RK RASEL

RK RASEL বাঁচতে হলে লরতে হবে এই লরাইয়ে জীত্তে হবে

বসুন্ধরা সিন্ডিকেট হঠাৎ বাংলাদেশ ফুটবল টিম বাঁচাও।জিতেছে সিন্ডিকেট হেরেছে ফুটবল,গোলরক্ষক জিকুকে দ্রুত দলে ফিরানো উচিত কো...
12/10/2025

বসুন্ধরা সিন্ডিকেট হঠাৎ বাংলাদেশ ফুটবল টিম বাঁচাও।
জিতেছে সিন্ডিকেট হেরেছে ফুটবল,গোলরক্ষক জিকুকে দ্রুত দলে ফিরানো উচিত কোনো 'যদি', 'কিন্তু' নাই,
দাবি একটাই....?
দলের নয়, সিন্ডিকেটের খেলা চলছে মাঠে! এখন সময় জবাবদিহির— কোচ হ্যাভিয়ার কাব্রেরার পদত্যাগই একমাত্র সমাধান!
হামজা, জামাল, সামিত, ফাহমিদুলরা অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছে....

23/09/2025

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়।

23/09/2025

এন সি পি নেতার উপর হা/মলা

29/08/2025

পরিকল্পিত ভাবে নুর ভাই এর উপরে হামলা

18/08/2025
আজ ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্ব...
18/08/2025

আজ ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, সাথে ছিলো অক্সিজেন সিলিন্ডার। লক্ষ্য ছিলো উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পৌঁছানো।

কিন্তু ভাগ্য যেন হঠাৎই থেমে গেল। লঞ্চ যখন মুন্সীগঞ্জ ছাড়িয়ে এগোচ্ছে, তখন অক্সিজেন শেষ হয়ে যায়। সময়টা ছিলো প্রতিটি সেকেন্ডের লড়াই। পরিবারের কেউ দেরি না করে কল দেয় ৯৯৯ এ।

এরপর যা ঘটলো—এটা শুধু একটা ঘটনা নয়, এটা এই দেশের মানবিক মুখের প্রতিচ্ছবি।

৯৯৯ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেয় বাংলাদেশ কোস্ট গার্ডকে। কয়েক মিনিটের মধ্যে নদীর বুক চিরে ছুটে আসে একটি স্পিডবোট—সাথে নতুন অক্সিজেন সিলিন্ডার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, আর দুইজন প্রশিক্ষিত সদস্য। তারা লঞ্চে উঠে নবজাতকের পাশে দাঁড়ায়, শ্বাসের প্রতিটি ওঠানামা মনিটর করে, যেন শিশুটি এক মুহূর্তও একা না থাকে।
লঞ্চ পৌঁছায় সদরঘাটে। ঘাটেই অপেক্ষা করছিলো কোস্ট গার্ডের অ্যাম্বুলেন্স—এক মুহূর্ত দেরি না করে নবজাতককে নিয়ে ছুটে যায় হাসপাতালে।

অন্ধকারের ভেতরেও কিছু আলো থাকে। চারপাশে যখন নেতিবাচক খবরে আমরা ক্লান্ত, তখন এমন একটি ঘটনার খবর হৃদয়ে নতুন বিশ্বাস জাগায়—এই দেশ এখনো মানুষের, এই দেশ এখনো বাঁচিয়ে রাখে স্বপ্ন।
অসংখ্য কৃতজ্ঞতা বাংলাদেশ কোস্ট গার্ড ও ন্যাশনাল ইমারজেন্সি হেল্পলাইন ৯৯৯-কে। আপনারা শুধু দায়িত্ব পালন করেননি, আপনারা এক নবজাতকের জীবন বাঁচিয়েছেন, আর আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, মানবিকতা এখনো বেঁচে আছে। ❤️🇧🇩

Collected

05/08/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

মিরপুর, বাউনিয়া বাঁধ সি বল্ক পল্লবী
Turag

Alerts

Be the first to know and let us send you an email when RK RASEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RK RASEL:

Share