরমালি তার ৮-১০ মিনিটের একটা ভিডিওর বাজেট থাকে ৮০-১২০ ডলার।
বাংলা টাকায় আপনি গড়ে প্রতি ভিডিওতে ১০ হাজার টাকার মতো পাচ্ছেন । যদি ৪ টা ভিডিও আপনি মাসে করেন তাহলে হচ্ছে ৪০,০০০ টাকা । এটা হচ্ছে মিডিয়াম চ্যানেলের বাজেট যাদের মনিটাইজেশন আছে । বড় চ্যানেল হলে এই টাকার পরিমাণ ২গুন বা তার কম বেশী হতে পারে।

এই ৪ টা ভিডিও এডিট করতে আমার রাতের ঘুম হারাম করতে হয় 🙂 ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকতে হয় । মাসে ৪ টার বেশী ভিডিও আমার দ্বারা এডিট করা সম্ভব হয় না । কেননা আমি এই ফিল্ডে নতুন। এই প্রেশার কিছুটা কম করার জন্য আমি কিছু মানুষের সন্ধান করেছিলাম যাদের আমি নিজে কাজ শিখিয়ে আমার টিমে রেখে কাজ করাবো । প্রায় ১৫০ জনের মধ্যে থেকে ৩৭জনকে নিয়ে ছিলাম তারা এডিটিং নিয়ে খুব সিরিয়াস ছিলো 🙂 অনেক ইতিহাস শুনিয়ে আমার প্রাইভেট গ্রুপে জয়েন করে । ১ সপ্তাহের মধ্যে এখান থেকে বাদ দিতে দিতে আমি কাজের মানুষ পাই ৫-৭ জন তাদের মনে হয়েছে ডেডিকেটেড এখানে প্রায় মাস খানেক সময় দিয়ে বুঝলাম এদের দিয়েও হবে না 🙂 তাই এটাও ক্লোজ করে দিলাম ।
আসলে এডিটিং করে লাখ টাকা কামানো এতো সহজ না । সবাইকে দিয়ে এডিটিং পসিবল না । এডিটিং যাদের প্যাশন ছিলো তারাই এখন এই সেক্টরে রাজত্ব করছে । আমার আশেপাশে কিছু গন্ড মূর্খ আছে যারা রাস্তা ঘাটে ইভেন আমার বাসায় এসে বলে ভাই ফ্রিলান্সিং শেখান। আপনার কাছ থেকে শিখতে চাই । মুরুব্বিরা বলে আমার ছেলেটারে একটু শিখায়ো বাবা 🙂
আমি তাদেরকে এখনো বুঝাইতে পারলাম না 🙂

06/01/2024

নতুন এডিটিংয়ে আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করছি 📌📌
আসসালামুয়ালাইকুম। আমি ছোট খাটো একজন ভিডিও এডিটর। রিসেন্টলি আমি দেখছি প্রচুর জব পোস্ট আসছে ভিডিও এডিটরদের জন্য কিন্তু পারফেক্ট এডিটর পাচ্ছে না বায়াররা । অথচ এক একটা পোস্টে কাজ করতে আগ্রহী এরকম অনেক এডিটরদের কমেন্ট দেখা যায়।
আসলে এসব পোস্টে যারা কমেন্ট করেন তাঁদের ৯০% ই ভালো কাজ জানেন না। খালি কাট করে ট্রানজিশন আর ফুটেজের সাথে টেক্সট ইফেক্ট দিলেই ভিডিও এডিটর হওয়া যায় না।

এখানে তাঁদেরও দোষ নাই কারন তারা এডিটিং শেখার জন্য প্রপার গাইডলাইন পায় নাই । আবার অনেকেরই টাকার প্রয়োজন তাই কোনও রকম শিখেই চলে আসছে মার্কেট প্লেসে।

