
01/07/2025
Iman Alam নামটা হয়তো নতুন শুনছেন -
আমার দেখা বেস্ট প্লেয়ার যে বাংলাদেশে ট্রায়াল দিতে এসেছে। যার আইডল নেইমার এবং তার ড্রিবলিং স্কিলও নেইমারের মতোই। এই রত্নকে যদি বাংলাদেশ যন্ত করতে পারে, সেই দিন আর বেশি দুরে নেই যেদিন মেসির জার্সি বাদ দিয়ে সকলে বাংলাদেশের ইমানের জার্সি গায়ে তুলবে। আর যাই হোক সিন্ডিকেট না করে সুযোগ দেই এই তারকাকে একদিন হামজা সোমিত জামালদের মতো সেও বাংলাদেশের নাম এবং দলকে বিশ্ব মঞ্চে তুলে ধরবে।