
19/07/2025
বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-
স্ত্রীর কিডনিতে প্রাণে বাঁচা স্বামী তারেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রী টুনি সামাজিকমাধ্যমে ভাইরাল হন। তবে তারেক পাল্টা অভিযোগে বলেন, টুনি-ই পরকীয়ায় জড়িত এবং কিডনি দিয়েছেন বাড়ির দোতলা লিখে দেওয়ার শর্তে। তিনি নিজে পরকীয়ায় জড়িত নন বলেও দাবি করেন। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে। ২০০৬ সালে বিয়ে, ২০০৮ সালে তারেক অসুস্থ হন—এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন।