দৈনিক ঝাল টক মিষ্টি

দৈনিক ঝাল টক মিষ্টি write about problem in all sector.as like as report human,roads,drugs,police,public figer etc.

https://www.dhakapost.com/country/380014
16/07/2025

https://www.dhakapost.com/country/380014

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) গভীররাতে চ...

https://www.amadershomoy.com/capital/article/152599/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%b9%e0%...
13/07/2025

https://www.amadershomoy.com/capital/article/152599/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be .tab=0

মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হাতেম আলী কলেজের ছাত্....

https://tulpar24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%...
13/07/2025

https://tulpar24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a6/

কাইসার হামিদ ও রোকেয়া আক্তার এবার নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্.....

https://www.banglanews24.com/saradesh/news/bd/1553273.details
13/07/2025

https://www.banglanews24.com/saradesh/news/bd/1553273.details

কয়রা (খুলনা): আমাগের দুঃখ-দুর্দশা দেখার কেউ নেই বাবু। এভাবেই বলছিলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখ.....

ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা ফাহিমের স্ত্রী  বিমানবালা আন্নামা অতিরিক্ত কসমেটিক আনায় ,   মুচলেকা দিয়ে ছাড়ামোঃরফিকুল ...
10/07/2025

ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা ফাহিমের স্ত্রী বিমানবালা আন্নামা অতিরিক্ত কসমেটিক আনায় , মুচলেকা দিয়ে ছাড়া
মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্বাভাবিক পরিমাণ কসমেটিকস ও মিল্ক পাউডার নিয়ে এসে তোপের মুখে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটের একজন বিমানবালা ।ওই বিমান বালার নাম আন্নামা বলে জানানো হয়। তিনি ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা ফাহিমের স্ত্রী বলে জানা যায় । পরবর্তীতে মুচলেকা দিয়ে তাকে ছাড়া হয়।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর রুটিন চেকআপের অংশ হিসেবে বিমানের সিকিউরিটি বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা ক্রুদের তল্লাশি চালান। এ সময় ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামার কাছে সন্দেহজনকভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি কসমেটিকস ও মিল্ক পাউডার পাওয়া যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, এই ধরনের পণ্যের শুল্ক আদায়ের দায়িত্ব মূলত কাস্টমস কর্তৃপক্ষের। ফলে বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শুধু মুচলেকা নিয়ে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামাকে ছেড়ে দেয়।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা বলেন, এটি বিমানের রুটিন চেক ছিল। কসমেটিকস ও মিল্ক পাউডার শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য এনেছেন বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের বিরুদ্ধে লাগেজের মাধ্যমে বিদেশি পণ্য এনে দেশের বাজারে বিক্রির অভিযোগ নতুন নয়। বিশেষ করে উত্তরা, গুলশান ও বনানীর বিভিন্ন দোকানে এই পণ্যগুলো খোলা বাজারে পাওয়া যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং কাস্টমস আইনের লঙ্ঘন।

https://www.dhakapost.com/country/378191
09/07/2025

https://www.dhakapost.com/country/378191

‘১৫ বছর আগে চাকরি শুরু করছি। ১৫ বছর আগে মাসিক বেতন ছিল ১৫০০ টাকা। এখনও সেই ১৫০০ টাকা। এই টাকায়...

https://www.dhakapost.com/country/378197
09/07/2025

https://www.dhakapost.com/country/378197

ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে ভা...

04/07/2025
04/07/2025

পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন, বিশ্বের কোথায় আছে এই ব্যবস্থা?


গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের যথাযথ প্রতিফলন। তবে অনেক সময় প্রচলিত ভোট পদ্ধতিতে দেখা যায়, একটি দল সীমিত ভোট পেয়েও অধিকাংশ আসনে জয়ী হয়ে যায়, আর অধিক ভোট পাওয়া দলের কোনো আসনই থাকে না। এমন বৈষম্য থেকে উত্তরণের উপায় হিসেবে বিশ্বের বহু দেশ গ্রহণ করেছে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) বা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থা।

এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায়, তার আনুপাতিক হারে সংসদে আসন পায়। ফলে গড়ে ওঠে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য প্রতিনিধিত্বমূলক সংসদ।

কী এই পিআর পদ্ধতি?

উইকিপিডিয়ার ব্যাখ্যায়, আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি, যেখানে ভোটারদের রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলগুলোর ভোট প্রাপ্তির হার অনুযায়ী। উদাহরণস্বরূপ, কোনো দল যদি ১০% ভোট পায়, তাহলে সংসদে তাদের আসনও হবে প্রায় ১০% হারে।

কেন প্রয়োজন?

