
03/09/2025
রেলওয়ে স্টেশন 📌
রেলওয়ে স্টেশন মানেই এক অদ্ভুত আবেগের ঠিকানা 🚉
কেউ বিদায়ে চোখ ভিজিয়ে বসে আছে, কেউ আবার প্রিয়জনের অপেক্ষায় চোখ মেলে খুঁজছে।
কারও হাতে বিদায়ের অশ্রু, কারও মুখে আবার মিলনের হাসি।
একেকটা বাঁশির শব্দে হাজারো মানুষের গল্প শুরু হয়, আবার অনেক গল্প শেষ হয়ে যায়... 💔✨