Arman's Journey

Arman's Journey আসলামওয়ালাইকুম
From: Cox's Bazar
🩸- B+

আকাশ কাঁদে, হয়তো মনও,     কালো মেঘ শুধু বাহানা।
22/05/2025

আকাশ কাঁদে, হয়তো মনও,
কালো মেঘ শুধু বাহানা।

21/05/2025

I got 450 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

16/05/2025

"মা" তুমি অমূল্য সম্পদ 💖

দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে!😊💔
14/05/2025

দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে!😊💔

গল্পের নাম: টুকু আর মুকুর বন্ধুত্বএক গ্রামে পাশাপাশি দুইটি বাড়িতে থাকত দুইটি সাদা-কালো বিড়াল—একটির নাম টুকু, আর অন্যটির ...
13/05/2025

গল্পের নাম: টুকু আর মুকুর বন্ধুত্ব

এক গ্রামে পাশাপাশি দুইটি বাড়িতে থাকত দুইটি সাদা-কালো বিড়াল—একটির নাম টুকু, আর অন্যটির নাম মুকু। টুকু ছিল দারুণ চঞ্চল আর দুষ্টু, সারাদিন ছুটে বেড়াত। আর মুকু ছিল শান্ত, গম্ভীর আর ভীষণ বুদ্ধিমান।

প্রথমে তারা একে অপরকে বেশি পছন্দ করত না। টুকু ভাবত মুকু অনেক অহংকারী, আর মুকু ভাবত টুকু শুধু ঝামেলা করে বেড়ায়। তাই তারা কখনো একসাথে খেলত না।

একদিন গ্রামে খুব ঝড়-বৃষ্টি শুরু হল। চারদিক অন্ধকার হয়ে এল, বিদ্যুৎ চমকালো, আর বজ্রপাত শুরু হল। টুকু তখন মাঠের এক কোণে খেলার সময় আটকে পড়ে। সে ভয়ে কাঁপতে লাগল, আশেপাশে কেউ নেই। ঠিক তখনই মুকু ছুটে এসে তাকে দেখতে পেল।

মুকু টুকুকে ডেকে বলল, "চলো, আমার সঙ্গে এসো।" তারপর সে টুকুকে নিয়ে একটি পুরনো গাছের গুঁড়ির নিচে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেল।

টুকু বিস্মিত হয়ে বলল, "তুমি তো আমাকে পছন্দ করো না, তাও আমাকে বাঁচালে?"

মুকু হেসে বলল, "পছন্দ না করলে কি বিপদে সাহায্য করব না? বন্ধুত্ব ছোট ছোট ভালোবাসা থেকেই গড়ে ওঠে।"

সেদিন থেকে টুকু আর মুকু হয়ে গেলো ঘনিষ্ঠ বন্ধু। তারা একসাথে খেলে, একসাথে ঘুমায়, আর গ্রামের সবাই আজ বলে—এই দুই সাদা-কালো বিড়াল যেন যমজ!

সমুদ্রসে তো মানসিক প্রশান্তির অপর নাম...✨❣️📍ইনানী, কক্সবাজার।
13/05/2025

সমুদ্র
সে তো মানসিক প্রশান্তির অপর নাম...✨❣️

📍ইনানী, কক্সবাজার।

13/05/2025

I got 100 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

নির্লজ্জ গরমথাকতে দিচ্ছে না ঘরে 🏠
12/05/2025

নির্লজ্জ গরম
থাকতে দিচ্ছে না ঘরে 🏠

প্রকৃতি তার বিশেষ রুপ নিয়ে ব্যস্ত,আর আমি ভ্রমন করে সেই প্রকৃতি দেখে মুগ্ধ ❤️📍 দেবতার কুম, বান্দরবান।
11/05/2025

প্রকৃতি তার বিশেষ রুপ নিয়ে ব্যস্ত,
আর আমি ভ্রমন করে সেই প্রকৃতি দেখে মুগ্ধ ❤️

📍 দেবতার কুম, বান্দরবান।

Address

Cox’s Bazar
Ukhiya

Alerts

Be the first to know and let us send you an email when Arman's Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arman's Journey:

Share