যাই হোক এবার আসি মূল কথায়। একজন ছোট খাটো এডিটর হওয়াতে আমার হাতে সবসময় টুকটাক কাজ থাকেই আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে আমি একসাথে এই সামান্য কয়টা কাজের ডেডলাইন মেইনটেইন করতে হিমশিম খাচ্ছি । তাই আমি কিছুসংখ্যক নতুন এডিটর নিবো যারা এখনো এডিটিংয়ের তেমন কিছুই জানেন না এইরকম কিছু মানুষ লাগবে । আমি নিজে আপনাদেরকে শেখাবো এক পয়সাও দিতে হবে না জাস্ট আপনি ধর্য আর সময় দিলেই হবে। এডিটিং করার জন্য যত পেইড প্লাগিন,টুলস, এনভাটো, স্টোরি ব্লকসহ আরো বিভিন্ন প্রিমিয়াম সাইটের সাবস্ক্রিপশন লাগে সব আমি দিবো আপনি কাজ শেখার পর আমার এখানে কাজ করবেন এইটাই ফ্রি শেখানোর মূল উদ্দেশ্য। আপনি আগ্রহী হলে আমাকে জানান , ৪-৫ জন নিবো সর্বোচ্চ ।

আপনার যা যা থাকতে হবে:
*Premiere Pro/ after effects মোটামুটি চলে এরকম পিসি বা ল্যাপটপ
* ভালো ইন্টারনেট কানেকশন
* বাংলা বানান সম্পর্কে ভালো ধারনা/ ইংরেজি মোটামুটি বুঝলেই হবে
* দৈনিক ৫-৬ ঘন্টা সময়

অযথা এদিক ওদিকের কোর্স না করে আপনি ফ্রি এই সুযোগটা কাজে লাগিয়ে দেখতে পারেন নিরাশ হবেন না । ইনশাআল্লাহ

আপলোড দেয়ার সাথে সাথে ১হাজার ভিউ!!!!! আলহামদুলিল্লাহ টানা‌ প্রায় ১৫ দিন‌ পরিশ্রমের ফল আজকে পেলাম। সময়টা একটু বেশি ছিল...
17/07/2023

আপলোড দেয়ার সাথে সাথে ১হাজার ভিউ!!!!! আলহামদুলিল্লাহ টানা‌ প্রায় ১৫ দিন‌ পরিশ্রমের ফল আজকে পেলাম। সময়টা একটু বেশি ছিলো। এই বেশি সময় লাগার প্রধান কারন হচ্ছে ভিডিও ডিউরেশন। প্রথমত আমি ২০ মিনিট দৈর্ঘ্যের কোনো প্রজেক্ট এর আগে করি নাই এটাই প্রথম। দ্বিতীয়ত দিনের বেলায় অফিসের কাজে ব্যস্ত থাকায় এই প্রজেক্টে পুরো সময়টা দিতে পারি নাই । অফিস থেকে এসেই এটার কাজে লেগে পরতাম ইভেন অনেক রাতে না ঘুমিয়ে পরদিন সকালে অফিসে গিয়ে ঝিমাইছি 🙂।
এই প্রজেক্টে রিসার্চ এবং মোশন ডিজাইনে Naeem Mohammad , Md Rahmatulloh এই দুইজনের সাহায্য ছাড়া কোনো ভাবেই আমি একা শেষ করতে পারতাম না । এরা দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত আমার বাসায় এসে এই প্রজেক্টে হেল্প করেছে।
এই প্রজেক্টের থাম্বনেইল ডিজাইন করেছে Mazharul Islam ।
আর দিক নির্দেশনা দিয়েছেন ফাউন্ডার অফ Spill the Story Arvin Ahmed ভাই

সব মিলিয়ে এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। আর এর মাধ্যমে যাত্রা শুরু হয়েছে আমাদের এজেন্সি ARN Production এর । বন্ধু বান্ধব যারা এই কয়দিন বলসোস ভাব নেই তওগওরএ চিনি না এখন তোরা এই ভিডিওতে গিয়ে মন্তব্য কর কি কুত্তা খাটা খাটছি এই ভিডিওতে।

09/07/2023

Ready to elevate your video project? Book a session with us today!

Address

Turag

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARN Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARN Production:

Share