29/10/2025
Restriction কি ভয়ংকর জিনিস। মাইলস্টোন ট্রাজেডি থেকে একটা রেস্ট্রিকশন পেয়েছিলাম। যখন একদম পূজার বাজার তখন অনেক আপু দিদি আমার পোস্টগুলো শেয়ার করার পরেও একদমই রিচ ছিলনা। রিচ এতটাই ডাউন করে দিয়েছিল যেকোন ভিডিওতে সর্বোচ্চ ভিউ আসতো সাড়ে 300 থেকে 400 এর মতো। আর এখন তিন মাস পর রেস্ট্রিকশন ওঠার পরে একটিভ না থাকা সত্ত্বেও সর্বনিম্ন ৬০০ + ভিউ আসে।
🥹