14/03/2024
যারা কোনোদিন বিজনেস করেনি তারাও এই মাহে রমজানকে কেন্দ্র করে বিজনেস করতেছেন।
এই 5 টি পয়েন্ট মনে রাখবেন
১) আপনি যখন ফেসবুকে বুস্ট করতেছেন তখন একটু ভেবে দেখবেন কোন কাস্টমার যখন আপনার বিজ্ঞাপন টা দেখে তখন ওই প্রোডাক্ট রিলেটেড ফেসবুক শুধু অনলি আপনার বিজ্ঞাপন ই কাস্টমারকে দেখায় এমনটা কিন্তু না।
২) আপনার মত যারা এই প্রোডাক্ট সেল করে তাদের বিজ্ঞাপনগুলাও কিন্তু ফেসবুক আপনার কাস্টমারকে দেখাচ্ছে ।
৩) সো, এখানে কাস্টমার শুধু আপনার বিজ্ঞাপন দেখছে না,তাই কাস্টমার কিন্তু কনফিউজড হয়ে যাবে কার থেকে প্রোডাক্ট কিনবে।
৪) আর একটা কথা সবময় মনে রাখবেন প্রোডাক্ট ভালো হলেই যে বিক্রি বেশি হয় এমন কিন্তু না। এমনকি অনলাইনের বাহিরে যেমন কাস্টমার দোকানদারের কাছে এসেই কিছু কিনে অর্থাৎ কাস্টমার দোকান নিজেই খুজে বের করে তেমনি ঠিক অনলাইনে উলটো ঘটনা। এখানে কাস্টমারের কাছে আপনাকেই পৌঁছাতে হবে।
৫) কেবলমাত্র আকর্ষণীয় এবং মিনিংফুল ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমেই এটি সম্ভব। সুতরাং ভালো প্রোডাক্ট হয়তো সবাই ই সেল করতেছেন কিন্তু এত এত উদ্যোক্তার মাঝে আপনি কাস্টমারদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন না তো??
তাই নিজের বিজনেস একধাপ এগিয়ে নিয়ে যেতে অল্প খরচে ভিডিও বিজ্ঞাপন বানিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে।
আমাদের রয়েছে মার্কেটিং এক্সপার্ট ভিডিও গ্রাফিক্স ডিজাইনার। সল্প খরচ আমাদের সার্ভিস সম্পরকে জানতে এক্ষনি মেসেজ করুন।