02/03/2024
প্রায় সময় নিউজ গুলোতে দেখি ফ্রিলান্সীং করে প্রতি মাসে লক্ষ থেকে কোটি টাকা ইনকাম করছে কোনো ইন্ডিভিজুয়াল পারসন বা এজেন্সি।
এগুলো কি আদৌ সত্য নাকি কোনো গাল গপ্য?
এগুলোর উত্তর খোঁজার আগে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে ফ্রিলান্সিং জিনিসটা আসলে কি?
সহজ অর্থে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। আপনার যদি কোন স্কিল জানা থাকে সেটা অনলাইনে বিক্রি করে খাওয়ার নামই ফ্রিল্যান্সিং। অনেক ধরনের স্কিল হতে পারে , ফটো এডিটিং, ভিডিও এডিটিং ,ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, মোশন ডিজাইন , ভিএফএক্স, ওয়েভ ডেভলপমেন্ট, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি ইত্যাদি।
বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাহিদা আছে এবং ভবিষ্যতেও থাকবে এরকম স্কিলের কথা যদি বলি তাহলে ভিডিও এডিটিং থাকবে প্রথম সারিতে। কেননা যারা ইউটিউবিং করে তাদের প্রতি মাসে ইউটিউবে কমপক্ষে ৪ টা ভিডিও আপলোড দিতেই হবে । নতুবা ইউটিউব এ্যালগরিদম চ্যানেলকে পুশ করবে না।
এখন আসি টাকার বিষয়ে।
আপনি যদি ইউকে বা ইউএসের কোনো ক্লায়েন্টের রেগুলার কাজ করেন তাহলে নরমালি তার ৮-১০ মিনিটের একটা ভিডিওর বাজেট থাকে ৮০-১২০ ডলার।
বাংলা টাকায় আপনি গড়ে প্রতি ভিডিওতে ১০ হাজার টাকার মতো পাচ্ছেন । যদি ৪ টা ভিডিও আপনি মাসে করেন তাহলে হচ্ছে ৪০,০০০ টাকা । এটা হচ্ছে মিডিয়াম চ্যানেলের বাজেট যাদের মনিটাইজেশন আছে । বড় চ্যানেল হলে এই টাকার পরিমাণ ২গুন বা তার কম বেশী হতে পারে।
এই ৪ টা ভিডিও এডিট করতে আমার রাতের ঘুম হারাম করতে হয় 🙂 ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকতে হয় । মাসে ৪ টার বেশী ভিডিও আমার দ্বারা এডিট করা সম্ভব হয় না । কেননা আমি এই ফিল্ডে নতুন। এই প্রেশার কিছুটা কম করার জন্য আমি কিছু মানুষের সন্ধান করেছিলাম যাদের আমি নিজে কাজ শিখিয়ে আমার টিমে রেখে কাজ করাবো । প্রায় ১৫০ জনের মধ্যে থেকে ৩৭জনকে নিয়ে ছিলাম তারা এডিটিং নিয়ে খুব সিরিয়াস ছিলো 🙂 অনেক ইতিহাস শুনিয়ে আমার প্রাইভেট গ্রুপে জয়েন করে । ১ সপ্তাহের মধ্যে এখান থেকে বাদ দিতে দিতে আমি কাজের মানুষ পাই ৫-৭ জন তাদের মনে হয়েছে ডেডিকেটেড এখানে প্রায় মাস খানেক সময় দিয়ে বুঝলাম এদের দিয়েও হবে না 🙂 তাই এটাও ক্লোজ করে দিলাম ।
আসলে এডিটিং করে লাখ টাকা কামানো এতো সহজ না । সবাইকে দিয়ে এডিটিং পসিবল না । এডিটিং যাদের প্যাশন ছিলো তারাই এখন এই সেক্টরে রাজত্ব করছে । আমার আশেপাশে কিছু গন্ড মূর্খ আছে যারা রাস্তা ঘাটে ইভেন আমার বাসায় এসে বলে ভাই ফ্রিলান্সিং শেখান। আপনার কাছ থেকে শিখতে চাই । মুরুব্বিরা বলে আমার ছেলেটারে একটু শিখায়ো বাবা 🙂
আমি তাদেরকে এখনো বুঝাইতে পারলাম না 🙂