
13/07/2025
কি আশ্চর্য ফেসবুক কেন খুললাম 😑😑
মুনিয়ার কথা না হয় বাদ আপনি এটা তো জানতেন ওনি বিবাহিত লোক,আপনি জেনে শুনে ওনার গার্লফ্রেন্ড কেন হবেন। ওনি আপনাকে বিয়ে করেনি। আপনি পাঁচ মাসের গর্ভবতী হয়ে গেলেন। ওনি অবশ্যই দোষী,তবে আপনার দোষ বেশি, ওনি প্রস্তাব দিলো আপনি রাজি হয়ে গেলেন।আপনি আগুনে ইচ্ছে করে ঝাপ দিবেন আবার ফায়ারসার্ভিস ডাক দিয়া বলবেন আগুন নিভান,ফাইজলামি। আপনার বিচার আগে হওয়া দরকার। এ ধরনের লোকদের কাছে যাবার ই বা কি দরকার। আপনি জানেন না ওদের ব্যাকগ্রাউন্ড কি, আবার বলে আমি টাকার জন্য যাইনি 🙄🙄