বাংলাদেশসহ অনেক দেশে বর্তমানে প্রচলিত ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ (FPTP) পদ্ধতিতে যে দল বেশি আসনে জয় পায়, তারা সরকার গঠন করে, ভোটের মোট শতাংশ নয়। যেমন:

২০০১ সালের নির্বাচনে বিএনপি ৪০.৮৬% ভোট পেয়ে পেয়েছিল ১৯৩টি আসন, আর আওয়ামী লীগ ৪০.২২% ভোট পেয়ে মাত্র ৬২টি। (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৪৮.০৪% ভোট পেয়ে ২৩০টি আসন পেয়েছিল, আর বিএনপি ৩২.৫০% ভোট পেয়ে পেয়েছিল মাত্র ৩০টি। (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)

এমন পরিস্থিতিতে পিআর পদ্ধতি চালু থাকলে দলগুলোর প্রতিনিধিত্ব আরও ভারসাম্যপূর্ণ হতো।

বাস্তব উদাহরণ

ধরা যাক, চারটি দল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একজন প্রার্থী ২৫% ভোট পেলেও বাকিরা মিলে ৭৫% ভোট পেলেও, প্রচলিত পদ্ধতিতে সেই ২৫% প্রার্থীই জয়ী হবে। অর্থাৎ ৭৫% ভোটের কোনো কার্যকর প্রতিনিধিত্ব থাকবে না।

পিআর পদ্ধতির প্রবর্তন ও বিস্তার

প্রথমবার ১৮৯৯ সালে বেলজিয়ামে চালু হয় পিআর পদ্ধতি।

বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টি, অর্থাৎ ৫৪% দেশে, পিআর ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

উন্নত দেশের সংগঠন ওইসিডি’র ৩৬টি দেশের মধ্যে ২৫টি, অর্থাৎ প্রায় ৭০% দেশ এই পদ্ধতি অনুসরণ করে।

পিআর পদ্ধতির ধরন

১. মুক্ত তালিকা পদ্ধতি: দলগুলো ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে থেকে আসন পায়।
২. বদ্ধ তালিকা পদ্ধতি: দল ঠিক করে দেয় কে হবেন সংসদ সদস্য।
৩. মিশ্র পদ্ধতি: কিছু আসনে প্রতীকভিত্তিক, কিছু আসনে পিআর ভিত্তিতে নির্বাচন হয়।

বাংলাদেশে পিআর চালুর আলোচনা

বাংলাদেশে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কিছু রাজনৈতিক দল এই পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছে।

উপসংহার

আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থা শুধু রাজনৈতিক ভারসাম্যই নয়, গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার একটি বড় মাধ্যম। উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও দেশে বিভিন্ন নির্বাচনের বৈষম্যমূলক ফলাফলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এখন এ বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে।

উত্তরায় সুন্দর চেহারা ও মিষ্টি হাসির আড়ালে কোটি টাকা আত্মসাৎ গ্রেপ্তার ৩মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। বিদেশে পাঠানোর নাম...
02/07/2025

উত্তরায় সুন্দর চেহারা ও মিষ্টি হাসির আড়ালে কোটি টাকা আত্মসাৎ গ্রেপ্তার ৩
মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

বিদেশে পাঠানোর নামে সুন্দর চেহারা ও মিষ্টি হাসির আড়ালে কোটি টাকা আত্মসাৎ মামলায় উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১) সহ ৩ জন কে আটক করেন উত্তরা পশ্চিম থানা।

উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার থেকে মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে তাদের আটক করে ভুক্তভোগীরা। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ ও লাকী আক্তার এবং তাদের অফিসের কর্মচারী নাছির সিকদার।

ভুক্তভোগীদের অভিযোগে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রায় তিন শতাধিক লোকের কাছ থেকে ৫/৭ লাখ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিলেও তারা কাউকে বিদেশে পাঠান নি। মিষ্টি মিষ্টি কথা বলে গ্রামের সহজ সরল মানুষ গুলোকে ভুলিয়ে-ভালিয়ে টাকা নেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রাজা বলেন, আমাকে ফিজিতে পাঠানোর কথা বলে সাড়ে ছয় লাখ টাকা নিয়েছে তারা। কিন্তু বিদেশেও পাঠায় না, টাকাও ফেরত দেয় না।

তিনি বলেন, ভুক্তভোগীদের মধ্যে আমরা ৩০ জন থানায় এসেছি। এর মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা দিচ্ছি।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এগুলো কোন কথা। কোন লোভে। এনসিপি সামনে নাকি সরকার গঠন করবে।
02/07/2025

এগুলো কোন কথা। কোন লোভে। এনসিপি সামনে নাকি সরকার গঠন করবে।

Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ঝাল টক মিষ্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক ঝাল টক মিষ্টি:

Share